ইসলামী ব্যাংক ফিক্সড ডিপোজিট সম্পর্কে সকল তথ্য

বর্তমানে বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ইসলামী শরিয়াহ ভিত্তিক পরিচালিত জনপ্রিয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি। আপনি যদি ইসলামী ব্যাংক ফিক্সড ডিপোজিট সম্পর্কে জানতে চান তাহলে এই লেখাটি আপনার জন্য।

ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট একাউন্ট করলে কি কি সুবিধা এবং ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সুদ মুক্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ইসলামী ব্যাংক জনপ্রিয়।

ইসলামী ব্যাংকে খুব সহজেই সুদ মুক্ত ভাবে সামান্য লাভে ফিক্সড ডিপোজিট করতে পারবেন। ব্যাংক আপনার ডিপোজিট করা টাকা ব্যবসায় খাটিয়ে, সেখান থেকে লাভের এক অংশ প্রদান করবে।

ইসলামী ব্যাংক ফিক্সড ডিপোজিট করার উপায়

ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার জন্য প্রথমে আপনার একটি ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে হবে। ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তারপরে আপনার নিকটস্থ ইসলামী ব্যাংক শাখায় গিয়ে, নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ফিক্সড ডিপোজিট করতে পারবেন।

ব্যাংক শাখায় উপস্থিত হয়ে টাকা ডিপোজিট করার জন্য, নির্দিষ্ট কাউন্টারে টাকা জমা দিতে হবে। যদি আপনারা ব্যাংকে গিয়ে ডিপোজিট কাউন্টার খুঁজে না পান সেক্ষেত্রে ব্যাংকের Help Desk এর সহযোগিতা নিতে পারেন।

অথবা ব্যাংকে কর্মরত যেকোন কর্মকর্তাকে এই সম্পর্কে জিজ্ঞেস করে সহযোগিতা নিতে পারেন। তারপরে ডিপোজিট কাউন্টারে আপনার ব্যাংক একাউন্ট নাম্বার ও অন্যান্য তথ্য এবং টাকা প্রদান করে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করুন।

ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট সম্পর্কে কিছু তথ্য

ইসলামী ব্যাংকে টাকা ডিপোজিটের মাধ্যমে সুদ মুক্ত ভাবে মুনাফা লাভ করতে পারেন। মনে করেন আপনি প্রতিমাসে ইসলামী ব্যাংকে এক লক্ষ টাকা ডিপোজিট করলেন। সেক্ষেত্রে ব্যাংক আপনার টাকা দিয়ে ব্যবসা করে ব্যবসার লাভের কিছু অংশ মুনাফা হিসেবে প্রদান করবে।

ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেট সম্পর্কে আমরা নিচে বিস্তারিত আলোচনা করব। ইসলামী ব্যাংকের একাউন্ট ভেদে এবং টাকা ডিপোজিট এর সময় ভেদে, ডিপোজিট রেট পরিবর্তন হয়।

ইসলামী ব্যাংকে টাকা ডিপোজিট করার পদ্ধতি

সাধারণত তিনটি উপায়ে আপনারা ইসলামিক ব্যাংকে টাকা ডিপোজিট করতে পারবেন।

  1. সরাসরি ব্যাংকে উপস্থিত হয়ে।
  2. এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ডিপোজিট।
  3. রেমিট্যান্স হিসেবে ব্যাংক একাউন্টে টাকা যোগ করা।

১.সরাসরি ব্যাংকে উপস্থিত হয়ে টাকা ডিপোজিট

আপনি যেই শাখা থেকে ইসলামী ব্যাংক একাউন্ট করেছেন, উক্ত শাখায় উপস্থিত হয়ে সরাসরি ইসলামী ব্যাংকে টাকা ডিপোজিট করতে পারবেন। এজন্য নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা নিয়ে সরাসরি ব্যাংক শাখায় উপস্থিত হয়ে “টাকা ডিপোজিট” কাউন্টারে জমা দিন। যদি কাউন্টার খুঁজে পেতে সমস্যা হয় সেক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতা নিতে পারেন।

২.এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ডিপোজিট

আপনারা চাইলে অন্য ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে টাকা ডিপোজিট করতে পারবেন। মনে করেন আপনার সিটি ব্যাংক একাউন্ট থেকে ইসলামী ব্যাংকে টাকা ডিপোজিট করতে চাচ্ছেন। সেক্ষেত্রে সিটি ব্যাংকের অ্যাপস ব্যবহার করে সরাসরি ইসলামী ব্যাংকে টাকা ডিপোজিট করতে পারেন নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে।

যদি মোবাইল অ্যাপস না থাকে সেক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারেন। অথবা আপনারা সরাসরি ব্যাংকে উপস্থিত হয়ে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারেন। তবে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ইনস্ট্যান্ট, নিয়মিত ও সিডিউল করে টাকা ট্রান্সফার করতে পারেন।

৩.রেমিট্যান্স হিসেবে টাকা যোগ করা

আপনারা যদি বিদেশ থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে টাকা ডিপোজিট করতে চান তাহলে এটিও করতে পারেন। অথবা আপনার কোন প্রিয়জন যদি বিদেশ থেকে ইসলামী ব্যাংকের রেমিট্যান্স হিসেবে টাকা জমা করতে চায়, তাহলে এটিও করতে পারবেন।

ইসলামী ব্যাংক ফিক্সড ডিপোজিট একাউন্টে লাভ

  • মুনাফার টাকার উপর মাত্র ১৫% ভ্যাট।
  • ফিক্সড ডিপোজিট একাউন্টে প্রতিমাসে মুনাফা দেয়া হয়।
  • ৬% থেকে ৬.৫০% মুনাফার হার।
  • ৩ বছর এবং ৫ মেয়াদে একাউন্ট করার সুবিধা।
  • ডিপোজিটের টাকা সহজেই উত্তোলনের সুযোগ।

ইসলামী ব্যাংক এর ফিক্সড ডিপোজিট স্কিম

ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমে যদি আপনি মাসে ১,০০,০০০ টাকা জমা রাখেন, তাহলে মাত্র ০৩ বছরে ৬% ভিত্তিতে মুনাফা পাবেন ৫০০ টাকা প্রায়। এবং একই হিসেবে যদি ০৫ বছরে ৬.৫% শতকরা হিসাবে মুনাফা পাবেন ৫৪১ টাকা প্রায়।

আপনাদের বোঝানোর স্বার্থে আনুমানিক হিসেব দেওয়া হয়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ যেকোনো সময় এই হিসেব পরিবর্তন করতে পারে। আপনি যত বেশি টাকা জমা রাখবেন মুনাফার হার তত বৃদ্ধি পাবে এই হিসেবে।

গুরুত্বপূর্ণ টিকাঃ ইসলামী ব্যাংক লোন পদ্ধতি।

ইসলামী ব্যাংক ফিক্সড ডিপোজিট

ইসলামী ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট

ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেট শতকারা ৩% থেকে ৭% পর্যন্ত। তবে একাউন্ট ভেদে Islami Bank Fixed Deposit Rate পরিবর্তন হয়। ইসলামী ব্যাংকের বিভিন্ন একাউন্টের ফিক্সড ডিপোজিট রেট সম্পর্কে বিস্তারিত তালিকা নিচে দেওয়া হল।

ডিপোজিট টাইপএকাউন্টের নামরেট (%)সময়
MSCMDSMudaraba Senior Citizen Monthly Profit Deposit Scheme4%1 Year
MSCMDSMudaraba Senior Citizen Monthly Profit Deposit Scheme5.8%3 Year
MSCMDSMudaraba Senior Citizen Monthly Profit Deposit Scheme6.3%5 Year
MESSMudaraba Education Savings Scheme5.8%3 Year
MESSMudaraba Education Savings Scheme5.9%5 Year
MESSMudaraba Education Savings Scheme6%10 Year
MESSMudaraba Education Savings Scheme6.2%15 Year
MMSAMudaraba Muhor Savings Account6%5 Year
MMSAMudaraba Muhor Savings Account6.2%10 Year
MEHDSMudaraba Expatriate Housing Deposit Scheme5.8%6 Year
MEHDSMudaraba Expatriate Housing Deposit Scheme6%10 Year
MEHDSMudaraba Expatriate Housing Deposit Scheme6.2%15 Year
MTDRAMudaraba Term Deposits Receipt3.1%1 Month
MTDRAMudaraba Term Deposits Receipt6.75%3 Month
MTDRAMudaraba Term Deposits Receipt6.75%100 Days
MTDRAMudaraba Term Deposits Receipt6.8%6 Month
MTDRAMudaraba Term Deposits Receipt6.8%200 Days
MTDRAMudaraba Term Deposits Receipt6.85%300 Days
MTDRAMudaraba Term Deposits Receipt6.85%1 Year
MTDRAMudaraba Term Deposits Receipt6.9%2 Year
MTDRAMudaraba Term Deposits Receipt7%3 Year
MSSAMudaraba Special Savings (Pension) Account6.2%3 Year
MSSAMudaraba Special Savings (Pension) Account6%5 Year
MSSAMudaraba Special Savings (Pension) Account5.8%10 Year
MMPDSAMudaraba Monthly Profit Deposit Scheme5.75%3 Year
MMPDSAMudaraba Monthly Profit Deposit Scheme6.25%5 Year
MBSAMudaraba Bibaho Saving Account5.8%3 Year
MBSAMudaraba Bibaho Saving Account6%5 Year
MNRBSBAMudaraba NRB Savings Bond Account5.8%5 Year
MNRBSBAMudaraba NRB Savings Bond Account6.3%10 Year
MHSAMudaraba Hajj Savings Account6%1-10 Year
MHSAMudaraba Hajj Savings Account6.3%11-25 Year
MSBAMudaraba Savings Bond Account5.8%5 Year
MSBAMudaraba Savings Bond Account6.2%8 Year
SMSAStudent Mudaraba Saving Account3%
mCashmCash Deposit Scheme2.5%
MSAMudaraba Savings Account3%
MPSAMudaraba Priority Saving Account4.4%
MSNDAMudaraba Special Notice Deposit Account2.5%
MFSAMudaraba Farmers Savings Account3%
MIESAMudaraba Industrial Employee Saving Account2.8%
MPSAMudaraba Payrol Saving Account2.8%
MUDAMudaraba Upohar Depodit Account3%
MWCDAMudaraba Waqf Cash Deposit Account6.5%

ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট একাউন্ট তৈরি করার ডকুমেন্টস

  • আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট এর কপি।
  • আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • নমিনির জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্টের কপি।
  • নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
  • ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা থেকে প্রাপ্ত নাগরিক সনদপত্র (প্রয়োজন হতে পারে)
  • চলতি মাসের ইউটিলিটি বিলের প্রমাণপত্র। বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট, পানি ইত্যাদি।
  • আবেদনকারীর টিন সার্টিফিকেট (যদি থাকে)

ফিক্সড ডিপোজিট একাউন্টে একাধিক নমিনি যুক্ত করার সুযোগ রয়েছে। এবং একাউন্ট হোল্ডার যেকোনো সময় নমিনি পরিবর্তন করতে পারবে। উপরে উল্লেখিত ডকুমেন্টস গুলো নিয়ে ইসলামী ব্যাংক শাখায় উপস্থিত হয়ে ফিক্সড ডিপোজিট একাউন্ট তৈরি করতে পারবেন।

গুরুত্বপূর্ণ টিকাঃ ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম।

ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট একাউন্ট করার যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
  • অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট একাউন্ট তার পিতা-মাতা নিয়ন্ত্রণ করবে।
  • ১৮ বছর বয়সী ব্যক্তিদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র / পাসপোর্ট থাকতে হবে।
  • ইসলামী ব্যাংক একাউন্ট ব্যতীত ফিক্সড ডিপোজিট একাউন্ট করা যায় না।

ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট সম্পর্কিত যেকোনো তথ্য ও মুনাফার হার ব্যাংক কর্তৃপক্ষ পরিবর্তন করার অধিকার রাখে।

শেষকথা

সম্মানিত পাঠকবৃন্দ, আশা করি ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট একাউন্ট এবং ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট সম্পর্কিত সকল তথ্য প্রদান করার চেষ্টা করেছি।

এরপরেও যদি এই সম্পর্কে অন্য কোন তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আপনার নিকটস্থ ইসলামী ব্যাংক শাখায় উপস্থিত হয়ে ব্যাংক ম্যানেজারের থেকে জেনে নিবেন। এছাড়াও এই লেখাটিতে উল্লেখিত তথ্যগুলো পরিবর্তনশীল।

FAQs

ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেট কি পরিবর্তনযোগ্য?

হ্যাঁ এটা পরিবর্তনযোগ্য, ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ যেকোনো সময় ফিক্সড ডিপোজিট রেট পরিবর্তন করতে পারে।

ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট কি জায়েজ?

এই সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। যেই ভিত্তিতে আপনি ফিক্সড ডিপোজিট করছেন সেটি যদি স্পষ্ট হয় তাহলে, ফিক্সড ডিপোজিট করতে পারেন। তারা এটি স্পষ্ট করে দিবে, এটি শরিয়াভিত্তিক কিভাবে হচ্ছে। ব্যাংকে গিয়ে এই সম্পর্কে বিস্তারিত আলাপ করে জেনে নিবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *