শনিবার বন্ধ থাকবে বাংলাদেশ ব্যাংকের NPSB সকল সেবা
নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের জন্য শনিবার বন্ধ থাকবে বাংলাদেশ ব্যাংকের NPSB সকল সেবা সমূহ। বিভিন্ন ব্যাংকের আওতায় যে সকল গ্রাহকরা NPSB সেবা ব্যবহার করেন, শনিবার কিছু নির্দিষ্ট সময় এই সেবা গুলো বন্ধ থাকবে।
ইতিমধ্যে প্রতিটি ব্যাংক তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেইজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। NPSB (National Payment Switch Bangladesh) এর নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের জন্য শনিবার বন্ধ থাকবে বাংলাদেশ ব্যাংকের NPSB সকল সেবা – সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকল NPSB সেবা বন্ধ থাকবে।
ব্যাংক গুলো তাদের গ্রাহকদের সতর্ক করার উদ্দেশ্যে ইতিমধ্যে অফিশিয়াল ফেসবুক পেইজ ও ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বর্তমান বাংলাদেশের শীর্ষ ব্যাংক গুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি ও ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর ফেসবুক পেজ থেকে পাওয়া তথ্য নিচে উপস্থাপন করা হলো।
ইসলামী ব্যাংকের বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংকের NPSB নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের জন্য ৭ অক্টোবর ২০২৩ তারিখে সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত NPSB লেনদেন বন্ধ থাকিবে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সম্মানিত গ্রাহকরা NPSB নেটওয়ার্কের উক্ত সময়ে লেনদেন করতে পারবেন না। আমাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, NPSB সিস্টেমের কারিগরি উন্নয়ন কাজের জন্য ০৭/১০/২০২৩ সকাল ৯:০০ টা হতে দুপুর ১২:০০ টা পর্যন্ত ডাচ বাংলা ব্যাংকের সকল NPSB ট্রানজেকশন (ATM, POS, QR Code এবং Internet Banking) বন্ধ থাকবে।
তবে এই সময়ে ব্যাংকের অভ্যন্তরীণ সকল সেবা চলমান থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিশেষ পরিস্থিতিতে কাজের সময় আরো বৃদ্ধি পেতে পারে।
আরেকটি তথ্যঃ চালু হচ্ছে বাংলাদেশ ব্যাংকের জাতীয় ডেবিট কার্ড।
NPSB লেনদেন কি?
আমরা অনেকেই জানিনা NPSB লেনদেন কি। NPSB এর ফুল মিনিং হলো National Payment Switch Bangladesh, তথা বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত জনপ্রিয় একটি ইলেকট্রনিক রিটায়েল লেনদেন প্ল্যাটফর্ম। NPSB সিস্টেম বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত হয়।
এটি সাধারণত এটিএম কার্ড ও সিআরএম পদ্ধতি এবং ইন্টারনেট ব্যাংকিং সহ QR Code ব্যাংকিং, অনলাইন মোবাইল ব্যাংকিং, POS ইত্যাদি সেবাগুলোকে বুঝানো হয়। তথা ব্যাংকের অভ্যন্তরীণ সেবা ব্যতীত অন্যান্য যাবতীয় সকল সেবা সমূহ।
ব্যাংকের ক্ষেত্রে – এটিএম কার্ড, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ব্যাংকের নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং অ্যাপস ইত্যাদি। এই সব কিছুই NPSB লেনদেনের অন্তর্ভুক্ত। শুধুমাত্র ব্যাংকে উপস্থিত হয়ে যেই লেনদেন করা হয়, এটা ব্যতীত।
যারা যেকোনো ব্যাংকের NPSB সেবা উপভোগ করেন, আপনারা আগামী শনিবার (০৭/১০/২০২৩) সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কোন ধরনের NPSB লেনদেন করতে পারবেন না। তবে বিশেষ প্রয়োজনে পরিস্থিতি বিবেচনায় সময় আরো বৃদ্ধি পেতে পারে। এটি বাংলাদেশের সকল ব্যাংকের গ্রাহকদের জন্য প্রযোজ্য।