ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম ছবিসহ

আপনি যদি ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে এই লেখাটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার কয়েকটি নিয়ম সম্পর্কে এই লেখাটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

অনেক সময় ইসলামী ব্যাংকে নতুন একাউন্ট করার পরে, কিভাবে ইসলামী ব্যাংকে টাকা জমা দিতে হয় তা জানিনা। এই লেখাটিতে ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার কয়েকটি নিয়ম সম্পর্কে জানানো হবে। চলুন আজকের লেখাটির মূল আলোচনা শুরু করি।

ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম

ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য “জমা বই” ব্যবহার করতে পারেন। অথবা অনলাইনের মাধ্যমে bKash ও Nagad ব্যবহার করে আপনার ইসলামী ব্যাংক একাউন্টে টাকা জমা করতে পারেন।

ইসলামী ব্যাংকে একাউন্ট রেজিস্টার করার পরে ব্যাংক থেকে একটি ডিপোজিট স্লিপ বা জমা বই প্রদান করা হয়। এই জমা বই পূরণ করে, ব্যাংক ব্রাঞ্চে টাকা ডিপোজিট করতে পারবেন। ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার কয়েকটি পদ্ধতি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

আমরা সকলেই অবগত আছি ইসলামী ব্যাংকে ২-৩ ধরনের অ্যাকাউন্ট তৈরি করা যায়। একাউন্টের ধরন ভেদে টাকা জমা দেওয়ার পদ্ধতি কিছুটা পরিবর্তন হয়। ইসলামী ব্যাংকের বিভিন্ন একাউন্টের ডিপোজিট স্লিপ ব্যবহার করে কিভাবে ইসলামী ব্যাংকে টাকা জমা দিবেন তা জানুন।

ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা

  • নির্ভুলভাবে ডিপোজিট স্লিপ লিখতে হবে।
  • ডিপোজিট স্লিপে কোন ধরনের কাটাচিয়া করা যাবেনা।
  • ভুল তথ্য উল্লেখ করা যাবে না।
  • সঠিকভাবে ব্রাঞ্চের নাম ও অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে।
  • যেকোনো একটি ভাষায় ডিপোজিট স্লিপ পূরণ করতে হবে।
  • বিবরণ ও টাকার পরিমাণ সঠিকভাবে উল্লেখ করতে হবে।

ইসলামী ব্যাংকের সেভিংস একাউন্টে টাকা জমা দেয়ার নিয়ম

ইসলামী ব্যাংকের বেশিরভাগ অ্যাকাউন্ট হোল্ডার সেভিংস একাউন্ট করে থাকে। সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার পদ্ধতি খুবই সহজ। ব্যাংকে একাউন্ট করার পরে, ব্যাংক থেকে পাওয়া ডিপোজিট স্লিপ পূরণ করে ব্যাংকে টাকা জমা দিতে পারবেন।

ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম

উপরের ছবিটির দিকে লক্ষ্য করুন। এটি একটি ইসলামী ব্যাংকের সেভিংস একাউন্টের জমা বইয়ের পাতা। ব্যাংক একাউন্ট করার পরে ঠিক এরকম একটি পাতা ইসলামিক ব্যাংক থেকে আপনাকে দেওয়া হয়েছে। যেটাকে ডিপোজিট স্লিপ বা জমা বই বলা হয়।

এই ডিপোজিট স্লিপে দুইটি অংশ থাকে, আপনাকে উভয় অংশ পূরণ করতে হবে। একই তথ্য দিয়ে উভয় অংশ পূরণ করবেন। এবং টাকা সহ স্লিপটি ব্যাংকে জমা দেওয়ার পরে, ব্যাংক কর্মকর্তা স্বাক্ষর করে জমা বইয়ের এক অংশ রেখে দিবে এবং বাকি এক অংশ আপনাকে দিয়ে দিবে।

জানতে পারেনঃ ইসলামী ব্যাংক অনলাইন একাউন্ট রেজিস্টার।

জমা স্লিপ পূরণ করার নিয়মঃ

  • প্রথমে “…….শাখা” অপশনে কোন শাখায় আপনি টাকা ডিপোজিট দিবেন, সেই শাখার নাম লিখে দিবেন।
  • নিচের “মুদারাবা সঞ্চয়ী হিসাব নং” বক্সে আপনার ব্যাংক একাউন্ট নাম্বার বসিয়ে দিবেন। অবশ্যই ব্যাংক একাউন্ট নাম্বার সম্পূর্ণ বসাবেন।
  • “নাম” অপশনে একাউন্ট হোল্ডারের নাম এবং “তারিখ” অপশনে আপনি যেই তারিখে টাকা ডিপোজিট করবেন, উক্ত তারিখ বসিয়ে দিন।
  • “বিবরণ” বক্সে আপনি কত টাকার নোট কতটি ডিপোজিট দিবেন তা উল্লেখ করবেন। উদাহরণঃ 1000*3
  • এবং “টাকার পরিমান” বক্সে সবগুলো নোটের যোগফলের অংক উল্লেখ করবেন। উপরের ছবিটি লক্ষ্য করলে বিস্তারিত বুঝতে পারবেন।
  • “মোট টাকা” অপশনে সম্পূর্ণ টাকার পরিমান উল্লেখ করুন।
  • টাকা (কথায়) অপশনে টাকার পরিমাণ কথায় বানান করে লিখুন।

ঠিক একইভাবে, জমা বইয়ের দ্বিতীয় অংশটি পূরণ করুন। অবশ্যই সব তথ্যগুলো মিল থাকতে হবে, অন্যথায় আপনার জমা বইটি বাতিল করা হবে। সর্বশেষে “জমাকারীর স্বাক্ষর” এর জায়গায় আপনার স্বাক্ষর এবং “ফোন” এর জায়গায় আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন।

হয়ে গেল আমাদের সেভিংস একাউন্টে টাকা জমা দেওয়ার ডিপোজিট স্লিপ পূরণ করা। এরপরে আপনারা এই স্লিপটি নিয়ে ও টাকা নিয়ে নির্দিষ্ট ব্যাংক শাখায় উপস্থিত হয়ে, স্লিপটি জমা দিন। প্রথম অংশটি ব্যাংক সিল এবং স্বাক্ষর দিয়ে আপনাকে দিয়ে দিবে এবং দ্বিতীয় অংশটি ব্যাংকে জমা রাখবে।

ইসলামী ব্যাংকের কারেন্ট একাউন্টে টাকা জমা দেওয়ার নিয়ম

ইসলামী ব্যাংকের কারেন্ট একাউন্টে টাকা জমা দেওয়ার জন্য “Deposit Slip/জমা বই” প্রয়োজন হবে। ব্যাংক একাউন্ট রেজিস্টার করার পরে Deposit Slip ব্যাংক থেকে প্রদান করা হয়। নিচের ছবিটি লক্ষ্য করুন।

ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম

জমা স্লিপ পূরণ করার নিয়মঃ

  • প্রথমে নির্দিষ্ট ব্যাংক শাখা উল্লেখ করুন।
  • চলতি হিসাব নং তথা অ্যাকাউন্ট নাম্বার প্রদান করুন।
  • অ্যাকাউন্ট হোল্ডারের নাম ও তারিখ প্রদান করুন।
  • কত টাকা ডিপোজিট করতে চান, তার বিবরণ ও টাকার পরিমাণ উল্লেখ করুন।
  • সব মিলিয়ে মোট কত টাকা ডিপোজিট করতে চান তা উল্লেখ করুন।
  • টাকার অ্যামাউন্ট কথায় লিখুন
  • একইতথ্য দিয়ে দ্বিতীয় অংশটি পূরণ করুন।
  • তারপরে “জমাকারীর স্বাক্ষর” এর জায়গায় আপনার স্বাক্ষর ও “ফোন” এর জায়গায় আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিন।

আমাদের কারেন্ট একাউন্টে ডিপোজিট স্লিপ লেখা কমপ্লিট। এরপরে এই স্লিপটি নিয়ে ইসলামী ব্যাংকের ক্যাশ কাউন্টারে টাকা সহ জমা দিবেন। ১ম অংশটি সিল এবং স্বাক্ষর দিয়ে আপনাকে দিয়ে দিবে এবং ২য় অংশটি ব্যাংক জমা রাখবে।

ইসলামী ব্যাংকের অনলাইন জমা রশিদ লেখার নিয়ম

ইসলামী ব্যাংকের অনলাইন ডিপোজিট রশিদ বা জমা রশিদ ব্যবহার করে আপনারা এক ব্রাঞ্চের একাউন্ট থেকে অন্য ব্রাঞ্চে টাকা ডিপোজিট করতে পারবেন। মনে করেন আপনার একাউন্ট বনানী ব্রাঞ্চে, কিন্তু আপনারা অনলাইন জমা রশিদ ব্যবহার করে উত্তরা ব্রাঞ্চ থেকে টাকা ডিপোজিট করতে পারবেন।

ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম

উপরে একটি ইসলামী ব্যাংকের অনলাইন জমা রশিদের ছবি দেয়া আছে। এই ছবিটি দেখে একইভাবে আপনার তথ্যগুলো প্রদান করে জমার রশিদ পূরণ করতে পারবেন।

জমা রশিদ পূরণ করার নিয়মঃ

  • প্রথমে “Branch” অপশনে, যেই ব্রাঞ্চে টাকা ডিপোজিট দিবেন তা উল্লেখ করুন।
  • Date বক্সে (DD MM YYYY) ফরমেটে টাকা ডিপোজিটের তারিখ উল্লেখ করুন।
  • Account Name অপশনে, অ্যাকাউন্ট হোল্ডারের নাম বসিয়ে দিন।
  • Account with Branch অপশনে, ব্যাংক অ্যাকাউন্টটি যেই ব্রাঞ্চ থেকে খোলা সেই ব্রাঞ্চের নাম বসিয়ে দিন।
  • Account No. অপশনে, আপনার ব্যাংক একাউন্ট নাম্বার লিখে দিন।
  • তারপরে আপনি কত টাকার নোট কতটি ডিপোজিট দিবেন তা লিখে দিন।
  • Taka বক্সে, নোটগুলো হিসেব করে টাকার অ্যামাউন্ট বসিয়ে দিন।
  • Total Amount অপশনে, সব টাকার টোটাল এমাউন্ট লিখুন।
  • Amount in Words অপশনে, টোটাল টাকার অ্যামাউন্ট কথায় লিখুন।
  • Depositor’s name & Address এর জায়গায়, যে টাকা ডিপোজিট করবে তার নাম এবং ঠিকানা বসিয়ে দিন।
  • Cell phone number অপশনে, আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন।
  • Relationship with A/C holder এর জায়গায়, আপনার সাথে একাউন্ট হোল্ডার এর সম্পর্ক উল্লেখ করুন।
  • তারপরে Depositor’s Signature এর জায়গায় আপনার স্বাক্ষর দিন।

জানতে পারেনঃ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।

আমাদের ইসলামী ব্যাংকের অনলাইন ডিপোজিট স্লিপ লেখা কমপ্লিট। এরপরে এই স্লিপটি নিয়ে নির্দিষ্ট ব্যাংক ব্রাঞ্চে জমা দিন। সাধারণত অনলাইন ডিপোজিট স্লিপে ২টি পার্ট থাকে। প্রথম পার্টটি ব্যাংক রেখে দিবে এবং দ্বিতীয় পার্টটি সিল ও স্বাক্ষর দিয়ে আপনাকে দিয়ে দিবে।

নগদের মাধ্যমে ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার পদ্ধতি

বর্তমানে আপনারা নগদ মোবাইল ব্যাংকিং ব্যবহার করে ইসলামী ব্যাংকে টাকা জমা দিতে পারবেন। এর জন্য নগদ অ্যাপসে প্রবেশ করে, আপনার অ্যাকাউন্ট লগইন করুন। তারপরে Transfer money অপশনে প্রবেশ করে Visa debit card সিলেক্ট করুন।

তারপরে আপনার Card number বসিয়ে, Remember me বক্সে টিক করে Proceed করুন। এরপরে টাকার অ্যামাউন্ট বসিয়ে Next বাটনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার নগদের পিন নাম্বার দিয়ে “Tap and hold to confirm” চাপ দিয়ে ধরে রাখলে, আপনার ট্রানজেকশনটি সম্পন্ন হবে।

বিকাশ থেকে ইসলামী ব্যাংকে টাকা জমা দেয়ার নিয়ম

বিকাশ থেকে সরাসরি ইসলামী ব্যাংকে টাকা পাঠাতে পারবেন না। ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর জন্য প্রথমে বিকাশ থেকে কার্ডে টাকা পাঠাতে হবে, তারপরে কার্ড থেকে ব্যাংকে জমা হবে। এর জন্য প্রথমে বিকাশ অ্যাপসে আপনার অ্যাকাউন্ট লগইন করুন।

তারপরে Bkash to Bank অপশনে প্রবেশ করুন। Visa Debit Card সিলেক্ট করে আপনার কার্ড নাম্বার প্রদান করুন। এরপরে টাকার অ্যামাউন্ট বসিয়ে পিন নাম্বার লিখে “TAP” করে ধরে রাখুন। বিকাশ থেকে টাকা আপনার কার্ডে জমা হবে।

শেষকথা

সম্মানিত পাঠকবৃন্দ আশা করি ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ডিপোজিট স্লিপ যেকোনো একটি ভাষায় লিখবেন। বাংলা ও ইংরেজি ভাষার সংমিশ্রণে লিখলে, স্লিপটি গ্রহণযোগ্য হবে না। ইসলামী ব্যাংক সম্পর্কে কোন তথ্য জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানান।

FAQs

ডিপোজিট স্লিপ লেখার ক্ষেত্রে ভুল হলে কি করব?

ডিপোজিট স্লিপ লেখার ক্ষেত্রে যথা সম্ভব ভুল না করা শ্রেয়। যদি অসাবধানতা বসত কোন তথ্য ভুল হয় তাহলে একটি দাগ দিয়ে কেটে নিচে সঠিক তথ্যটি লিখে দিবেন।

বিকাশ অথবা নগদ থেকে ইসলামী ব্যাংকে টাকা জমা দিতে কি কি প্রয়োজন?

বিকাশ এবং নগদ ব্যবহার করে যদি আপনি ইসলামী ব্যাংকে টাকা জমা দিতে চান তাহলে Visa Debit Card প্রয়োজন হয়। কেননা সরাসরি বিকাশ বা নগদ থেকে ইসলামী ব্যাংকে টাকা জমা দিতে পারবেন না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *