এবার জনতা ব্যাংকের নাম পরিবর্তন করা হলো

সম্প্রতি পরিবর্তন করা হয়েছে জনতা ব্যাংকের নাম। পাবলিক লিমিটেড কোম্পানি সনাক্তকরণে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী জনতা ব্যাংক এর নাম পরিবর্তন করা হয়। এই লেখাটিতে জনতা ব্যাংকের নাম পরিবর্তন সম্পর্কে জানানো হবে।

এবার জনতা ব্যাংকের নাম পরিবর্তন করা হয়েছে। পূর্বে এই ব্যাংকের নাম ছিল বাংলাদেশ জনতা ব্যাংক লিমিটেড বর্তমানে নাম পরিবর্তন করে কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ (ক) ধারার বিধান অনুসারে নাম রাখা হয় জনতা ব্যাংক পিএলসি।

ইংরেজিতে এটি (Janata Bank PLC) হিসেবে পরিচিত হবে। গত মঙ্গলবার আবু ফরাহ মো. নাছের (বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর) এর স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জনতা ব্যাংকের নাম পরিবর্তন

৩১শে জুলাই বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ (ক) ধারার বিধান অনুসারে পাবলিক কোম্পানিগুলো সনাক্তকরণের সুবিধার্থে, এর নামের পরে পিএলসি (PLC) যুক্ত করার জন্য জানানো হয়।

২০২০ সালে পাবলিক লিঃ কোম্পানি সনাক্তকরণে এই কোম্পানি আইন যুক্ত করা হয়। পিএলসি একটি পাবলিক কোম্পানি এবং এটি যুক্তরাষ্ট্রের (United States) পাবলিক ট্রেডেড কোম্পানির সমতুল্য, এটি incorporate বা corporate পদবী বহন করে।

কোম্পানি আইন ১৯৯৪ এর ১১ (ক) ধারার বিধান অনুসারে সকল পাবলিক কোম্পানির ন্যায় বাংলাদেশ জনতা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে বাংলাদেশ জনতা ব্যাংক পিএলসি (PLC) রাখা হয়। ইংরেজিতে Janata Bank PLC হবে।

জনতা ব্যাংক লিমিটেড থেকে পিএলসি রাখার কারণ

২০২০ সালে পাবলিক লিমিটেড কোম্পানি সনাক্তকরণে কোম্পানি আইন ১৯৯৪ এর ১১ (ক) ধারার বিধান অনুসারে সকল পাবলিক কোম্পানিগুলোর নামের শেষে পিএলসি যুক্ত করার আইন চালু হয়। পাবলিক সমিতাদয় কোম্পানি সনাক্তকরণে প্রত্যেকটি কোম্পানির নামের পিছনে PLC (পাবলিক লিমিটেড কোম্পানি) যুক্ত করার জন্য বলা হয়।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে আরো জানানো হয়েছে পাবলিক ব্যাংকিং কোম্পানিগুলোর নাম পরিবর্তনের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে কোন ধরনের আবেদন করতে হবে না, তবে নাম পরিবর্তনের পরে এই সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে অবগত করতে হবে।

এই আইনের পরিপ্রেক্ষিতে বর্তমানে প্রত্যেকটি পাবলিক কোম্পানি ব্যাংকের নামের পরে পিএলসি যুক্ত করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মোহাম্মদ নাসের এর স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপনে গত মঙ্গলবার জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের অর্ডার অনুযায়ী, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (২) (সি) ধারায় দেয়া ক্ষমতাবলে ৮ আগস্ট থেকে জনতা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে Janata Bank PLC (জনতা ব্যাংক পিএলসি) রাখা হয়।

০৮ই আগস্ট ২০২৩ এর জারিকৃত প্রজ্ঞাপন নং – বিআরপিডি (এলএস-১)/৭৪৫(২)/২০২৩-৬২৬৫ এর অনুলিপি। আরো জানানো হয়, আপনাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদ্সঙ্গে সংযুক্ত করা হলো। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করা ছিল বিআরপিডি পরিচালক মোঃ শাহরিয়ার সিদ্দিকের।

সীমিত দায় পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর নামের শেষে পিএলসি (পাবলিক সীমিত দায় কোম্পানি) এবং সীমিত দায় প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর নামের শেষে এলটিডি রাখার নির্দেশ দেয়া হয়। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে জনতা ব্যাংক পাবলিক কোম্পানির নাম জনতা ব্যাংক পিএলসি রাখা হয়।

পিএলসি (PLC) এর ব্যাখ্যা

পাবলিক লিমিটেড কোম্পানি এর সংক্ষিপ্ত রূপ পিএলসি “PLC” মূলত পাবলিক লিমিটেড কোম্পানিগুলো শনাক্তকরণে ২০২০ সালে কোম্পানি আইন ১৯৯৪ এর ১১ (ক) ধারার বিধান অনুসারে প্রত্যেকটি কোম্পানির নামের শেষে পিএলসি যুক্ত করার নির্দেশ দেয়া হয়।

পাবলিক লিমিটেড কোম্পানিগুলো (PLC) এক ধরনের দায়বদ্ধ কোম্পানি, যারা জনগণের কাছে কোম্পানির শেয়ার বিক্রি করতে পারবে। কোম্পানির নামের শেষে পিএলসি যুক্ত করায়, এই কোম্পানিগুলো জনগণের কাছে শেয়ার ছাড়তে পারবে।

নাম পরিবর্তনের ফলে সুবিধা ও অসুবিধা

জনতা ব্যাংক এর নাম পরিবর্তন করে “জনতা ব্যাংক লিমিটেড” থেকে “জনতা ব্যাংক পিএলসি” রাখায় অ্যাকাউন্ট হোল্ডারদের তেমন কোন সুযোগ সুবিধা বা অসুবিধা নেই। তবে এই কোম্পানিগুলোর মত অনুসারে চাইলে জনগণের কাছে কোম্পানির শেয়ার ছাড়তে পারবে।

সেক্ষেত্রে কোম্পানির একাউন্ট হোল্ডাররা চাইলে উক্ত কোম্পানির শেয়ার কিনতে পারবে। এছাড়াও অনেকে মনে করেন নাম পরিবর্তনের ফলে ব্যাংকের চেক পরিবর্তিত হবে, অথবা চেক লেখার নিয়ম পরিবর্তন হবে।

তবে পরবর্তী সংস্কারে, জনতা ব্যাংকের চেক বইতে থাকা ব্যাংকের নাম পরিবর্তন করবে। তবে চেক লেখার ক্ষেত্রে আলাদা কোন নিয়ম অনুসরণ করার প্রয়োজন নেই। আপনি যদি জনতা ব্যাংকের চেক লিখতে না পারেন তাহলে জনতা ব্যাংক চেক লেখার নিয়ম জেনে নিতে পারেন।

এছাড়া জনতা ব্যাংক এর নাম পরিবর্তন করে জনতা ব্যাংক পিএলসি (Janata Bank PLC) রাখায় অ্যাকাউন্ট হোল্ডারদের তেমন কোন সুবিধা বা অসুবিধা নেই।

সম্মানিত পাঠকবৃন্দ আশা করি জনতা ব্যাংকের নতুন নাম ও পরিবর্তনের কারণ সম্পর্কে জানতে পেরেছেন। আজকের লেখাটি এখানেই সমাপ্ত ঘোষনা করছি।

FAQs

জনতা ব্যাংকের সংশোধিত নাম কি?

বর্তমানে জনতা ব্যাংকের নাম হল “জনতা ব্যাংক পিএলসি” বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী জনতা ব্যাংক লিমিটেড নাম পরিবর্তন করে জনতা ব্যাংক পিএলসি রাখা হয়।

কত তারিখ জনতা ব্যাংক এর নাম পরিবর্তন করা হয়?

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ (ক) ধারার বিধান অনুসারে গত ৮ই আগস্ট ২০২৩ জনতা ব্যাংক এর নাম পরিবর্তন করা হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *