ইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম | Islami Bank cheque

আপনি যদি ইসলামী ব্যাংকের একজন অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে এই লেখাটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই লেখাটিতে আলোচনা করা হয়েছে ইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম সম্পর্কে এবং বিস্তারিত ছবিসহ তুলে ধরা হয়েছে।

ব্যবহারকারীদের জনপ্রিয়তার শীর্ষে ইসলামী ব্যাংক। বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি যেমন গ্রাহকদের ভরসার স্থান তেমনি এই ব্যাংকটি গ্রাহকদের ভরসা রক্ষায়, সুন্দরভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তাইতো সম্প্রতি বাংলাদেশের উচ্চ সারির ব্যাংক গুলোর মধ্যে ইসলামী ব্যাংক নিজেদের জায়গা সবার শীর্ষে নিয়ে গেছে। বিশেষ করে ইসলাম ধর্ম অনুযায়ী ব্যাংকটি পরিচালনা হওয়ায়, অনেক ধর্মভীরু গ্রাহকরা ইসলামী ব্যাংক পিএলসি ব্যবহার করে।

ইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম

প্রথমে একটি ফাঁকা চেক নিয়ে Pay To অংশে টাকা উত্তোলনকারী ব্যক্তির নাম বসিয়ে দিন। তারপরে The Sum of Taka / টাকার পরিমান কথায় ও অংকে লিখে, উত্তোলনের Date প্রদান করুন।

এরপরে Please Sign Above the line অপশনে একাউন্ট হোল্ডারের স্বাক্ষর দিন। পরবর্তীতে ব্যাংকের চেকের অপর পৃষ্ঠায় অ্যাকাউন্ট হোল্ডারের ২টি স্বাক্ষর ও মোবাইল নাম্বার, এবং যে টাকা তুলবে তার ২টি স্বাক্ষর ও মোবাইল নাম্বার বসিয়ে দিন।

প্রায় সকল ব্যাংকের চেক লেখার নিয়ম একই। অনেক সময় ব্যাংক চেক লেখার ক্ষেত্রে আমরা কোন অপশনটি পূরণ করব এবং কোনটি পূরণ করব না এই নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগি। এছাড়াও অনেক সময় ব্যাংক চেক লিখতে গিয়ে কাটা চিরা হয়ে যায়, যার একমাত্র কারণ চেক লেখার নিয়ম সম্পর্কে না জানা।

তাই আপনাদের সুবিধার্থে আজকের এই লেখাটি। সুন্দরভাবে ইসলামী ব্যাংক চেক লেখার পদ্ধতি নিয়ে এই লেখাটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং চেকের ছবি দিয়ে বিশদ বর্ণনা করা হয়েছে। তাই পুরো আর্টিকেলটি দেখার জন্য অনুরোধ করা হলো।

চেক লেখার সময় প্রয়োজনীয় সতর্কতা

চেক লেখার পদ্ধতি সম্পর্কে জানার আগে চেক লেখার সময় প্রয়োজনীয় সতর্কতা সমূহ সম্পর্কে জানা প্রয়োজন। ইসলামী ব্যাংকের চেক লেখার ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমনঃ

  • ব্যাংকের চেক লেখার ক্ষেত্রে কাটাচিরা করা যাবে না।
  • চেকের মধ্যে অ্যাকাউন্ট হোল্ডারের সঠিকভাবে ও স্পষ্টভাবে স্বাক্ষর দিতে হবে।
  • বাংলা ও ইংরেজি দুই ভাষার সংমিশ্রণে চেক লেখা যাবে না। যেকোনো একটি ভাষায় চেক লিখতে হবে।
  • একদিনে ১টির বেশি চেক ব্যবহার করতে পারবেন না।
  • টাকার পরিমাণ অংকে লিখার পরে এই ( /-) চিহ্ন ব্যবহার করুন।
  • টাকার পরিমাণ এবং ( /-) চিহ্নের মাঝে ফাকা দেয়া যাবে না।
  • কাটা-কাটি ব্যতীত টাকা উত্তোলনের তারিখ উল্লেখ করতে হবে।
  • চেকের অপর পৃষ্ঠায় স্পষ্টভাবে একাউন্ট হোল্ডারের স্বাক্ষর ও মোবাইল নাম্বার দিতে হবে।
  • নিরিবিলি স্থানে ঠান্ডা মাথায় বসে চেক লিখুন।

জানতে পারেন:- ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম।

চেক লেখার পদ্ধতি

সাধারণত একটি ব্যাংক চেকে ৩টি অংশ থাকে। এর মধ্য থেকে ২টি অংশ ব্যাংকে জমা দিতে হয় আরেকটি অংশ গ্রাহকের কাছে থাকে। গ্রাহকের কাছে যেই অংশটি থাকে সেটি পূরণ করার প্রয়োজন হয় না। কিন্তু ব্যাংকে যেই ২টি অংশ জমা দিতে হবে, তা পূরণ করতে হবে। নিচের ছবিটি লক্ষ্য করুন-

islami-bank-cheque

এখানে পুরনকৃত একটি ইসলামী ব্যাংকের চেকের ছবি দেয়া আছে। এখানের মূল চেক ও টোকেন অংশ পূরণ করে ব্যাংকে জমা দিতে হবে। চলুন সঠিক পদ্ধতিতে ইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম জেনে নেই।

১.তারিখ লিখুন (Date)

প্রথমে চেকের উপরে থাকা Date অংশে, টাকা উত্তোলনের তারিখ উল্লেখ করতে হবে। এখানে DD MM YYYY এমন ফরমেটের একটি বক্স দেখতে পাবেন। DD এর জায়গায় তারিখ, MM এর জায়গায় মাস এবং YYYY এর জায়গায় বছর উল্লেখ করবেন। যেমন ১০ ১১ ২০২৪.

২.উত্তোলনকারীর নাম লিখুন (Pay To)

দ্বিতীয় পর্যায়ে ব্যাংক থেকে টাকা উত্তোলনকারীর নাম লিখতে হবে। অ্যাকাউন্ট হোল্ডার যদি নিজে টাকা উত্তোলন করে তাহলে Pay To অংশে “নিজ” বা “Self” লিখে দিবেন। যদি অ্যাকাউন্ট হোল্ডার ব্যতীত অন্য কেউ টাকা উত্তোলন করে তাহলে “উত্তোলনকারীর নাম” লিখে দিবেন।

৩.টাকার এমাউন্ট লিখুন (The Sum of Taka)

তৃতীয় পর্যায়ে The Sum of Taka অপশনে আপনি কত টাকা উত্তোলন করতে চান তা কথায় লিখে দিবেন। এবং টাকার এমাউন্ট লেখার পরে “মাত্র/Only” উল্লেখ করতে হবে। যদি ইংরেজিতে চেক লিখেন সেক্ষেত্রে “Ten Thousand Taka Only” এবং বাংলায় চেক লিখলে “দশ হাজার টাকা মাত্র” এভাবে লিখতে হবে।

৪.টাকার অ্যামাউন্ট অংকে লিখুন (TK)

এই পর্যায়ে “TK” একটি বক্স দেখতে পাবেন। এখানে আপনি যত টাকা উত্তোলন করতে চান তা অংকে লিখতে হবে। এবং টাকার এমাউন্ট লেখার পরে (/-) চিহ্নটি ব্যবহার করতে হবে। যেমনঃ চেক বাংলা ভাষায় লিখলে “১০,০০০/-” এবং ইংরেজি ভাষায় লিখলে “10,000/-” এভাবে বসিয়ে দিবেন।

৫.স্বাক্ষর করুন (Please Sign Above the line)

তারপরে চেকের শেষ অংশে “Please Sign Above the line” এরকম একটি লেখা থাকবে। এর উপরে একাউন্ট হোল্ডারের স্বাক্ষর দিতে হবে। ব্যাংকে একাউন্ট করার সময় যেভাবে স্বাক্ষর দিয়েছিলেন ঠিক একইভাবে এখানে স্বাক্ষর দিবেন।

৬.চেকের অপর পৃষ্ঠায় স্বাক্ষর দিন

সর্বশেষ চেকের অপর পৃষ্ঠায় তথা সাদা পৃষ্ঠায় অ্যাকাউন্ট হোল্ডারের ২টি স্বাক্ষর দিতে হবে। তার সাথে অ্যাকাউন্ট হোল্ডারের একটি সচল মোবাইল নাম্বার লিখে দিতে হবে। যদি অ্যাকাউন্ট হোল্ডার ব্যতীত অন্য কেউ টাকা উত্তোলন করে তাহলে তার ২টি স্বাক্ষর ও মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে।

একইভাবে টোকেন অংশের Date এর জায়গায় টাকা উত্তোলনের তারিখ বসিয়ে দিন, Taka. এর জায়গায় অংকে টাকার অ্যামাউন্ট বসিয়ে দিন এবং MSA no. এর জায়গায় আপনাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিন।

জানতে পারেন:- ইসলামী ব্যাংক অনলাইন একাউন্ট রেজিস্টার।

শেষকথা

সম্মানিত পাঠকবৃন্দ আশা করি ইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। সঠিকভাবে চেক লেখার পরে, চেকটি ইসলামী ব্যাংক শাখায় জমা দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন। চেক লেখার ক্ষেত্রে কোন তথ্য ভুল হলে একটি দাগ দিয়ে কেটে দিয়ে পাশে সঠিক তথ্যটি লিখে দিবেন। বেশি কাটাচিরা করা যাবে না।

FAQs

চেক হারিয়ে গেলে কি করব?

যদি আপনার লেখা ব্যাংক চেক হারিয়ে যায়, তাহলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংক শাখায় যোগাযোগ করুন। ব্যাংকে এই সম্পর্কে জানানোর পরে তারা আপনার চেকটি বাতিল করে দিবে।

চেক লেখার ক্ষেত্রে ভুল হলে কি করব?

চেক লেখার ক্ষেত্রে যদি কোন তথ্যে ভুল হয় তাহলে বেশি কাটা-চিরা না করে, শুধুমাত্র একটি দাগ দিয়ে ভুল তথ্যটি কেটে দিবেন। তারপরে আশেপাশের ফাঁকা জায়গায় সঠিক তথ্যটি লিখে দিবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *