ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম
ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে এই লেখাটিতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান গুলোর মধ্যে ইসলামী ব্যাংক অন্যতম। ইসলামী ব্যাংক থেকে আপনারা কয়েকটি পদ্ধতি অবলম্বন করে টাকা উত্তোলন করতে পারবেন।
আমাদের মধ্যে অনেকেই ব্যাংক একাউন্ট করার পরে কিভাবে ব্যাংক থেকে টাকা উত্তোলন করব এই সম্পর্কে জানিনা। এই লেখাটির মাধ্যমে আপনাদের মাঝে ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাবো।
ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম
সাধারণত ইসলামী ব্যাংক থেকে চেকবুক এর মাধ্যমে এবং CRM মেশিনের সাহায্যে ATM কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন। বর্তমানে CRM মেশিনের সাহায্যে কোন ধরনের ঝামেলা ছাড়াই ATM বুথ থেকে টাকা উত্তোলন করা সম্ভব।
ইসলামী ব্যাংকে একাউন্ট করার পরে, টাকা জমা করার পরবর্তী ধাপ হলো টাকা উত্তোলন। ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে খুব সহজেই আপনারা এটিএম কার্ড ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়াও ব্যাংক শাখায় গিয়ে চেকবুকের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।
চলুন ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার এই দুইটি পদ্ধতির সম্পর্কে বিস্তারিত জেনে নেই। নিচে এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের পদ্ধতি ও চেকবুকের মাধ্যমে টাকা উত্তোলনের পদ্ধতি ছবিসহ বিস্তারিত বর্ণনা করা হলো।
ইসলামী ব্যাংক থেকে চেকবুকের মাধ্যমে টাকা উত্তোলন
ইসলামী ব্যাংকে একাউন্ট করার পরে ব্যাংক থেকে চেকবুক সংগ্রহ করে নিতে হবে। চেকবুকটি পরিপূর্ণভাবে ফিলাপ করে ব্যাংকে জমা করে ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন। চেকবুক লেখার নিয়ম হলোঃ
উপরের ছবিটি লক্ষ্য করুন, একটি চেকবুকে সাধারণত ৩টি অংশ থাকে। অংশগুলো হল মুড়ি, টোকেন ও মূল চেক। একটি চেক সঠিকভাবে লেখার জন্য এই তিনটি অংশের সকল তথ্য পূরণ করতে হবে। চেকবই থেকে টোকেন ও মূল চেক কেটে ব্যাংকে জমা করতে হবে এবং মুড়ি অংশ আপনার কাছে থাকবে।
গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ কৃষি ব্যাংক লোন নেওয়ার নিয়ম ২০২৩
যদি আপনার চেকটি ইংরেজি ভাষায় হয় তাহলে সকল তথ্যগুলো ইংরেজিতে পূরণ করা উত্তম। এবং যদি আপনার চেক বইটি বাংলায় হয় তাহলে সকল তথ্য বাংলায় পূরণ করা উত্তম। তবে চেক বইটি যেকোনো একটি ভাষায় পূরণ করতে হবে, বাংলা+ইংরেজি মিক্স করে চেক বইয়ের তথ্য উল্লেখ করা যাবে না।
চেক লেখার সহজ পদ্ধতিঃ
- চেকবই লেখার ক্ষেত্রে প্রথমে তারিখ লিখবেন।
- এরপরে Tk বক্সে উত্তোলনকৃত টাকার অ্যামাউন্ট অংকে বসিয়ে দিবেন। টাকার এমাউন্ট বসানো শুরুতে এবং শেষে ইনভেলিড কমা (“”)দিবেন ও টাকার এমাউন্ট বসানোর শেষে (\-) চিহ্ন দিবেন। যেমনঃ “২০,০০০”\-
- এরপরে Pay To অপশনে যে টাকা উত্তোলন করবে তার নাম বসিয়ে দিবেন। যদি একাউন্ট হোল্ডার নিজে টাকা উত্তোলন করে তাহলে “Self বা নিজ” লিখে দিবেন।
- তারপর The Sum Of Taka অপশনে টাকার এমাউন্ট কথায় বসিয়ে দিবেন। এবং টাকা এমাউন্ট লেখার পরে “মাত্র” লিখবেন। যেমনঃ বিশ হাজার টাকা মাত্র
- এরপরে চেকের শেষ অংশে A/C Holder’s Signature এর উপরে অ্যাকাউন্ট হোল্ডার এর স্বাক্ষর দিতে হবে।
- পরবর্তীতে যদি অ্যাকাউন্ট হোল্ডার নিজে টাকা উত্তোলন করে তাহলে চেকের পিছনে সই দেওয়ার প্রয়োজন নেই। অ্যাকাউন্ট হোল্ডার ব্যতীত যদি অন্য কেউ টাকা উত্তোলন করে তাহলে চেকের অপর পৃষ্ঠায় উত্তোলনকারীর ২টি স্বাক্ষর ও মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে।
এই পদ্ধতি গুলো অনুসরণ করে খুব সহজেই ইসলামী ব্যাংকের চেক লিখতে পারবেন। অ্যাকাউন্ট পে চেক জমা দেওয়ার নিয়ম ও লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।
এরপরে চেকটি নিয়ে সরাসরি ইসলামী ব্যাংক শাখায় উপস্থিত হয়ে “নগদ প্রদান” ডেক্সে জমা দিবেন। ব্যাংক কর্মকর্তা আপনার চেকটি যাচাই-বাছাই করে প্রাপ্য টাকা প্রদান করবে।
ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য প্রথমে আপনার নিকটস্থ এটিএম বুথে চলে যান। এরপরে CRM মেশিনে ATM কার্ডটি প্রবেশ করান। সঠিক পিন নাম্বার প্রদান করে নগদ উত্তোলন সিলেক্ট করুন। এরপরে টাকার এমাউন্ট প্রদান করে ATM বুথ থেকে আপনার টাকা বুঝে নিন।
ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে সহজে টাকা তোলার পদ্ধতি নিচে ধাপ অনুসারে বিস্তারিত বর্ণনা করা হলো।
ধাপ ১ঃ নিকটস্থ এটিএম বুথে প্রবেশ করুন
অনেক সময় আমরা এটিএম বুথের লোকেশন জানিনা, এছাড়াও যখন আমরা নতুন কোন জায়গায় যাই তখন এটিএম বুথের লোকেশন না জানা স্বাভাবিক। নিকটস্থ এটিএম বুথের লোকেশন জানার জন্য আমরা একটি পদ্ধতি অবলম্বন করব।
প্রথমে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন যুক্ত করে গুগলে প্রবেশ করুন। এরপরে সার্চ করুন Islami bank ATM booth near me লিখে। Google আপনাকে নিকটস্থ ইসলামী ব্যাংকের এটিএম বুথের লোকেশন জানিয়ে দিবে। Google ম্যাপের রাস্তা দেখে এটিএম বুথে চলে যেতে পারেন।
ধাপ ২ঃ ATM কার্ড প্রবেশ করান
এটিএম বুথে প্রবেশ করার পরে CRM মেশিনে আপনাদের ATM কার্ডটি প্রবেশ করাতে হবে। উপরের ছবিটি লক্ষ্য করুন। মেশিনে কার্ড প্রবেশ করানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন কার্ডের যে চিপ আছে তা সামনের দিকে উপরের পাশে থাকে। এই বিষয়ে বুঝতে অসুবিধা হলে ওইখানে কর্মরত কোন কর্মকর্তার সহযোগিতা নিতে পারেন।
ধাপ ৩ঃ এটিএম কার্ডের পিন নাম্বার দিন
সিআরএম মেশিনে কার্ড ঢুকানোর পরে পিন নাম্বার প্রদান করতে হবে। নিচে থাকা কিপেড-এ টাইপ করে আপনার এটিএম কার্ডের পিন নাম্বার বসিয়ে দিবেন। এটিএম কার্ডের পিন নাম্বার যথা সম্ভব গোপনে দেয়ার চেষ্টা করবেন।
ধাপ ৪ঃ নগদ উত্তোলন নির্বাচন করুন
এই ধাপে স্ক্রিনে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেহেতু আমরা এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করব তাই “নগদ উত্তোলন” অপশনটি বাছাই করুন। নগদ উত্তোলন অপশনটি বাছাই করতে ঠিক বরাবর সাইডে থাকা বাটনে প্রেস করুন। উপরের ছবিটিতে নির্দেশনা দেওয়া আছে।
ধাপ ৫ঃ টাকার পরিমাণ সিলেক্ট করুন
ইসলামী ব্যাংক একাউন্ট থেকে এটিএম কার্ডের মাধ্যমে কত টাকা উত্তোলন করতে চান সেটা সিলেক্ট করতে হবে। এখানে অটোমেটিক ভাবে অনেকগুলো টাকার অ্যামাউন্ট দেয়া থাকবে।
এই এমাউন্ট গুলো ব্যতীত যদি অন্য এমাউন্টের টাকা উত্তোলন করতে চান তাহলে “অন্যান্য পরিমান” অপশনের পাশে থাকা বাটনে প্রেস করুন। এরপরে টাকা উত্তোলনের নির্দিষ্ট অ্যামাউন্ট কিপেড-এ টাইপ করে বসিয়ে দিবেন।
ধাপ ৬ঃ টাকা ও কার্ড বুঝেনিন
টাকার পরিমাণ সিলেক্ট করার পরে, এটিএম বুথে CRM মেশিনের নির্দিষ্ট স্থান থেকে টাকা বেরিয়ে আসবে। আপনি টাকাগুলো ভালোভাবে যাচাই-বাছাই করে গুনে নিবেন। এরপরে আপনাদের সামনে CRM মেশিনে নিচের ছবির মত একটি উইন্ডো ওপেন হবে।
এখানে আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি কি আরও টাকা উত্তোলন করতে চান? যদি আপনি আরও টাকা উত্তোলন করতে চান তাহলে “হ্যাঁ” অপশনের পাশের বাটনে ক্লিক করুন। আর যদি আপনি আরো টাকা উত্তোলন করতে না চান তাহলে “না” অপশনের পাশের বাটনে ক্লিক করুন।
CRM মেশিনের নির্দিষ্ট স্থান থেকে আপনার এটিএম কার্ডটি বের করে দেওয়া হবে। এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম।
FAQs
ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে আপনি সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২০,০০০ টাকা করে প্রতিবার উত্তোলন করতে পারবেন।
ব্যাংকের চেক লেখার সময় যদি কোন তথ্য ভুল লিখেন তাহলে একটি দাগ দিয়ে তথ্যটি কেটে দিয়ে নিচে সঠিক তথ্য লিখে দিবেন। তবে ব্যাংকের চেক লেখার সময় অবশ্যই সতর্কতার সাথে লিখতে হবে, কোন ধরনের ভুল না করা উত্তম।
আমার টাকা লাগবে বিকাশ নাম্বার 01763904943😥😥😥😥
Reply
সহযোগিতার চেষ্টা করব।