বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

প্রবাসী ভাইয়েরা বহুদিন ধরে বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানো নিয়ে ঝামেলায় ভুগছেন। ইসলামী ব্যাংক নিয়ে এসেছে প্রবাসীদের জন্য দারুন সুযোগ। এই লেখাটিতে আমরা বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

বর্তমান সময়ে দেশের বাহির থেকে অনেকেই নিকট আত্মীয়দের কাছে হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে থাকেন, যা সম্পূর্ণ অবৈধ ও ঝুঁকিপূর্ণ। আপনারা চাইলে ইসলামী ব্যাংকের “Cellfin এবং M Cash” সেবা ব্যবহার করে বিদেশ থেকে খুব সহজে বাংলাদেশে বৈধ উপায়ে ঝুঁকিমুক্ত ভাবে টাকা আনতে পারবেন।

কিভাবে বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠাবেন এবং দেশ থেকে আপনার প্রিয়জন সেই টাকা কিভাবে রিসিভ করবে! এই সম্পূর্ণ প্রসেস নিয়ে লেখাটি সাজানো হয়েছে। তাই লেখাটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। চলুন আজকের লেখাটির মূল আলোচনা শুরু করি।

বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

বিদেশ থেকে খুব সহজেই ইসলামী ব্যাংকের “Cellfin এবং M Cash” অ্যাপ এর সাহায্যে বাংলাদেশে টাকা আনতে পারবেন। সেলফিন ও এম ক্যাশ অ্যাপসের Remittance সেবার আওতায় এই সুবিধাটি উপভোগ করতে পারবেন।

তবে ইসলামী ব্যাংকের সাহায্যে বিদেশ থেকে বাংলাদেশে রেমিট্যান্স আনার জন্য অবশ্যই আপনাকে একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। যথাযথ সিকিউরিটি থাকায়, ইসলামী ব্যাংকের সম্পূর্ণ নিয়মকানুন মেনে বিদেশ থেকে বাংলাদেশে টাকা আনতে হবে।

বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা আনার জন্য অবশ্যই সেলফিন অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার সেলফিন অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে “সেলফিন অ্যাকাউন্ট খোলার নিয়ম” লেখাটি দেখে ঘরে বসে সেলফিন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।

বাংলাদেশে টাকা পাঠাতে কি কি প্রয়োজন

Cellfin অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অটোমেটিক ভাবে একটি ফ্রি ভার্চুয়াল কার্ড পেয়ে যাবেন। এই কার্ডে একটি নাম্বার থাকবে, যেটি ব্যবহার করে বিদেশ থেকে আপনার একাউন্টে টাকা পাঠাতে হবে। ইসলামী ব্যাংকের সেলফিন ভার্চুয়াল কার্ড সবার জন্য ফ্রি।

যিনি টাকা পাঠাবেনঃ বিদেশ থেকে ইসলামী ব্যাংকের সাহায্যে বাংলাদেশে টাকা পাঠাতে, ইসলামী ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনার কিছু তথ্য প্রয়োজন হবে।

  • ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম এবং মোবাইল নাম্বার।
  • সেলফিন ফ্রি ভার্চুয়াল কার্ড নাম্বার।

এই তথ্যগুলো সংগ্রহ করে যিনি টাকা পাঠাবেন তাকে ইসলামী ব্যাংকের ফরেন রেমিটেন্স হাউজ খুজে নিতে হবে। তারপরে অ্যাকাউন্ট হোল্ডারের নাম এবং মোবাইল নাম্বার, সেলফিন ফ্রি ভার্চুয়াল কার্ড নাম্বার ও পর্যাপ্ত টাকা দিয়ে সাবমিট করুন।

তারপরে ফরেন রেমিটেন্স হাউজ থেকে আপনাকে একটি স্লিপ বা ইনভয়েস প্রদান করা হবে। রেমিটেন্স হাউজে সকল তথ্য নির্ভুলভাবে প্রদান করতে হবে।

যিনি টাকা রিসিভ করবেনঃ টাকা পাঠানোর পরে ফরেন রেমিটেন্স হাউজ থেকে প্রাপ্ত স্লিপ বা ইনভয়েসে থাকা তথ্য রিসিভারকে প্রদান করতে হবে। Cellfin অ্যাপস থেকে Remittance রিসিভ করার সময় এই সকল তথ্যগুলো প্রয়োজন হবে।

বিদেশ থেকে টাকা পাঠানোর পদ্ধতি

আপনি যদি বিদেশ থেকে বাংলাদেশে প্রিয়জনদের কাছে টাকা পাঠাতে চান, তাহলে প্রথমে অ্যাকাউন্ট হোল্ডারের নাম এবং মোবাইল নাম্বার ও সেলফিন ভার্চুয়াল কার্ড নাম্বার জেনে নিবেন।

তারপরে নিকটস্থ ইসলামী ব্যাংকের ফরেন রেমিটেন্স হাউজে গিয়ে তথ্যগুলো ও পর্যাপ্ত টাকা সাবমিট করে, স্লিপ বা ইনভয়েস রিসিভ করুন। এবং এই স্লিপটির একটি ছবি তুলে অথবা স্লিপে থাকা সকল তথ্য রিসিভারকে প্রদান করুন। টাকা উত্তোলনের জন্য এই তথ্যগুলো প্রয়োজন হবে।

বিদেশ থেকে পাঠানো টাকা রিসিভ করার পদ্ধতি

বিদেশ থেকে ইসলামী ব্যাংকে পাঠানো টাকা Cellfin অ্যাপস ব্যবহার করে রিসিভ করতে পারবেন। এজন্য Cellfin অ্যাপসের Remittance সুবিধা গ্রহণ করতে হবে। আপনার মোবাইলে সেলফিন অ্যাকাউন্ট লগইন করে, নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করুন।

বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

প্রথমে Cellfin অ্যাপসে প্রবেশ করুন। তারপরে “Receive Remittance” অপশনে প্রবেশ করুন। এখানে বিদেশ থেকে টাকা প্রেরণ করার পরে, ফরেন রেমিটেন্স হাউজ থেকে প্রাপ্ত স্লিপ বা ইনভয়েসে থাকা তথ্যগুলো উল্লেখ করতে হবে। যথাক্রমেঃ

  • Sender’s name – যিনি টাকা পাঠাবেন তার নাম।
  • Sender’s Country – যেই দেশ থেকে টাকা পাঠানো হয়েছে উক্ত দেশের নাম।
  • Sender’s mobile number – যিনি টাকা পাঠিয়েছেন তার মোবাইল নাম্বার।
  • Amount – কত টাকা পাঠিয়েছে তা উল্লেখ করতে হবে।
  • Remittance pin – স্লিপ বা ইনভয়েসে থাকা গোপন নাম্বার।
  • 6 digit pin – সেলফিন একাউন্টের পিন নাম্বার।

অবশ্যই এই তথ্যগুলো ফরেন রেমিটেন্স হাউজ থেকে প্রাপ্ত স্লিপ বা ইনভয়েস অনুযায়ী প্রদান করতে হবে। সঠিকভাবে সকল তথ্য প্রদান করে “Submit” বাটনে ক্লিক করুন। তারপরে আপনাদের সামনে Congratulations পেজ আসবে। তথা আপনার আবেদনটি সফল হয়েছে।

এখানে Ticket no. দেখতে পারবেন, এটি সংগ্রহ করে রাখতে পারেন। পরবর্তীতে যদি আপনার একাউন্টে ব্যালেন্স যুক্ত না হয় তাহলে Ticket no. প্রয়োজন হবে। তাই এটি সংগ্রহ করে রাখা শ্রেয়।

Submit করার পরে, ইসলামী ব্যাংক রেমিট্যান্স হাউস আপনার ইনফরমেশন গুলো যাচাই-বাছাই করবে। সবকিছু ঠিক থাকলে যাচাই-বাছাইয়ের ১ থেকে ২ ঘন্টার মধ্যে আপনার টাকা অ্যাকাউন্ট ব্যালেন্সে যুক্ত হবে। রিকোয়েস্ট পাঠানোর ১ থেকে ৩ ঘন্টার মধ্যে একাউন্টে টাকা জমা হবে।

তারপরে আপনারা ইসলামিক ব্যাংক থেকে রেমিটেন্সের টাকা উত্তোলন করতে পারবেন। ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

বিদেশ থেকে সরাসরি ইসলামী ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর নিয়ম

বর্তমানে অনেক ফরেন ইসলামী ব্যাংক রেমিট্যান্স হাউস থেকে কিছু তথ্য প্রদানের মাধ্যমে সরাসরি ইসলামী ব্যাংক একাউন্টে টাকা জমা করতে পারবেন। তবে এই সেবাটি এখন পর্যন্ত সকল দেশে ও সকল ফরেন ইসলামী ব্যাংক রেমিট্যান্স হাউসে চালু হয়নি।

এই সুবিধা সম্পর্কে ফরেন রেমিটেন্স হাউসে জিজ্ঞেস করে জেনে নিতে পারেন। যদি উক্ত হাউসে এই সেবা চালু থাকে তাহলে খুব সহজে আপনার ব্যাংক একাউন্টের কিছু তথ্য প্রদান করে, সরাসরি একাউন্টে টাকা জমা করতে পারবেন। এজন্য যেসকল তথ্য প্রদান করতে হবেঃ

  • রিসিভারের বা প্রাপকের অ্যাকাউন্ট নাম্বার।
  • ব্যাংকের সুইফট কোড।
  • প্রাপকের নাম ও ঠিকানা।
  • প্রাপকের মোবাইল নাম্বার।
  • টাকা প্রেরণের উদ্দেশ্য।

ফরেন ইসলামী ব্যাংক রেমিট্যান্স হাউসে উপস্থিত হয়ে উক্ত তথ্যগুলো প্রদান করে সরাসরি আপনার ইসলামী ব্যাংক একাউন্টে টাকা জমা করতে পারবেন। ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্টে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সের টাকা জমা করতে পারবেন।

M Cash এর মাধ্যমে টাকা পাঠানোর নিয়ম

ইসলামী ব্যাংকের অন্যতম আরেকটি অ্যাপস এম ক্যাশ। সেলফিন অ্যাপস এর মত একই পদ্ধতিতে ফরেন ইসলামী ব্যাংক রেমিট্যান্স হাউস এর মাধ্যমে mCash একাউন্টে রেমিটেন্সের টাকা আনতে পারেন। এর জন্য প্রয়োজন হবেঃ

  • প্রাপকের নাম।
  • এম ক্যাশ একাউন্ট নাম্বার (১২ সংখ্যা)
  • টাকার পরিমাণ ও ব্যাংকের নাম।

সম্পূর্ণ ফ্রিতে গুগল প্লে-স্টোর থেকে Islami Bank mCash অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। আপনার এম ক্যাশ একাউন্টে টাকা জমা হলে, এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। পরবর্তীতে মোবাইল নেটওয়ার্ক কর্তৃক মনোনীত এজেন্টের কাছ থেকে টাকা উত্তোলন করতে পারবেন।

শেষকথা

সম্মানিত পাঠকবৃন্দ আশা করি বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। বর্তমানে আপনারা খুব সহজেই এই ৩ টি উপায়ে বিদেশ থেকে বাংলাদেশে ইসলামী ব্যাংকে টাকা আনতে পারবেন।

তবে অসৎ উপায়ে হুন্ডির মাধ্যমে টাকা আনার থেকে ইসলামী ব্যাংকের এই পদ্ধতিতে টাকা আনা নিরাপদ। হুন্ডির মাধ্যমে টাকা আনা একটি অপরাধ এবং ঝুঁকিপূর্ণ। আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি।

FAQs

ইসলামী ব্যাংক রেমিটেন্স বোনাস?

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স বোনাস ২.৫ % হারে। আপনি যদি বিদেশ থেকে ১ লক্ষ টাকা দেশে পাঠান তাহলে, এক্সট্রা ২৫০০ টাকা বোনাস পাবেন। এটা শুধুমাত্র সরকারিভাবে রেমিটেন্স আনার ক্ষেত্রে প্রযোজ্য।

রেমিট্যান্স পিন কিভাবে পাব?

ইসলামী ব্যাংকের ফরেন রেমিটেন্স হাউসে টাকা জমা দেওয়ার পরে আপনাকে একটি স্লিপ দেওয়া হবে, উক্ত স্লিপে রেমিট্যান্স পিন পাবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *