ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

আপনি যদি ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে এই লেখাটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই লেখাটিতে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

অনেক বাংলাদেশী নাগরিক জীবিকা নির্বাহের তাগিদে ইন্ডিয়ায় কাজ করেন। মাস শেষে বেতনের টাকা ফ্যামিলির হাতে পৌঁছে দেয়ার প্রয়োজন হয়। কিন্তু ইন্ডিয়া থেকে কিভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন তা না জানার কারণে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়।

সঠিক উপায় না জানার ফলে অনেকে অবৈধ উপায়ে বাংলাদেশের টাকা পাঠানোর সিদ্ধান্ত নেয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অবৈধ উপায়ে টাকা পাঠালে জেল জরিমানা ও টাকা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনাদের সুবিধার্থে আজকের এই আর্টিকেলটি।

ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

ইন্ডিয়া থেকে সহজে বাংলাদেশের টাকা পাঠানোর জন্য Taptap send, Western Union ও Paytm ব্যবহার করতে পারেন। এছাড়াও অনেক বৈধ Money Transfer সার্ভিস কোম্পানি রয়েছে। ইন্ডিয়া থেকে সহজে বাংলাদেশে টাকা পাঠানোর জনপ্রিয় কয়েকটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হলঃ

  • Taptap send
  • Western Union
  • Paytm
  • Wise
  • Google pay
  • SafePay

এই টাকা পাঠানোর মাধ্যমগুলোর মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশ নয়, পৃথিবীর অনেক দেশে ইন্ডিয়া থেকে টাকা পাঠাতে পারবেন। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে লেনদেন করলে সেটা বৈধ হিসেবে বিবেচিত হবে।

বিকাশের মাধ্যমে ইন্ডিয়া থেকে টাকা পাঠানোর নিয়ম

বৈধ উপায়ে ইন্ডিয়া থেকে বিকাশের মাধ্যমে বাংলাদেশের টাকা পাঠানো সম্ভব নয়। শুধুমাত্র বিকাশ নয় নগদ, রকেট, উপায় এই সকল মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানো যাবে না।

কেননা এই সকল মোবাইল ব্যাংকিং গুলো শুধুমাত্র বাংলাদেশের জন্য। ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার মাধ্যম গুলো হল Taptap send, Paytm, Western Union, Google pay ইত্যাদি। তবে অনেকেই অবৈধ উপায়ে বিকাশের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠায়, যা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ।

সম্পর্কিত গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম।

অনেকে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের পাশে এসে বাংলাদেশের সিমের নেটওয়ার্ক ব্যবহার করে বিকাশের মাধ্যমে টাকা পাঠায়। তবে বিকাশের সাথে অনেক ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার কোম্পানির পার্টনারশিপ আছে।

তার মধ্যে Paytm, Western Union, Wise অন্যতম। এই মানি ট্রান্সফার গেটওয়ে গুলোর মাধ্যমে সরাসরি বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন। যা আপনার বাংলাদেশী রিসিভারের বিকাশ একাউন্টে চলে আসবে।

ভারত থেকে বাংলাদেশি ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

ইন্ডিয়া থেকে বাংলাদেশী ব্যাংকে টাকা পাঠানোর জন্য সর্বপ্রথম ইন্ডিয়ায় অবস্থানরত বাংলাদেশী ব্যাংকের মানি এক্সচেঞ্জ অফিসে চলে যাবেন। এরপরে মানি এক্সচেঞ্জ অফিসে টাকা জমা দিয়ে তাদের দেওয়া কেওয়াইসি (KYC) ফরম পূরণ করবেন।

কেওয়াইসি ফরমে মূলত আপনার সম্পূর্ণ ঠিকানা, আপনার পাসপোর্ট নাম্বার, যেই ব্যাংকে টাকা পাঠাতে চান সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও ব্যাংকের ইনফরমেশন, ব্যাংক ব্রাঞ্চের নাম্বার ইত্যাদি প্রদান করতে হবে।

এরপরে আপনাকে একটি গোপন পিন নাম্বার প্রদান করা হবে, যেই পিন নম্বর দিয়ে বাংলাদেশের ব্যাংক থেকে উক্ত টাকা উত্তোলন করতে হবে। এই পদ্ধতিতে খুব সহজেই ভারত থেকে বাংলাদেশে টাকা পাঠানো যাবে।

ট্যাপ ট্যাপ সেন্ড এর মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

Taptap send এর মাধ্যমে শুধু ইন্ডিয়া থেকে নয় পৃথিবীর আরো অনেক দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। Taptap send এর অ্যাপ ব্যবহার করে যেকোন দেশ থেকে ইনস্ট্যান্ট বাংলাদেশে টাকা আদান-প্রদান করতে পারবেন। এছাড়াও Taptap send অনেক ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে যেমনঃ

  • কোন প্রকার ট্রানজেকশন ফি ছাড়াই টাকা আদান প্রদানের সুযোগ।
  • এক্সচেঞ্জ রেট অনেক বেশি থাকে।
  • ইনস্ট্যান্ট টাকা পৌঁছানোর সুযোগ।
  • বিকাশ ও ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা রিসিভ করতে পারবেন।
  • প্রথম ট্রানজেকশনে থাকবে আকর্ষণীয় বোনাস।
  • Taptap send অ্যাপসে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, ব্যবহারকারীদের বুঝতে সুবিধা হবে।

এছাড়াও আপনারা Taptap send ব্যবহারে আরো অনেক সুযোগ-সুবিধা পাবেন। খুব সহজেই সম্পূর্ণ ফ্রিতে গুগল প্লে-স্টোর থেকে Taptap send অ্যাপস ডাউনলোড করে, একটি একাউন্ট ক্রিয়েট করে টাকা পাঠাতে পারবেন। নিচের ভিডিওটিতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

ওয়েস্টার্ণ ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠানোর নিয়ম

ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে Bank account & Bkash-এ টাকা পাঠাতে পারবেন। চলুন জেনে নেই কিভাবে Western Union এর মাধ্যমে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন।

  • প্রথমে Western Union এর ওয়েবসাইটে অথবা অ্যাপসে অ্যাকাউন্ট লগইন করুন।
  • তারপরে আপনি যেই দেশে টাকা পাঠাতে চান সেটি সিলেক্ট করুন।
  • কত টাকা পাঠাতে চান (টাকার এমাউন্ট) বসিয়ে দিন।
  • এরপরে আপনি কোন মাধ্যমে টাকা পাঠাতে চান তা সিলেক্ট করতে হবে, বিকাশ অথবা ব্যাংক একাউন্ট সিলেক্ট করুন।
  • এরপরে আপনি কিভাবে টাকা পে করেছেন সেটি সিলেক্ট করুন।
  • পুনরায় সকল তথ্য দেখে “NEXT” বাটনে ক্লিক করুন।
  • তারপরে একটি নোটিশ দেখানো হবে, নোটিসটি পড়ে “Continue” বাটনের প্রেস করুন।
  • এরপরে যার কাছে টাকা পাঠাচ্ছেন তার ফার্স্ট নেইম, লাস্ট নেইম, মোবাইল নাম্বার, রিসিবারের সাথে আপনার রিলেশন, এড্রেস, জন্ম তারিখ, ন্যাশনালিটি এগুলো বসিয়ে “NEXT” বাটনে ক্লিক করুন।
  • তথ্যগুলো পুনরায় দেখাবে, সব তথ্য ঠিক থাকলে টার্মস এন্ড কন্ডিশনের বক্সে Agree দিয়ে “NEXT” বাটনে ক্লিক করুন।
  • এরপরে আপনি কিভাবে Western Union-নে টাকা পে করবেন তার ডিটেলস প্রদান করতে হবে। যদি কোন ধরনের কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে কার্ডের ডিটেলস বসিয়ে দিবেন। এরপরে নিচে থাকা “Pay Now” বাটনে ক্লিক করুন।
  • তারপরে ভেরিফিকেশন এর জন্য আপনার মোবাইল নাম্বারে একটি OTP পাঠানো হবে। সঠিকভাবে OTP ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে।
  • এবং কিছু সময়ের মধ্যে আপনার ট্রানজেকশনটি সম্পন্ন হবে।

এই পদ্ধতি ব্যবহার করে ওয়েস্টার্ন ইউনিয়নের (Western Union) মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে ব্যাংক একাউন্টে অথবা বিকাশে টাকা পাঠাতে পারবেন।

আমাদের শেষকথা

সম্মানিত পাঠক বৃন্দ উপরে আমরা ভারত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছি। এবং আপনাদের সামনে কয়েকটি বৈধ ও কার্যকরী উপায় সম্পর্কে আলোচনা করেছি। উপরে দেখানো পদ্ধতি গুলো অনুসরণ করে খুব সহজেই ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন।

অনেক প্রবাসী ভাইয়েরা বিভিন্ন কুচক্রী চক্রের মাধ্যমে অবৈধ পথে বাংলাদেশে টাকা পাঠাতে গিয়ে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে। তাই আপনারা অবৈধ পথে টাকা না পাঠিয়ে বৈধ পথে দেশে টাকা পাঠাবেন।

FAQs

ভারত থেকে টাকা পাঠানোর নিয়ম?

Taptap send, Paytm, Western Union, Wise এর মাধ্যমে ভারত থেকে অনেকগুলো নির্দিষ্ট দেশে টাকা পাঠাতে পারবেন। বর্তমানে এই মানি এক্সচেঞ্জ মাধ্যমগুলো অনেক জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য।

ভারত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সবথেকে সহজ মাধ্যম?

Taptap send হলো ভারত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সবথেকে সহজ মাধ্যম। Taptap send ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে ট্রানজেকশন করতে পারবে এবং Taptap send এক্সচেঞ্জ রেট অনেক বেশি দিয়ে থাকে।

Similar Posts

3 Comments

  1. Mokaram Hossain says:

    Hello, sir
    Ami India teke Bangladesh ayy taka account ayy phatabo ki vabey ,, aktu bolun na please please please please please please please please please,,,, kindly request for rakib sir

    1. পোষ্টে দেখানো পদ্ধতি অনুসরণ করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন।

  2. India to Bangladesh rupye

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *