ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
আপনি যদি একজন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে হয়। এই লেখাটিতে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে।
বর্তমানে দেশের ৬৪ জেলায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন। ATM কার্ডের সাহায্যে CRM মেশিন ব্যবহার করে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট দেখা সহ টাকা উইথড্রো ও ডিপোজিট করতে পারবেন।
ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ATM কার্ড দিয়ে ও ATM কার্ড ছাড়া টাকা উত্তোলন করতে পারবেন। এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সম্পূর্ণ প্রসেস নিচে ধাপ অনুসারে বর্ণনা করা হলো। এটিএম বুথ থেকে টাকা তোলার সময় কিছু সতর্কতা অবলম্বন করবেন।
এটিএম থেকে টাকা তোলার সতর্কতা
- কোনভাবেই অন্য কাউকে আপনার এটিএম কার্ডের পিন নাম্বার জানাবেন না।
- এটিএম কার্ডের পিন প্রদানের সময় অন্য কারো সাহায্য নিবেন না।
- এটিএম বুথে প্রবেশ করে সম্পূর্ণ একা টাকা উত্তোলন করুন, আশেপাশের অপরিচিত কেউ থাকলে আপনার কার্ডের পিন নাম্বার জেনে যেতে পারে।
- টাকা তোলার পর এটিএম বুথ থেকে স্লিপ সংগ্রহ করুন।
ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
ইসলামী ব্যাংকের ATM বুথ থেকে টাকা তুলতে প্রথমে এটিএম বুথে গিয়ে CRM মেশিনে ATM কার্ড প্রবেশ করান। এরপরে PIN নাম্বার দিয়ে নগদ উত্তোলন সিলেক্ট করুন। তারপরে টাকার পরিমাণ সিলেক্ট করে, CRM মেশিন থেকে টাকা ও কার্ড গ্রহণ করুন।
বর্তমানে বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে ইসলামী ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে, ATM কার্ডের সাহায্যে টাকা তুলতে পারবেন। চলুন ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
ধাপ ১ঃ নিকটস্থ এটিএম বুথে যান
প্রথমে আপনার পরিচিত নিকটস্থ ইসলামী ব্যাংকের এটিএম বুথে যান। যদি কোন অপরিচিত জায়গায় থাকেন, যেখানে এটিএম বুথ কোথায় আছে আপনি জানেন না। তাহলে প্রথমে গুগলে গিয়ে “Islami bank ATM booth near me” লিখে সার্চ করুন।
গুগল মামা আপনাকে নিকটস্থ ইসলামী ব্যাংকের এটিএম বুথের লোকেশন জানিয়ে দিবে। অথবা ওই জায়গার স্থানীয় কাউকে জিজ্ঞেস করে ইসলামী ব্যাংকের এটিএম বুথের লোকেশন জানতে পারেন।
ধাপ ২ঃ CRM মেশিনে কার্ড প্রবেশ করান
বুথে প্রবেশ করে CRM মেশিনে এটিএম কার্ডটি প্রবেশ করান। এটিএম কার্ড প্রবেশ করানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন কার্ডের চিপ যেন সামনের দিকে উপরের পাশে থাকে। এটিএম কার্ড প্রবেশ করাতে সমস্যা হলে উক্ত স্থানে কর্মরত কোন কর্মকর্তার সহযোগিতা নিন।

ধাপ ৩ঃ পিন নাম্বার প্রদান করুন
সিআরএম মেশিনে এটিএম কার্ড প্রবেশ করানোর পরে, এটিএম কার্ড এর গোপন পিন নাম্বার প্রদান করতে হবে। ATM কার্ড প্রবেশ করানোর পরে সিআরএম মেশিনের স্কিনে একটি ফাঁকা বক্স দেখতে পাবেন, কি-প্যাড থেকে আপনার এটিএম কার্ডের পিন টাইপ করুন।

এটিএম কার্ডের পিন নাম্বার কাউকে না দেখানো উচিত। তাই এটিএম বুথে প্রবেশ করে যথা সম্ভব লোকালয় এড়িয়ে এটিএম কার্ডের পিন দেয়ার চেষ্টা করবেন।
ধাপ ৪ঃ নগদ উত্তোলন সিলেক্ট করুন
নিচের ছবিটি লক্ষ্য করুন, আপনাদের সামনের CRM মেশিনে এরকম একটি পেইজ ওপেন হবে। এটিএম কার্ডের মাধ্যমে টাকা তুলতে “নগদ উত্তোলন” সিলেক্ট করতে হবে। নগদ উত্তোলন সিলেক্ট করার জন্য বরাবর পাশে থাকা বাটনটি প্রেস করুন।

ধাপ ৫ঃ টাকার পরিমাণ বসিয়ে দিন
এইখানে অটোমেটিক কয়েকটি টাকার এমাউন্ট বসানো থাকবে। এর মধ্যে থেকে যদি কোন অ্যামাউন্ট এর টাকা উঠাতে চান তাহলে বরাবর পাশে থাকা বাটনটি প্রেস করুন। নিচের ছবিটির দেখে লক্ষ্য করলে বিস্তারিত বুঝতে পারবেন।

এই এমাউন্ট গুলোর বাহিরে বেশি বা কম টাকা উঠানোর প্রয়োজন হয় তাহলে “অন্যান্য পরিমাণ” বাটনে প্রেস করে আপনাদের চাহিদা অনুযায়ী টাকার এমাউন্ট বসিয়ে দিন।
ধাপ ৬ঃ নগদ গ্রহণ ও এটিএম কার্ড সংগ্রহ করুন

এরপরে সিআরএম (CRM) মেশিনের নির্দিষ্ট স্থান থেকে পর্যাপ্ত টাকা বেরিয়ে আসবে, সেগুলো সংগ্রহ করুন।

তারপরে স্ক্রিনে উপরের ছবির মত একটি পেজ দেখতে পাবেন। এখানে আপনাকে জিজ্ঞেস করা হবে “আপনি কি আরও টাকা উত্তোলন করতে চান?” যদি আরো টাকা উত্তোলন করতে চান তাহলে “হ্যাঁ”, সিলেক্ট করে দিবেন। এবং উপরের পদ্ধতি অনুসরণ করে নগদ উত্তোলন ও টাকার পরিমাণ বসিয়ে দিবেন।
যদি আর টাকা উত্তোলন করতে না চান তাহলে “না” সিলেক্ট করে দিবেন। এরপরে CRM মেশিনের নির্দিষ্ট স্থান থেকে আপনার এটিএম কার্ডটি বের করে দেওয়া হবে। এরপরে আস্তে করে মেশিন থেকে ATM কার্ডটি উঠিয়ে নিন।
সম্মানিত পাঠকবৃন্দ আশা করি এটিএম কার্ড দিয়ে ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এবার চলুন জেনে নেই কিভাবে কার্ড ছাড়া সেলফিন এর মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা তুলবেন।
কার্ড ছাড়া সেলফিনের মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
কার্ড ছাড়া সেলফিন এর মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য প্রথমে আপনাকে সেলফিন অ্যাপসের সাহায্যে একটি টোকেন সংগ্রহ করতে হবে। টোকেন সংগ্রহ করার জন্যঃ
- প্রথমে সেলফিন (CellFin) অ্যাপসে প্রবেশ করুন।
- এরপরে CellFin অ্যাপসে আপনাদের একাউন্ট লগইন করুন।
- এখান থেকে “Cash withdraw” অপশনটি সিলেক্ট করুন।
- তারপরে “ATM” অপশনটি সিলেক্ট করুন।
- এরপরে “Account” অপশনটি সিলেক্ট করে, আপনার টাকার এমাউন্ট ও ৬ ডিজিটের PIN নাম্বার দিয়ে Submit করুন।
- পুনরায় সকল তথ্যগুলো দেখে “Confirm” করুন।
- এরপরে আপনাকে একটি টোকেন দেয়া হবে মাত্র ৩০ মিনিটের জন্য।
প্রদত্ত টোকেনটি দিয়ে ৩০ মিনিটের মধ্যে ATM বুথ থেকে টাকা উত্তলন করতে পারবেন। ৩০ মিনিট পরে এই টোকেনটি মেয়াদউত্তীর্ন হয়ে যাবে।
- এটিএম বুথে গিয়ে CRM মেশিনে “কার্ড বিহীন লেনদেন” সিলেক্ট করুন।
- এরপরে যেহেতু CellFin টোকেন দিয়ে লেনদেন করা হবে, সেহেতু “CellFin / সেলফিন” সিলেক্ট করুন।
- এরপরে যেই মোবাইল নাম্বার দিয়ে সেলফিন একাউন্ট খোলা উক্ত মোবাইল নাম্বারটি প্রদান করে পরবর্তী বাটনে ক্লিক করুন।
- তারপরে সেলফিন থেকে আমরা যেই টোকেন সংগ্রহ করেছি, সেই টোকের নাম্বার প্রদান করিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন।
- এরপরে টোকেন সংগ্রহের সময় যত টাকা এমাউন্ট বসিয়েছিলাম, পুনরায় উক্ত অ্যামাউন্ট সঠিকভাবে বসিয়ে “সঠিক” বাটনে ক্লিক করুন।
- কিছু সময়ের মধ্যে আপনাদের মোবাইল নাম্বারে একটি OTP কোড আসবে। ওটিপি কোডটি সঠিকভাবে বসিয়ে “পরবর্তী ধাপ” বাটনে ক্লিক করুন।
- এরপরে আপনাদের সামনের CRM মেশিনের স্কিনে ট্রানজেকশন ফি দেখানো হবে। এখান থেকে “YES / হ্যাঁ” বাটনে ক্লিক করুন।
- কিছু সময়ের মধ্যে সিআরএম মেশিন থেকে আপনাদের কাঙ্ক্ষিত টাকা বেরিয়ে আসবে, টাকাগুলো মেশিনের নির্দিষ্ট স্থান থেকে সংগ্রহ করুন।
এই পদ্ধতিতে খুব সহজেই ইসলামী ব্যাংকের এটিএম কার্ড ছাড়া এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। তবে অবশ্যই আপনার সেলফিন একাউন্ট খোলা থাকতে হবে। এর বাহিরেও সেলফিন থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন।
সম্মানিত পাঠকবৃন্দ আশা করি এই লেখাটির মাধ্যমে আপনারা ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে কার্ড ছাড়া ও কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন।
FAQs
ইসলামী ব্যাংকের ATM বুথ থেকে সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ২০,০০০ টাকা তুলতে পারবেন। কেননা ATM বুথে সর্বনিম্ন ৫০০ টাকার নোট থাকে। তাই আপনারা ৫০০ টাকার নিচের এমাউন্ট এটিএম বুথ থেকে তুলতে পারবেন না।
যদি ভুলবশত এটিএম বুথ থেকে টাকা উঠানোর পরে কার্ড নিতে ভুলে যান তাহলে দ্রুত ব্যাংক শাখায় যোগাযোগ করবেন। এরপরে ব্যাংকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে এটিএম কার্ড সংগ্রহ করে নিতে পারবেন। টাকা তোলার পর এটিএম কার্ড সংগ্রহ না করলে কিছু সময় পর অটোমেটিক কার্ডটি মেশিনের মধ্যে চলে যায়।
হ্যাঁ যাবে, যদি আপনার সেলফিন অ্যাকাউন্ট থাকে তাহলে, সেলফিনের সাহায্যে “Cash withdraw” অপশন থেকে টোকেন সংগ্রহ করে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন।