কৃষি ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
এই লেখাটিতে জানানো হবে কৃষি ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম এবং কৃষি ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করার নিয়ম সম্পর্কে। আপনি যদি একজন কৃষি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে এই লেখাটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
কৃষকদের সহযোগিতার জন্য এবং খাদ্য স্বয়ংপূর্ণতা অর্জনে কৃষি ব্যাংক নির্মাণ করা হয়। এই ব্যাংকের নাম শুনলেই বোঝা যাচ্ছে ব্যাংকটি কৃষকদের উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে। আপনি কৃষি ব্যাংকে একটি একাউন্ট করে ব্যাংকের সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
কৃষি ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আমাদের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল আছে, আপনি চাইলে ওই আর্টিকেল দেখে কৃষি ব্যাংক একাউন্ট খুলতে পারেন। এই লেখাটিতে আলোচনা করা হবে কৃষি ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে।
কৃষি ব্যাংক একাউন্ট চেক
কৃষি ব্যাংকের অ্যাকাউন্ট চেক করার জন্য প্রথমে ATM বুথে প্রবেশ করে CRM মেশিনে এটিএম কার্ডটি প্রবেশ করান। তারপরে ATM কার্ডের পিন প্রদান করে “ব্যালেন্স | স্টেটমেন্ট” বাটনে চাপুন। এরপরে “ব্যালেন্স অনুসন্ধান” বাটনটি চাপুন।
আপনি যদি লেনদেনের রশিদ চান তাহলে “হ্যাঁ” চাপুন, যদি রশিদ না চান তাহলে “না” চাপুন। এরপরে কিছু সময় অপেক্ষা করার পরে আপনার ব্যাংক একাউন্টের ব্যালেন্স দেখা যাবে। এছাড়াও আপনারা সরাসরি কৃষি ব্যাংক শাখায় ভিজিট করে অ্যাকাউন্ট নাম্বার প্রদান করে ব্যালেন্স দেখতে পারেন।
৩টি পদ্ধতিতে কৃষি ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করা যায়। পদ্ধতিগুলো হলঃ
- সরাসরি ব্যাংকে ভিজিট করে
- এটিএম কার্ডের মাধ্যমে
- এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে
এই তিনটি পদ্ধতির মধ্যে আপনার যেই পদ্ধতিটি উপযুক্ত ও সহজ মনে হবে, আপনি সেই পদ্ধতিতে খুব সহজেই কৃষি ব্যাংক একাউন্ট যাচাই করতে পারবেন। চলুন পদ্ধতি গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
সরাসরি ব্যাংকে ভিজিট করে ব্যালেন্স চেক
আপনি সরাসরি নিকটস্থ কৃষি ব্যাংক শাখায় উপস্থিত হয়ে আপনার কৃষি ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। নিকটস্থ কৃষি ব্যাংক শাখা কোথায় অবস্থিত তা জানতে গুগলে গিয়ে “Krishi Bank near me” লিখে সার্চ করুন। এরপরে গুগল মামা আপনাকে নিকটস্থ কৃষি ব্যাংক শাখার লোকেশন দিবে।
কৃষি ব্যাংক শাখায় উপস্থিত হয়ে ব্যাংক ম্যানেজারকে একাউন্ট ব্যালেন্স চেক করার সম্পর্কে জানান। তারা আপনার কাছ থেকে ব্যাংক একাউন্ট নাম্বার এবং একাউন্ট হোল্ডারের সাধারণ কিছু তথ্য জানতে চাবে। আপনি এই তথ্যগুলো সঠিকভাবে দিয়ে আপনার কৃষি ব্যাংক একাউন্টের ব্যালেন্স জানতে পারবেন।
এটিএম কার্ডের মাধ্যমে ব্যালেন্স চেক
এটিএম কার্ডের মাধ্যমে খুব সহজেই আপনার কৃষি ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। অ্যাকাউন্ট চেক করার সম্পূর্ণ প্রসেসঃ
- প্রথমে নিকটস্থ কৃষি ব্যাংকের এটিএম বুথে প্রবেশ করুন।
- এরপরে CRM মেশিনের নির্দিষ্ট স্থানে ATM কার্ডটি প্রবেশ করান। এটিএম কার্ড প্রবেশের ক্ষেত্রে খেয়াল রাখবেন সিমের মত যেই অংশ আছে সেটি উপরের দিকে রেখে সামনের মাথা প্রবেশ করান।
- এরপরে আপনাদের এটিএম কার্ডের পিন প্রদান করুন।
- তারপরে ব্যালেন্স চেক করার জন্য “ব্যালেন্স | স্টেটমেন্ট” অপশনের পাশে থাকা বাটনে ক্লিক করুন।
- এরপরে ব্যালেন্স যাচাই করার জন্য “ব্যালেন্স অনুসন্ধান” অপশনের পাশে থাকা বাটনে ক্লিক করুন।
- আপনার কাছে জানতে চাওয়া হবে “আপনি কি আপনার লেনদেনের রশিদ চান?” আপনার যদি রশিদ প্রয়োজন হয় তাহলে “হ্যাঁ” বাটনে ক্লিক করবেন। এক্ষেত্রে আপনার একাউন্টের ব্যালেন্স থেকে ৩ টাকা চার্জ কাটা হবে। যদি রশিদ না চান তাহলে “না” বাটনে ক্লিক করুন।
- তারপরে কিছু সময় অপেক্ষা করার পরে আপনাদের কৃষি ব্যাংক একাউন্টের ব্যালেন্স দেখাবে।
উক্ত পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই নিকটস্থ কৃষি ব্যাংকের এটিএম বুথ থেকে আপনার কৃষি ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন।
এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে ব্যালেন্স যাচাই
এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে আপনার কৃষি ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য প্রথমে কৃষি ব্যাংক থেকে আপনাকে এসএমএস ব্যাংকিং সার্ভিস চালু করতে হবে। ব্যাংক শাখায় যোগাযোগ করে খুব সহজেই আপনি এসএমএস ব্যাংকিং সার্ভিস চালু করতে পারবেন।
এসএমএস ব্যাংকিং সার্ভিস চালু করার ফলে প্রত্যেকটি লেনদেনের পরে এসএমএসের মাধ্যমে আপনাদের একাউন্টের ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে। বর্তমানে যেকোনো ব্যাংকের একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য এসএমএস ব্যাংকিং সার্ভিসটি অনেক জনপ্রিয়।
কৃষি ব্যাংকের সেবা সমূহ
কৃষি ব্যাংক থেকে মূলত কৃষকরা সবথেকে বেশি সুবিধা উপভোগ করতে পারবে। কৃষকদের আর্থিক উন্নয়ন এবং খাদ্যের স্বয়ংপূর্ণতা অর্জন কৃষি ব্যাংকের মূল উদ্দেশ্য। এছাড়াও কৃষি ব্যাংক থেকে খুব সহজেই লোন নেয়া যাবে।
কৃষি ব্যাংক থেকে লোন নেয়ার নিয়ম সম্পর্কে আমাদের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল আছে। আপনারা চাইলে এই লেখাটি দেখে লোন নেয়ার পদ্ধতি সম্পর্কে জানতে পারেন। কৃষি ব্যাংক লোনের পাশাপাশি ডিপিএস সেবা প্রদান করে।
কৃষি ব্যাংক থেকে আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য লোন, শস্য লোন, হোম লোন, পার্সোনাল লোন, প্রাণিসম্পদ খাতে লোন, মাছ চাষের জন্য লোন ও কৃষকদের জন্য স্বল্প সুদে লোন গ্রহণের সুবিধা রয়েছে। এছাড়াও কৃষি ব্যাংকের “BKB-Janala” অ্যাপসের মাধ্যমে সকল সেবা সম্পর্কে জানতে পারেন।
FAQs
কৃষি ব্যাংকের এটিএম বুথের লোকেশন জানতে গুগলে গিয়ে “Krishi Bank ATM near me” লিখে সার্চ করুন। এরপরে গুগল-মামা আপনাকে কৃষি ব্যাংক এটিএম বুথের লোকেশন দেখিয়ে দিবে, উক্ত লোকেশন অনুযায়ী কৃষি ব্যাংকের এটিএম বুথে চলে যাবেন।
বাংলাদেশ কৃষি ব্যাংকের লোন ইন্টারেস্ট রেট মাত্র ৮%, যা অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক কম।