ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে জানুন
বর্তমানে বিভিন্ন প্রয়োজনীয় কাজের জন্য সকলের একটি ব্যাংক একাউন্ট থাকা প্রয়োজন। ব্যাংক একাউন্ট করতে গেলে প্রথমে আমাদের মাথায় আসে ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে এবং কিভাবে ব্যাংক একাউন্ট খুলব।
আজকের এই লেখাটিতে আমরা আলোচনা করব ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে এবং ব্যাংক একাউন্ট খোলার সহজ পদ্ধতি সম্পর্কে। ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা প্রয়োজন হবে এটা বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।
এই সম্পর্কে বিস্তারিত আলোচনা না করলে আপনারা সহজে বুঝতে পারবেন না। পরবর্তীতে ব্যাংক একাউন্ট খুলতে গিয়ে বিপাকে পড়তে হবে। চলুন জেনে নেই ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে এই সম্পর্কে।
ব্যাংকে একাউন্ট খুলতে কত টাকা প্রয়োজন
একটি ব্যাংক একাউন্ট ওপেন করার জন্য কোন টাকার প্রয়োজন হয় না, তবে একাউন্ট ওপেন করার পরে Primary deposit প্রদান করতে হবে। ব্যাংক ও একাউন্ট অনুযায়ী প্রাইমারি ডিপোজিট ১০০ থেকে ২০০০ টাকা হয়।
এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্যাংক একাউন্টের ধরন অনুযায়ী। বর্তমানে প্রায় সকল ব্যাংকে ৪ ধরনের একাউন্ট ওপেন করা যায়। একাউন্ট অনুযায়ী Primary deposit কম-বেশি হয়ে থাকে। আপনাদের সুবিধার্থে একাউন্ট অনুযায়ী প্রাইমারি ডিপোজিট এর হিসাব নিচে উল্লেখ করা হলো।
একাউন্টের ধরন | ন্যূনতম প্রাইমারি ডিপোজিট |
---|---|
কারেন্ট একাউন্ট | ৫০০ থেকে ১০০০ টাকা |
স্টুডেন্ট একাউন্ট | ১০০ থেকে ৩০০ টাকা |
সেভিংস একাউন্ট | ৫০০ থেকে ১০০০ টাকা |
বিজনেস একাউন্ট | ১০০০ থেকে ২০০০ টাকা |
ব্যাংকে একাউন্ট খুলতে আপনার কত টাকা লাগতে পারে এটা নির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয়। কেননা বর্তমানে বাংলাদেশে ব্যাংক আছে ৬১টির ও বেশি। প্রত্যেকটা ব্যাংক আলাদা আলাদা নিয়মে পরিচালিত হয়। ব্যাংক ভেদে এবং ব্যাংকের একাউন্ট ভেদে ব্যাংক কর্তৃপক্ষ ন্যূনতম প্রাইমারি ডিপোজিট সিলেক্ট করে।
১.কারেন্ট একাউন্ট
কারেন্ট একাউন্ট এর ক্ষেত্রে সাধারণত নূতন একাউন্ট খোলার পরে ৫০০ থেকে ১০০০ টাকা ন্যূনতম প্রাইমারি ডিপোজিট করার প্রয়োজন হয়। তবে বিভিন্ন ব্যাংক অনুযায়ী ন্যূনতম প্রাইমারি ডিপোজিটের অ্যামাউন্ট কম বেশি হতে পারে।
২.স্টুডেন্ট একাউন্ট
আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড হাতে পাননি তাহলে আপনি জন্ম নিবন্ধন সনদ দিয়ে একটি স্টুডেন্ট একাউন্ট খুলতে পারেন। বর্তমানে প্রায় সকল ব্যাংকেই স্টুডেন্ট একাউন্ট খোলা যায়।
সব থেকে কম টাকায় যেকোনো ব্যাংকে একটি স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন। এছাড়াও অন্যান্য একাউন্ট গুলোর তুলনায় স্টুডেন্ট একাউন্টে বেশি সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। স্টুডেন্ট একাউন্ট খোলার পরে ন্যূনতম প্রাইমারি ডিপোজিট ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত হতে পারে।
আরো জানতে পারেনঃ কোন কোন ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলা যায়।
৩.সেভিংস একাউন্ট
যেকোনো ব্যাংকে সেভিংস একাউন্ট খোলার জন্য কমপক্ষে ৫০০ থেকে ১০০০ টাকা ন্যূনতম প্রাইমারি ডিপোজিট জমা দেওয়ার প্রয়োজন হয়। তবে ব্যাংক ভেদে সেভিংস একাউন্টের প্রাইমারি ডিপোজিট কম বেশি হয়ে থাকে।
৪.বিজনেস একাউন্ট
বিজনেস একাউন্টের নাম শুনেই বুঝতে পারছেন এটা সাধারণত ব্যবসায়ীরা খুলে থাকে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে যে সকল ব্যাংক একাউন্ট খোলা হয় তাকে বিজনেস একাউন্ট বলা হয়। অন্যান্য সকল একাউন্ট এর তুলনায় বিজনেস একাউন্ট এর ন্যূনতম প্রাইমারি ডিপোজিটের টাকার অ্যামাউন্ট একটু বেশি।
সাধারণত বিজনেস একাউন্ট খোলার জন্য ১০০০ থেকে ২০০০ টাকা ও তার বেশি প্রাইমারি ডিপোজিট করার প্রয়োজন হয়।
ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
সহজে ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে সরাসরি ব্যাংক শাখায় যোগাযোগ করবেন। এরপরে ব্যাংক ম্যানেজার কর্তৃক একাউন্ট ওপেনিং ফরম সংগ্রহ করে, প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে ফর্মটি পূরণ করে ব্যাংকে জমা দিন।
এরপরে আপনাকে ন্যূনতম প্রাইমারি ডিপোজিট প্রদান করতে হবে। প্রাইমারি ডিপোজিট করার পরে কয়েক ঘন্টার মধ্যে আপনার ব্যাংক একাউন্টটি ওপেন হয়ে যাবে। এরপরে আপনারা উক্ত একাউন্ট এর মাধ্যমে যাবতীয় লেনদেন সম্পন্ন করতে পারবেন।
চলুন জেনে নেই একটি ব্যাংক একাউন্ট খুলতে কি কি প্রয়োজন হতে পারে।
ব্যাংক একাউন্ট খুলতে কি কি প্রয়োজন
- যে ব্যক্তি একাউন্ট তৈরি করবে তার জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন সনদ / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স।
- এরপরে তার সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ২ কপি ছবি।
- বিজনেস একাউন্ট এর ক্ষেত্রে ব্যবসার ট্রেড লাইসেন্স / আয়ের উৎসর প্রমাণপত্র জমা দিতে হবে।
- এরপরে একজন নমিনি নির্বাচন করতে হবে, যে আপনার অনুপস্থিতে ব্যাংকের যাবতীয় কার্যক্রম সম্পাদন করতে পারবে।
- নমিনির সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ২ কপি ছবি।
- নমিনির জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন সনদ / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স।
- কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে একটি রেফার ব্যাংক একাউন্ট প্রয়োজন হতে পারে।
- এরপরে ব্যাংক থেকে ফরম সংগ্রহ করে অন্যান্য সকল তথ্য পুরন করতে হবে।
উপরে আলোচিত ডকুমেন্টসগুলো ব্যতীত যদি অন্য কোন ডকুমেন্টস ব্যাংক একাউন্ট খোলার ক্ষেত্রে প্রয়োজন হয়, তাহলে ব্যাংক ম্যানেজার আপনাকে জানিয়ে দিবে।
আরো জানতে পারেনঃ ব্যাংকের নমিনি পরিবর্তনের নিয়ম।
ফ্রি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
যদি আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যাংক একাউন্ট খুলতে চান তাহলে এটাও সম্ভব! বর্তমানে অনেক ব্যাংকে অনলাইন এর মাধ্যমে একাউন্ট খোলা যাচ্ছে। আপনি চাইলে উক্ত ব্যাংকগুলোতে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিতে পারেন।
অনলাইনের মাধ্যমে ব্যাংক একাউন্ট খুললে আপনাকে ন্যূনতম প্রাইমারি ডিপোজিট প্রদান করতে হবে না। তবে অনলাইনের মাধ্যমে একাউন্ট খুললে পরবর্তীতে ব্যাংকে উপস্থিত হয়ে কিছু ডকুমেন্টস জমা দিতে হবে।
তাই সব থেকে ভালো হয় সরাসরি ব্যাংকে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ন্যূনতম ডিপোজিট প্রদান করে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা।
FAQs
যেকোনো ব্যাংকে একটি স্টুডেন্ট একাউন্ট ওপেন করার জন্য প্রাথমিক পর্যায়ে ১০০ থেকে ৩০০ টাকা Primary deposit করার প্রয়োজন হয়। এছাড়া যেকোনো ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য আর কোন টাকার প্রয়োজন হয় না।
স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খোলার জন্য ব্যাংকে গিয়ে একটি একাউন্ট ওপেনিং ফরম সংগ্রহ করুন, এরপরে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো জমা দিয়ে ন্যূনতম ডিপোজিট প্রদান করুন। কয়েক ঘণ্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে।