ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম

এই লেখাটিতে ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। A Challan ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে ঘরে বসে ই পাসপোর্টের টাকা জমা দিতে পারবেন।

অনলাইনে অটোমেটেড চালান সিস্টেম (A Challan) এর মাধ্যমে ঘরে বসে ibas.finance.gov.bd ওয়েবসাইট থেকে যেকোনো ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশ ও রকেটের মাধ্যমে সকল মেয়াদী ই পাসপোর্ট এর টাকা জমা দিতে পারবেন।

আপনি যদি ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে এই লেখাটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো। ই পাসপোর্ট এর টাকা জমা দেয়ার পদ্ধতি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম

ব্যাংকে পাসপোর্ট এর টাকা জমা দেয়ার জন্য Registration Form পূরণ করতে হবে। এখানে আপনার পাসপোর্ট এর পেজ ও মেয়াদ, আপনার ভোটার আইডি কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।

তারপরে উক্ত ফরমটি সহ পাসপোর্ট এর টাকা ব্যাংকে জমা করে, ব্যাংক থেকে চালান ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করে আবেদনের সময় পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। বর্তমানে অনলাইন থেকে ঘরে বসে ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন।

পাসপোর্ট ফি জমা দেয়ার ক্ষেত্রে সতর্কতা

পাসপোর্ট ফি জমা দেয়ার ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন: টাকা পেমেন্ট করার সময় অবশ্যই আমাদের ইন্টারনেট কানেকশন ভালো থাকতে হবে, ইন্টারনেট কানেকশন খারাপ থাকলে পেমেন্টের সময় বিভিন্ন ঝামেলা হতে পারে।

এবং সকল তথ্য পূরণের ক্ষেত্রে অবশ্যই পাসপোর্টের তথ্যের সাথে মিল রেখে পূরণ করবেন। অন্যথায় আপনার চালানটি বাতিল হয়ে যেতে পারে। আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত পেমেন্ট সফল হয়নি।

এই ক্ষেত্রে কখনোই পেজটি ক্লোজ করবেন না বা কেটে দিবেন না। প্রথমে পেইজের লিংক থেকে আপনার চালান নাম্বারটি সংগ্রহ করে নিবেন। এরপরে সহজেই অনলাইন থেকে চালানটি ডাউনলোড করে নিতে পারবেন।

এই লেখাটির শেষের অংশে কিভাবে লিংক থেকে পাওয়া চালান নাম্বার দিয়ে অনলাইনের মাধ্যমে চালান ডাউনলোড করবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

পাসপোর্ট এর টাকা জমা দিতে কি কি প্রয়োজন

  • মোবাইল নাম্বার।
  • পাসপোর্ট অনুযায়ী ভোটার আইডি কার্ডের নাম্বার অথবা জন্ম নিবন্ধন সনদের নাম্বার।
  • পাসপোর্ট ডেলিভারির ধরন ও পাসপোর্টের মেয়াদ, পৃষ্ঠা সংখ্যা জানা থাকতে হবে।
  • পাসপোর্ট অনুসারে নাম ও ঠিকানা।
  • ইমেইল এড্রেস (অপশনাল)
  • অনলাইনে টাকা জমা দেয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা মোবাইল ব্যাংকিং এর নাম্বার ও পাসওয়ার্ড।
  • অবশ্যই আপনার ডিভাইসে ইন্টারনেট কানেকশন যুক্ত থাকতে হবে।

অনলাইনে ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম

A Challan ওয়েবসাইট এর মাধ্যমে খুব সহজেই অনলাইনে ই পাসপোর্টের টাকা জমা দিতে পারবেন। এজন্য প্রথমে A Challan ওয়েবসাইটে প্রবেশ করে পাসপোর্ট এর ধরন সিলেক্ট করুন। তারপরে আবেদন ও বিতরণের প্রকৃতি নির্বাচন করুন।

এরপরে মোবাইল নাম্বার এবং পাসপোর্টের তথ্য অনুযায়ী আপনার ভোটার আইডি কার্ড নাম্বার অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের নাম্বার প্রদান করুন। সর্বশেষে মোবাইল ব্যাংকিং অথবা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে ই পাসপোর্ট ফি প্রদান করুন। সম্পূর্ণ প্রক্রিয়া নিচে ধাপ অনুসারে বিস্তারিত বর্ণনা করা হলো।

ধাপ ১ঃ পাসপোর্ট সিলেক্ট করুন

প্রথমে “A Challan” ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করুন। এরপরে নিচের ছবিটি লক্ষ্য করুন। এখান থেকে প্রথমে পাসপোর্টের ফি জমা দেয়ার জন্য “পাসপোর্ট” মেনু থেকে “ই পাসপোর্ট ফি” সিলেক্ট করুন।

ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম

ধাপ ২ঃ পাসপোর্টের তথ্য দিন

এই ধাপে আপনার পাসপোর্ট এর ধরন তথা কত পৃষ্ঠার পাসপোর্ট সেটি নির্বাচন করুন। তারপরে কত বছর মেয়াদী পাসপোর্ট তা সিলেক্ট করুন। অটোমেটিক ভাবে আপনার সিলেক্ট করা পাসপোর্ট এর ফি কত টাকা (+ভ্যাট) তা দেখাবে। এখান থেকে আপনারা “Ok” বাটনে ক্লিক করুন।

ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম
  • পাসপোর্টের ধরন ও পৃষ্ঠা সিলেক্ট করুন।
  • পাসপোর্ট এর মেয়াদ নির্বাচন করুন।
  • ফি এর সাথে একমত পোষণ করে Ok বাটনে ক্লিক করুন।

ধাপ ৩ঃ ব্যক্তিগত তথ্য প্রদান করুন

এই ধাপে আপনাদের ব্যক্তিগত তথ্য তথা ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের নাম্বার প্রদান করতে হবে। তবে আপনার প্রদান করা সকল তথ্য আপনার পাসপোর্ট এর সাথে মিল থাকতে হবে।

ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম
  • আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করুন।
  • জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন সনদের তথ্য অনুযায়ী জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করুন।
  • তারপরে Chack NID বাটনে ক্লিক করে, আপনার প্রদান করা ডকুমেন্টস এর সত্যতা যাচাই করুন।
  • উপরের সবকিছু ঠিক থাকলে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার প্রদান করুন।
  • সম্ভব হলে ইমেইল এড্রেস প্রদান করুন।

ধাপ ৪ঃ পেমেন্ট মেথড সিলেক্ট করুন

এই স্টেপে ই পাসপোর্ট এর টাকা জমা দেয়ার জন্য পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। আপনারা কয়েকটি মাধ্যমে ই পাসপোর্ট এর টাকা পেমেন্ট করতে পারবেন।

ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম

মোবাইল ব্যাংকিংঃ ঘরে বসে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ই পাসপোর্ট এর টাকা জমা দিতে পারবেন। বর্তমানে এ চালানে মোবাইল ব্যাংকিং হিসেবে যুক্ত আছে বিকাশ এবং রকেট। আপনারা বিকাশ ও রকেট এর মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন।

অনলাইন ব্যাংকিংঃ অনলাইন ব্যাংকিং তথা এখানে উল্লেখ থাকা সকল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ও আপনার এনআইডি কার্ড নাম্বার প্রদান করে যাবতীয় ভেরিফিকেশন কমপ্লিট করে সরাসরি ব্যাংক থেকে টাকা জমা দিতে পারবেন।

কি কি ব্যাংকের মাধ্যমে আপনারা ই পাসপোর্ট এর টাকা জমা দিতে পারবেন তা উল্লেখ থাকবে, আপনাদের সুবিধার্থে আমরা নিচে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

ব্যাংক কাউন্টারে জমাঃ যদি সরাসরি ব্যাংক কাউন্টারে উপস্থিত হয়ে A Challan ফি পরিশোধ করেন, তাহলে এটি নির্বাচন করবেন। তবে ব্যাংক কাউন্টারে টাকা জমা দিলে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ও জমার রশিদ প্রদান করতে হবে।

আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা এখান থেকে অনলাইন ব্যাংকিং এর “অগ্রণী ব্যাংক লিমিটেড” সিলেক্ট করলাম। তারপরে আমাদের ভেরিফাই করা NID কার্ড অথবা জন্ম নিবন্ধন এর তথ্যগুলো উপরে দেখতে পাবো।

ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম

অটোমেটেড চালান সিস্টেম বা এ চালানের মাধ্যমে ই পাসপোর্ট এর টাকা জমা দেয়ার জন্য আমাদের ব্যাংক একাউন্ট নাম্বার এবং এনআইডি কার্ডের নাম্বার প্রদান করতে হবে। এরপরে “SUBMIT” বাটনে ক্লিক করব।

বিশেষ দ্রষ্টব্যঃ আলাদা আলাদা ব্যাংকের ক্ষেত্রে আপনি ভিন্ন ভিন্ন অপশন পাবেন। সঠিক মেথড অবলম্বন করে পেমেন্ট সম্পন্ন করুন। পেমেন্ট সম্পন্ন হওয়ার পরে অবশ্যই চালান ডাউনলোড করে নিবেন।

অনেক সময় সার্ভার জনিত ও ইন্টারনেট জনিত সমস্যার কারণে এখান থেকে চালান ডাউনলোড হয় না। এক্ষেত্রে আমরা অন্য একটি উপায় অবলম্বন করে চালানের কপি ডাউনলোড করতে পারব।

সম্পর্কিত আর্টিকেলঃ বিদেশ থেকে অগ্রণী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম।

অনলাইন থেকে চালান ডাউনলোড করার উপায়

অনলাইন থেকে চালান ডাউনলোড করার জন্য প্রথমে, চালান ফি পরিশোধ করার পরে পেজটি ক্লোজ না করে লিংকটি কপি করে নিবেন। এরপরে লিংক এর মধ্যে থাকা চালান নাম্বার সংগ্রহ করুন। চালান নাম্বারটি লিংক এর মধ্যে (1569-12365646851) এভাবে থাকবে।

ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম

তারপরে Online Chalan Verification ওয়েবসাইটে প্রবেশ করে Automated Chalan Verification অপশনে প্রথম বক্সে চালানের প্রথম ৪টি ডিজিট এবং দ্বিতীয় বক্সে বাকি ১১ ডিজিট প্রদান করে verify বাটনে ক্লিক করলে আপনার চালানটি খুঁজে পাওয়া যাবে, এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন।

কোন কোন ব্যাংকে টাকা জমা দেওয়া যায়

বর্তমানে A Challan এর মাধ্যমে আপনারা অনেক ব্যাংকে পাসপোর্ট এর টাকা জমা দিতে পারবেন। আপনাদের সুবিধার্থে নিচে কয়েকটি ব্যাংকের নাম এবং কয়েকটি মোবাইল ব্যাংকিং এর নাম উল্লেখ করা হলো।

ক্রমিক নাম্বারঅনলাইন ব্যাংকিংমোবাইল ব্যাংকিং
এবি ব্যাংক লিমিটেডবিকাশ
অগ্রণী ব্যাংক লিমিটেডরকেট
ইসলামী ব্যাংক পিএলসি
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক
ব্যাংক এশিয়া
ব্র্যাক ব্যাংক
কমিউনিটি ব্যাংক
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
১০ইস্টার্ন ব্যাংক লিমিটেড
১১মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
১২মধুমতি ব্যাংক লিমিটেড
১৩মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড
১৪ন্যাশনাল ব্যাংক লিমিটেড
১৫এনআরবি ব্যাংক লিমিটেড
১৬এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড
১৭ওয়ান ব্যাংক
১৮প্রাইম ব্যাংক
১৯সোনালী ব্যাংক পিএলসি
২০প্রিমিয়ার ব্যাংক
২১ট্রাস্ট ব্যাংক লিমিটেড
২২সাউথইস্ট ব্যাংক লিমিটেড

শেষকথা

সম্মানিত পাঠক বৃন্দ আশা করি ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। টাকা জমা দেওয়ার পরে কোনভাবেই ওই পেজটি ক্লোজ করবেন না, তাহলে চালানের রশিদ ডাউনলোড করতে পারবেন না।

পেইজ থেকে চালান নাম্বারটি সংগ্রহ করে, উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে চালান ডাউনলোড করুন। পেইজ ক্লোজ করে দিলে পুনরায় আবার পেমেন্ট করতে হবে।

FAQs

মোবাইলের মাধ্যমে ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম?

মোবাইলের মাধ্যমে ই পাসপোর্টে টাকা জমা দেয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে A Challan মোবাইল অ্যাপসটি ডাউনলোড করতে পারেন, অথবা যেকোন ব্রাউজার থেকে A Challan ওয়েবসাইটে প্রবেশ করে পাসপোর্টের টাকা জমা দিতে পারেন।

বিদেশ থেকে ই পাসপোর্টের ফি জমা দেওয়ার নিয়ম?

বিদেশ থেকে বাংলাদেশ দূতাবাসে গিয়ে আপনারা ই পাসপোর্ট ফি (আবেদন+রিনিউ) জমা দিতে পারবেন। ইতিমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরিয়াত, যুক্তরাষ্ট্রে ই পাসপোর্ট কার্যক্রম উদ্ভাবন করা হয়েছে।

Similar Posts

One Comment

  1. Janata Bank ki passport er taka joma dewa jai na ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *