কৃষি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম – Krishi bank account open
আপনি কি কৃষি ব্যাংক একাউন্ট খুলতে চান? কৃষি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং অ্যাকাউন্ট খুলতে কি কি কাগজপত্র প্রয়োজন? ও কৃষি ব্যাংক সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই লেখাটির মাধ্যমে।
বাংলাদেশ কৃষি ব্যাংক একটি শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক। এই ব্যাংকের যাত্রা শুরু হয় ১৯৯৩ সালে। বর্তমানে বাংলাদেশে কৃষি ব্যাংকের ১০৩৮টি শাখা রয়েছে। এই ব্যাংকটি বাংলাদেশের কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও খাদ্যের স্বয়ংপূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
কৃষি ব্যাংক থেকে কৃষকরা বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করতে পারবে। বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান ব্যক্তিত্ব মো: নাসিরুজ্জামান (চেয়ারম্যান) এই লেখাটিতে আপনাদের মাঝে আলোচনা করা হবে কৃষি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে।
কৃষি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
কৃষি ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিকটস্থ ব্যাংক শাখায় উপস্থিত হয়ে Account Opening Form সংগ্রহ করবেন। এরপরে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে ফর্মটি পূরণ করুন। তারপরে প্রাথমিক ডিপোজিট ১০০০ টাকা প্রদান করে একাউন্ট ওপেন করতে হবে।
কৃষি ব্যাংকে একাউন্ট করার জন্য অবশ্যই আবেদনকারীকে প্রাপ্তবয়স্ক তথা আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। এছাড়াও আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের কপি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির তথ্য প্রদান করতে হবে।
কৃষি ব্যাংকে একাউন্ট খোলার পদ্ধতি অনেক সহজ, এই ব্যাংকে অল্প কিছু কাগজপত্র জমা দিয়ে আপনারা একটি একাউন্ট তৈরি করতে পারবেন। কৃষি ব্যাংকে একাউন্ট তৈরি করা সম্পূর্ণ প্রসেসঃ
- প্রথমে আপনার নিকটস্থ কৃষি ব্যাংক ব্রাঞ্চে উপস্থিত হয়ে ব্যাংক ম্যানেজারের সাথে অ্যাকাউন্ট খোলার বিষয়ে পরামর্শ করুন।
- এরপরে ব্যাংক থেকে আপনাকে একটি Account Opening Form প্রদান করা হবে, প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে এই ফর্মটি পূরণ করুন।
- এরপরে পুনরায় ফর্মটি ব্যাংকে জমা করতে হবে, ফর্মের সাথে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস ব্যাংকে জমা দিতে হবে।
- এরপরে ব্যাংক কর্মকর্তা আপনার কৃষি ব্যাংক একাউন্টটি ওপেন করে দিবে। অ্যাকাউন্ট চালু করার জন্য ন্যূনতম প্রাথমিক ডিপোজিট ১০০০ টাকা প্রদান করতে হবে।
এই পদ্ধতিতে খুব সহজেই আপনারা একটি কৃষি ব্যাংক একাউন্ট চালু করতে পারেন।
কৃষি ব্যাংক একাউন্ট খুলতে কি কি কাগজপত্র প্রয়োজন
খুব অল্প কিছু ডকুমেন্টস কৃষি ব্যাংকে জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। চলুন জেনে নেই কৃষি ব্যাংক একাউন্ট খুলতে কি কি কাগজপত্র প্রয়োজনঃ
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / জন্ম নিবন্ধন সনদ।
- আবেদনকারীর সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ছবিগুলো অবশ্যই উপরের শ্রেণীর সরকারি কর্মকর্তা দ্বারা সত্যায়িত করাতে হবে।
- নমিনির জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট।
- নমিনির সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ছবিটি অবশ্যই উপরের শ্রেণীর সরকারি কর্মকর্তা দ্বারা সত্যায়িত করাতে হবে।
- একটি সচল মোবাইল নাম্বার প্রয়োজন হবে।
- ন্যূনতম প্রাথমিক ডিপোজিট ১০০০ টাকা জমা দিতে হবে।
এর বাহিরে কৃষি ব্যাংকে একাউন্ট করতে তেমন কোন ডকুমেন্টস প্রয়োজন হয় না। এর বাহিরেও যদি কোন ডকুমেন্টস প্রয়োজন হয় তাহলে Account Opening Form সংগ্রহ করার সময় ব্যাংক কর্মকর্তা আপনাকে জানিয়ে দিবে। এই অল্প কিছু কাগজপত্র জমা দিয়ে কৃষি ব্যাংকে একাউন্ট করতে পারবেন।
সম্পর্কিত গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ কৃষি ব্যাংক পার্সোনাল লোন নেয়ার উপায়।
কৃষি ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
কয়েকটি পদ্ধতিতে আপনারা কৃষি ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন। যেমনঃ সরাসরি ব্যাংকে ভিজিট করে, এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে, ATM বুথ থেকে ব্যালেন্স চেক করে।
সরাসরি নিকটস্থ কৃষি ব্যাংক শাখায় উপস্থিত হয়ে আপনাদের ব্যাংক একাউন্টের তথ্য ও ব্যাংকের ব্যালেন্স জানতে পারবেন। অথবা আপনার যদি এটিএম কার্ড থাকে তাহলে নিকটস্থ কোনো কৃষি ব্যাংকের এটিএম বুথ থেকে আপনার কৃষি ব্যাংক একাউন্ট দেখতে পারবেন।
এরপরে যদি আপনার অ্যাকাউন্টে SMS ব্যাংকিং সেবা চালু থাকে তাহলে, প্রতিটি লেনদেনের পরে এসএমএসের মাধ্যমে আপনার একাউন্টের ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে। আপনারা SMS ব্যাংকিং এর মাধ্যমেও কৃষি ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন।
কৃষি ব্যাংকের সুযোগ সুবিধা
এটি কৃষকদের জীবন যাত্রার মান উন্নয়নে এবং খাদ্য ও পূর্ণতা অর্জনে কাজ করে যাচ্ছে। কৃষকরা বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে। যারমধ্যেঃ
- বিভিন্ন ধরনের ঋণ সেবা
- এসএমএস ব্যাংকিং
- বৈদেশিক রেমিট্যান্স
- ফ্রি অনলাইন ব্যাংকিং
- মাসিক ডিপোজিট স্কিম ও ডাবল স্কিম
- আমানত সেবা ও এফডিআর
- এটিএম সেবা
কৃষি ব্যাংক ডিপিএস সুবিধা
অন্যান্য সকল ব্যাংকের তুলনায় কৃষকদের দিচ্ছে কৃষি ব্যাংক ডিপিএসে অধিক সুবিধা। আপনি কোন প্রসেসে কতদিন মেয়াদে কৃষি ব্যাংকে ডিপিএস করেছেন এবং কি পরিমান টাকা জমা রেখেছেন এর উপরে নির্ভর করে কত পারসেন্ট লাভ দিবে তা নির্ধারণ করা হয়।
তবে স্বাভাবিকভাবে বাংলাদেশ কৃষি ব্যাংকের ৩ মাস মেয়াদী, ৬ মাস মেয়াদী ও ১ বছর মেয়াদী ডিপিএস করা যায়। যেই হিসাবের বিপরীতে বাংলাদেশ কৃষি ব্যাংক ৫.৭৫%, ৫.৮৫% ও ৬% হারে মুনাফা প্রদান করে। তবে এটা নির্ধারিত নয়।
কৃষি ব্যাংক লোন নেয়ার উপায়
কৃষি ব্যাংক থেকে লোন নেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি ব্যাংক শাখায় চলে যান। এরপরে একটি লোন ফরম সংগ্রহ করে, প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করে ফরম জমা দিন। বাকি প্রসেস আপনাকে ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হবে।
বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংক খুব সহজ শর্তে বিভিন্ন ক্যাটাগরিতে লোন প্রদান করে থাকে। কৃষি ব্যাংক লোন নেয়ার উপায় সম্পর্কে আমাদের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল আছে। এখানে কৃষি ব্যাংক থেকে লোন নেয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
কৃষি ব্যাংক সম্পর্কিত আর্টিকেলের শেষ কথা
সম্মানিত পাঠকবৃন্দ, এই লেখাটিতে আমরা কৃষি ব্যাংক সম্পর্কিত সাধারণ কিছু তথ্য তুলে ধরেছি। এর বাহিরে যদি কৃষি ব্যাংক সম্পর্কে কোন কিছু জানার থাকে তাহলে নিকটস্থ কৃষি ব্যাংক ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন।
আপনি যদি একটি কৃষি ব্যাংক একাউন্ট খুলতে চান তাহলে উপরে দেখানো পদ্ধতি ও নিয়মাবলী গুলো মেনে খুব সহজেই একটি কৃষি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন।
FAQs
কৃষি ব্যাংক লোন ইন্টারেস্ট রেট মাত্র ৮%। পূর্বে ইন্টারেস্ট রেট ছিল ৯%, পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ১% কমানো হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক (BKB) একটি শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক। বর্তমানে কৃষি ব্যাংক কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও খাদ্য স্বয়ংপূর্ণতা অর্জনে কাজ করে।