সেলফিন একাউন্ট খোলার নিয়ম | How to create cellfin account
এই লেখাটিতে সেলফিন একাউন্ট খোলার নিয়ম এবং সেলফিন একাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস প্রয়োজন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
সেলফিন হলো ইসলামী ব্যাংকের একটি মোবাইল ওয়ালেট সেবা। সেলফিন অ্যাপস ব্যবহার করে ইসলামী ব্যাংকের সকল সুযোগ সুবিধা উপভোগ করা যাবে, এর পাশাপাশি আরো বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে।
স্মার্টফোন ব্যবহার করে সেলফিন (CellFin) অ্যাপসটি অপারেট করতে পারবেন। বর্তমানে বিদেশ থেকেও এই অ্যাপসটি ব্যবহারের সুযোগ রয়েছে। তাই ইসলামী ব্যাংকের অ্যাপস হিসেবে CellFin বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
CellFin বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি এর অন্যতম মোবাইল ব্যাংকিং সার্ভিস। এই অ্যাপসটি বাংলাদেশ ইসলামী ব্যাংক গ্রাহকদের একটি মিনি ব্যাংক হিসেবে সেবা দিয়ে আসছে। চলুন আজকের লেখাটির মূল আলোচনা শুরু করি।
সেলফিনের সুবিধা সমূহ
সেলফিন অ্যাপস ব্যবহার করে ঘরে বসে ইসলামী ব্যাংকের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা উপভোগ করতে পারি। আপনি যদি একজন ইসলামী ব্যাংক একাউন্ট হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে সেলফিন অ্যাপসের সুবিধাগুলো সম্পর্কে জেনে নেয়া প্রয়োজন।
- ঘরে বসে মোবাইল রিচার্জ করতে পারবেন।
- যেকোনো ধরনের বিল পরিশোধ করতে পারবেন।
- অ্যাপসের সাহায্যে দ্রুত টাকা লেনদেন করতে পারবেন।
- অন্য কাউকে টাকা পাঠানোর রিকোয়েস্ট করতে পারবেন।
- বর্তমানে বিদেশ থেকেও CellFin অ্যাপসটি ব্যবহার করতে পারবেন।
- শপিং মল অথবা অনলাইন কেনাকাটায় নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিল পরিশোধ করতে পারবেন।
- ফ্রিতে ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারবেন।
- এছাড়াও বিকাশ ও নগদ অ্যাপস গুলোতে সরাসরি টাকা ট্রান্সফার করতে পারেন।
- সেলফিন ব্যবহারে খুব কম চার্জ কাটবে।
- একাউন্টের ব্যালেন্স ও স্টেটমেন্ট দেখতে পারবেন।
- অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন।
- সেলফিন কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন।
- ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।
- টিকিট ক্রয় করতে পারবেন।
এছাড়াও সেলফিন অ্যাপসের সাহায্যে আরো অনেক ধরনের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। এই অ্যাপসটিতে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আপডেট করা হচ্ছে।
সেলফিন একাউন্ট খোলার নিয়ম
প্লেস্টোর থেকে CellFin অ্যাপসটি ডাউনলোড করে নতুন একাউন্ট করার জন্য Register বাটনে ক্লিক করুন। এরপরে Country সিলেক্ট করে মোবাইল নাম্বার OTP ভেরিফিকেশন করুন। এবং ভোটার আইডি কার্ডের তথ্য প্রদান করে, face verification কমপ্লিট করুন।
শুধুমাত্র ভোটার আইডি কার্ডের তথ্য প্রদান করলে হবে না, ভোটার আইডি কার্ডের ছবি প্রদান করতে হবে। ছবিগুলো অবশ্যই স্পষ্ট ও ক্লিয়ার হতে হবে। নিচে সেলফিন অ্যাকাউন্ট খোলার নিয়ম ধাপে ধাপে বর্ণনা করা হলো।
সম্পর্কিত আর্টিকেলঃ সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার পদ্ধতি।
ধাপ ১ঃ প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো সংগ্রহ করা
প্রথমেই আপনাকে কিছু ডকুমেন্টস সংগ্রহ করে রাখতে হবে। যেমনঃ
- আপনার ভোটার আইডি কার্ড।
- OTP ভেরিফিকেশন করার জন্য একটি সচল মোবাইল নাম্বার।
- ইন্টারনেট যুক্ত একটি মোবাইল ফোন।
- একটি ইমেইল এড্রেস।
- এবং ফেইস ভেরিফিকেশনের জন্য একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড যুক্ত জায়গা।
ধাপ ২ঃ সেলফিন অ্যাপস ইন্সটল করুন
এই অ্যাপসটি গুগল প্লেস্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। CellFin লেখার উপরে ক্লিক করে ডিরেক্ট গুগল প্লেস্টোর থেকে সেলফিন অ্যাপসটি ডাউনলোড করে নিন। তারপরে যথাযথভাবে আপনার ডিভাইসে ইন্সটল করুন।
ধাপ ৩ঃ অ্যাকাউন্ট রেজিস্টার করুন
অ্যাকাউন্ট করার জন্য প্রথমে সেলফিন অ্যাপসে প্রবেশ করে, Register বাটনে ক্লিক করুন। তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে কোন জায়গায় থেকে একাউন্টটি রেজিস্টার করছেন। তথা বাংলাদেশ থেকে নাকি দেশের বাইরে থেকে।

যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট রেজিস্টার করেন সেক্ষেত্রে Bangladesh সিলেক্ট করুন। এবং যদি বিদেশ থেকে সেলফিন অ্যাকাউন্ট করেন তাহলে Abroad সিলেক্ট করুন।
তারপরে আপনার একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে দিন। এরপরে উক্ত নাম্বার অনুযায়ী অপারেটর সিলেক্ট করুন। তারপরে ৬ ডিজিটের একটি স্ট্রং পিন নম্বর বসিয়ে Register বাটনে ক্লিক করুন। এরপরে আপনার মোবাইল নম্বরে একটি OTP কোড আসবে, সঠিকভাবে কোডটি বসিয়ে Submit বাটনে ক্লিক করুন।
ধাপ ৪ঃ এনআইডি কার্ড আপলোড করুন
এই ধাপে আপনাদের জাতীয় পরিচয়পত্রের ছবি আপলোড করতে হবে। আপনারা চাইলে সরাসরি ছবি তুলে আপলোড দিতে পারবেন অথবা আপনার গ্যালারিতে থাকা ছবির মধ্যে থেকে ভোটার আইডি কার্ডের ছবি আপলোড দিতে পারবেন।

প্রথমে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবি তুলুন, এরপরে ভোটার আইডি কার্ডের ব্যাক সাইডের ছবি তুলুন। তারপরে Confirm Upload বাটনে ক্লিক করে এনআইডি কার্ডের ছবি জমা দিন। অবশ্যই ছবিগুলো ক্লিয়ার ও স্পষ্ট থাকতে হবে।

এরপরে ভোটার আইডি কার্ড সঠিকভাবে খুঁজে পাওয়া গেলে পরবর্তী ধাপে আপনাদের ভোটার আইডি কার্ডের সকল তথ্য দেখাবে, তথ্যগুলো ভালোভাবে চেক করে নিবেন। এখানে যদি কোন ধরনের তথ্য মিসিং হয় সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি তথ্যগুলো বসিয়ে দিবেন।
ধাপ ৫ঃ ফেইস ভেরিফিকেশন কমপ্লিট করুন
ভোটার আইডি কার্ডের সকল তথ্যগুলো সঠিকভাবে আপলোড করার পরে Next বাটনে ক্লিক করুন। তারপরে অটোমেটিক ভাবে আপনার ফোনের ক্যামেরা অন হবে, এখানে ফেইস ভেরিফিকেশন করতে হবে। ক্যামেরা ব্যবহারের অনুমতি চাইলে Allow করে দিবেন।

একটি সুন্দর ব্যাকগ্রাউন্ডের সামনে ক্যামেরা দিয়ে আপনার ছবি তুলুন। এখান থেকে ছবি তোলার জন্য কোন ধরনের বাটন পাবেন না, মূলত ক্যামেরায় ছবি ক্লিয়ার হলে ৩-৪ বার চোখ বন্ধ ও চালু করুন।
তাহলে অটোমেটিক ভাবে আপনার ছবি তোলা হয়ে যাবে। সঠিকভাবে ছবি তোলা শেষ হলে Confirm Upload বাটনে ক্লিক করে আপনার ছবিটি জমা দিন।
ধাপ ৬ঃ প্রোফাইল ইনফরমেশন সেট করুন
এই ধাপে আপনার প্রোফাইলের তথ্য সেট করতে হবে। আপনার নাম ভোটার আইডি কার্ড অনুযায়ী সেট করে দিবেন। এরপরে আপনার একটি ইমেইল এড্রেস এবং একটি রেফারেন্স মোবাইল নাম্বার সেট করে Next বাটনে ক্লিক করুন।
উপরের সকল তথ্য সঠিকভাবে প্রদান করলে আপনার সেলফিন একাউন্টটি সঠিকভাবে খোলা হয়ে যাবে। আপনার সামনে You have successfully enrolled with CellFin. Start your CellFin journey now! এরকম একটি মেসেজ আসবে।
ধাপ ৭ঃ সেলফিন অ্যাকাউন্ট লগইন করুন
এরপরে পুনরায় সেলফিন অ্যাপসে প্রবেশ করে মোবাইল নাম্বার এবং ৬ ডিজিটের পিন নাম্বার দিয়ে আপনার সেলফিন অ্যাকাউন্টটি লগইন করুন। উপরে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই একটি সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারেন।
শেষকথা
সম্মানিত পাঠক বৃন্দ, আশা করি সেলফিন একাউন্ট খোলার নিয়ম এবং সেলফিন একাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস প্রয়োজন এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। ইসলামী ব্যাংকের এই সেবাটি বর্তমানে বিদেশ থেকেও গ্রহণ করতে পারবেন।
FAQs
আপনি পার্মানেন্টলি সেলফিন অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন না। তবে প্রয়োজনের ক্ষেত্রে সাময়িক সময়ের জন্য সেলফিন একাউন্টটি ডিএক্টিভ করতে পারেন।
হ্যাঁ যায়, বর্তমানে আপনি ঘরে বসে সেলফিন মোবাইল অ্যাপস ব্যবহার করে ইসলামী ব্যাংকে একাউন্ট করতে পারবেন। এবং সেলফিন অ্যাপস ব্যবহার করে ইসলামী ব্যাংকের ৮০% সেবা উপভোগ করতে পারবেন।