সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার সহজ পদ্ধতি দেখুন

যারা ইসলামী ব্যাংকের সাথে জড়িত আছেন তারা অবশ্যই সেলফিন সম্পর্কে জানেন। সেলফিন অ্যাপের মাধ্যমে ইসলামী ব্যাংকের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা যায়। এই লেখাটিতে আলোচনা করা হবে সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার পদ্ধতি সম্পর্কে।

বাসায় বসে হঠাৎ আপনার মোবাইল ফোনের ব্যালেন্স শেষ? চিন্তা নেই যদি আপনার কাছে সেলফিন অ্যাপস থাকে। সেলফিন অ্যাপস এর সাহায্যে ঘরে বসে মোবাইল রিচার্জ করতে পারবেন। সেলফিন একাউন্ট এর সাথে ইসলামী ব্যাংক একাউন্ট কানেক্ট করা থাকলে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে।

এছাড়াও যদি আপনার সেলফিন একাউন্টে টাকা না থাকে তাহলে সেলফিন এর সাথে যুক্ত থাকা ইসলামী ব্যাংকের একাউন্ট ও কার্ড এর সাহায্যে মোবাইল রিচার্জ করতে পারবেন। নগদ, বিকাশ ও রকেটের মতো একইভাবে সেলফিন থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন।

সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

সেলফিন থেকে রিচার্জ করার জন্য প্রথমে আপনার Cellfin একাউন্টে ব্যালেন্স থাকতে হবে। এরপরে Cellfin অ্যাপসে প্রবেশ করে Mobile top up অপশনে প্রবেশ করে Mobile Number এবং অপারেটর সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে Confirm করুন।

খুব সহজ পদ্ধতিতে সেলফিন থেকে আপনার মোবাইল নাম্বারে টাকা রিচার্জ করতে পারবেন। শুধুমাত্র আপনার সেলফিন একাউন্টে ব্যালেন্স থাকলে হবে এবং সেলফিন একাউন্টের সাথে আপনার ইসলামী ব্যাংক একাউন্ট যুক্ত করা থাকতে হবে।

মোবাইল ফোন থেকে সেলফিন এর মাধ্যমে মোবাইল রিচার্জ করার সম্পূর্ণ পদ্ধতি নিচে ছবিসহ বিস্তারিত ধাপ অনুসারে বর্ণনা করা হলো। যদি সেলফিন অ্যাপস ডাউনলোড করা না থাকে তাহলে “Cellfin” এখানে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করুন।

ধাপ ১ঃ সেলফিন অ্যাপসে প্রবেশ করুন

সেলফিন অ্যাপসের মাধ্যমে মোবাইল রিচার্জ করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনে থাকা সেলফিন অ্যাপসে প্রবেশ করতে হবে। প্রতেকবার সেলফিন অ্যাপসে লগইন এর সময় Cellfin 6 Digit Pin প্রদান করতে হবে। এরপরে Login বাটনে ক্লিক করুন।

অধিক সিকিউরিটি নিশ্চয়তা প্রদানে সেলফিন অ্যাপসে লগইন করার সময় প্রত্যেকবার পাসওয়ার্ড বসাতে হবে। এরপরে মোবাইল রিচার্জের জন্য Mobile top up অপশনে ক্লিক করে প্রবেশ করুন। নিচের ছবিটিতে নির্দেশনা দেওয়া আছে।

সেলফিন থেকে মোবাইল রিচার্জ

বিঃদ্রঃ ইসলামী ব্যাংক একাউন্ট থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

ধাপ ২ঃ মোবাইল নাম্বার ও অন্যান্য তথ্য প্রদান করুন

Mobile top up অপশনে প্রবেশের পরে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিসের মাধ্যমে টাকা রিচার্জ করতে চাচ্ছেন। যদি আপনার সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে টাকা রিচার্জ করতে চান তাহলে Cellfin সিলেক্ট করে দিবেন।

যদি আপনাদের ইসলামী ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা রিচার্জ করতে চান তাহলে Account সিলেক্ট করে দিবেন। এভাবে করে Card ও mCash এর মাধ্যমে রিচার্জ করতে পারবেন। সোর্স সিলেক্ট করার পরে আপনাদের ১১ ডিজিটের মোবাইল নাম্বারটি বসিয়ে দিন।

এরপরে মোবাইল নাম্বার টাইপ সিলেক্ট করতে হবে। যদি আপনাদের মোবাইল নাম্বার প্রিপেইড হয় তাহলে Prepaid সিলেক্ট করুন, যদি পোস্টপেইড হয় তাহলে Postpaid সিলেক্ট করুন। এরপরে সিম অপারেটর নির্বাচন করুন।

সবশেষে Recharge amount অপশনে কত টাকা রিচার্জ করতে চান সেটি বসিয়ে Cellfin 6 Digit Pin প্রদান করে SUBMIT বাটনে ক্লিক করুন। উপরের ছবিটিতে সকল নির্দেশনা দেখানো আছে।

ধাপ ৩ঃ মোবাইল রিচার্জ কনফার্ম করুন

সেলফিন থেকে মোবাইল রিচার্জ

সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার প্রদত্ত সকল তথ্যগুলো কনফার্ম করতে হবে। উপরের ছবিটি লক্ষ্য করুন। আপনার মোবাইল নাম্বার, কত টাকা রিচার্জ করতে চান, সেলফিন অ্যাকাউন্ট নাম্বার বিস্তারিত দেখা যাবে। সবকিছু ঠিক থাকলে Confirm বাটনে ক্লিক করে মোবাইল রিচার্জ সম্পন্ন করুন।

সেলফিন অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জের প্রক্রিয়া

  • প্রথমে সেলফিন অ্যাপসে প্রবেশ করুন
  • এরপরে Mobile top up অপশনে প্রবেশ করুন
  • রিচার্জ সোর্স সিলেক্ট করুন
  • মোবাইল নাম্বার প্রদান করুন
  • সিমের টাইপ সিলেক্ট করুন (প্রিপেইড/পোস্টপেইড)
  • সিমের অপারেটর নির্বাচন করুন
  • রিচার্জ এমাউন্ট প্রদান করুন
  • সেলফিন অ্যাকাউন্ট এর পিন নাম্বার প্রদান করুন
  • সাবমিট বাটনে ক্লিক করুন
  • এরপরে প্রিভিউ দেখে সবকিছু ঠিক থাকলে Confirm বাটনে ক্লিক করুন

প্রিয় পাঠকবৃন্দ, উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে খুব সহজে আপনারা সেলফিন অ্যাকাউন্ট থেকে যেকোনো অপারেটরে মোবাইল রিচার্জ সম্পন্ন করতে পারবেন। শুধুমাত্র এই তিনটি ধাপ সম্পন্ন করে অল্প সময়ের মধ্যে রিচার্জ সম্পন্ন করতে পারেন।

FAQs

সেলফিন কি?

সেলফিন (CellFin) হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (IBBL) এর একটি ডিজিটাল ওয়ালেট সার্ভিস। সেলফিন থেকে ইসলামী ব্যাংকের যাবতীয় কার্যক্রম সম্পন্নের পাশাপাশি মোবাইল রিচার্জ ও অন্যান্য সেবা উপভোগ করতে পারবেন।

ইসলামী ব্যাংক একাউন্ট ছাড়া সেলফিন একাউন্ট খোলা যায়?

হ্যাঁ যাবে, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট না থাকলেও শুধুমাত্র NID কার্ড তথা জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করে CellFin অ্যাকাউন্ট চালু করা যাবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *