বিদেশ থেকে অগ্রণী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

বর্তমানে বিদেশ থেকে রেমিটেন্সের টাকা বাংলাদেশে পাঠানো খুব কঠিন কাজ নয়। আমরা বিভিন্ন মাধ্যমে রেমিটেন্সের টাকা দেশে পাঠাতে পারি, তার মধ্যে অন্যতম হলো অগ্রণী ব্যাংক। বিদেশ থেকে অগ্রণী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে এই লেখাটিতে আলোচনা করা হয়েছে।

অগ্রণী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটেন্সের টাকা আমাদের প্রিয়জনদের ও আত্মীয়-স্বজনের একাউন্টে পাঠাতে পারি। সুতরাং অবৈধ কোন পন্থা অবলম্বন না করে সঠিক পন্থায় অগ্রণী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানো উচিত।

আপনি জেনে খুশি হবেন, অগ্রণী ব্যাংক প্রবাসীদের রেমিট্যান্স লেনদেনের সুবিধার্থে সারাবিশ্বে প্রায় ৩০৫টি মানি এক্সচেঞ্জ হাউজে কর্মকর্তা নিয়োগ রেখেছে।

ব্যাংকে রেমিটেন্স পাঠাতে কি কি প্রয়োজন

প্রথমে অগ্রণী ব্যাংকের আপনার শাখার সুইফট কোড প্রয়োজন হবে। ব্যাংক শাখায় যোগাযোগ করে সুইফট কোড জেনে নিবেন। অথবা অগ্রণী ব্যাংকের হেল্পলাইনে যোগাযোগ করে সুইফট কোড জেনে নিতে পারেন। অগ্রণী ব্যাংকের সুইফট কোড AGNBBDDHXXX এই রকম হতে পারে।

এরপরে প্রয়োজন হবে প্রাপকের একাউন্ট নাম্বার। তথা আপনি যার কাছে বাংলাদেশে টাকা পাঠাতে চাচ্ছেন তার অগ্রণী ব্যাংক একাউন্ট নাম্বার প্রয়োজন হবে।

তারপরে প্রাপকের মোবাইল নাম্বার, নাম ও ঠিকানা প্রয়োজন হবে। এবং টাকা স্থানান্তরের উদ্দেশ্য উল্লেখ করতে হবে। সাধারণ লেনদেনের ক্ষেত্রে এই সকল ডকুমেন্টগুলো প্রয়োজন হয়।

  • প্রাপকের ব্যাংক শাখার সুইফট কোড নাম্বার।
  • প্রাপকের নাম, মোবাইল নাম্বার ও ঠিকানা।
  • প্রাপকের অগ্রণী ব্যাংক একাউন্ট নাম্বার।
  • টাকা পাঠানোর পর্যাপ্ত কারণ।

এগুলো ব্যতীত অন্য কোন ডকুমেন্টস প্রয়োজন হলে, আপনারা সরাসরি অগ্রণী ব্যাংকের হেল্পলাইনে যোগাযোগ করে তাদের থেকে জেনে নিতে পারেন। সাধারণত লেনদেনের ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো বা তথ্যগুলো প্রয়োজন হয়।

বিদেশ থেকে অগ্রণী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

বিদেশ থেকে অগ্রণী ব্যাংকে টাকা পাঠানোর জন্য প্রথমে অর্থ হস্তান্তরের মাধ্যম তথা ওয়েস্ট ইউনিয়ন, মানি ট্রান্সফার, MoneyGram, ব্যাংক ট্রান্সফারের মত সেবাগুলো নিশ্চিত করুন। এরপরে প্রয়োজনীয় ডকুমেন্টস ও চার্জ প্রদান করে টাকা ট্রান্সফার করুন।

স্টেপ ১ঃ প্রথমে আপনাকে একটি সঠিক অর্থ হস্তান্তরের মাধ্যম নির্বাচন করতে হবে। এটা হতে পারে ব্যাংক ট্রান্সফার, মানিগ্রাম, মানি ট্রান্সফার, ওয়েস্ট ইউনিয়ন ইত্যাদি। এর মধ্য থেকে সবথেকে বিশ্বস্ত ও সাশ্রয়ী মাধ্যমটি খুঁজে বের করুন।

স্টেপ ২ঃ তারপরে উক্ত হস্তান্তর মাধ্যমটির সেবা সমূহ ও লেনদেনের চার্জ সম্পর্কে জেনে নিন। অবশ্যই সঠিকভাবে তাদের সেবা সমূহ সম্পর্কে এবং তাদের লেনদেনের চার্জ সম্পর্কে জেনে নিবেন।

স্টেপ ৩ঃ এরপরে উক্ত হস্তান্তর মাধ্যমটির নির্দিষ্ট সার্ভিস পয়েন্ট অথবা মানি ট্রান্সফার হাউজে উপস্থিত হয়ে, হস্তান্তর সার্ভিস প্রোভাইডারের নির্দেশনা মেনে সঠিক তথ্য প্রদান করুন। তাদের অনলাইন সেবা চালু থাকলে আপনি অনলাইনের মাধ্যমে এই সেবাটি গ্রহন করতে পারেন।

স্টেপ ৪ঃ টাকা লেনদেন সম্পূর্ণ হলে মানি ট্রান্সফার হাউজ থেকে লেনদেনের রশিদ সংগ্রহ করুন। পরবর্তীতে বিভিন্ন কাজে এই রশিদটি প্রয়োজন হতে পারে।

বিশেষ দ্রষ্টব্যঃ মানি ট্রান্সফার হাউজে উপস্থিত হয়ে, প্রাপকের ব্যাংক একাউন্ট সিলেক্ট এর সময় অগ্রণী ব্যাংক সিলেক্ট করে প্রাপকের অগ্রণী ব্যাংক একাউন্ট নাম্বার বসিয়ে দিবেন। ব্যাংকের সুইফট কোড এর জায়গায় অগ্রণী ব্যাংকের নির্দিষ্ট শাখার সুইফট কোড বসিয়ে দিবেন।

এখান থেকে জেনে নিতে পারেন অগ্রণী ব্যাংকের মানি এক্সচেঞ্জ হাউজ কোন কোন দেশে ও কোন জায়গায় রয়েছে।

উপরে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই যেকোন দেশ থেকে বাংলাদেশে অগ্রণী ব্যাংকের টাকা পাঠাতে পারবেন। অগ্রণী ব্যাংকে বিদেশ থেকে রেমিট্যান্স এর টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যাংক আপনাকে বিশেষ কিছু সুবিধা প্রদান করবে।

বিদেশ থেকে অগ্রণী ব্যাংকে টাকা পাঠানোর ফি

বিদেশ থেকে অগ্রণী ব্যাংকে টাকা পাঠানোর ফি ০.০০ টাকা। তথা এই সেবার ক্ষেত্রে অগ্রণী ব্যাংক আপনার থেকে কোন ধরনের ফি কাটবে না।

তবে অগ্রণী ব্যাংকে টাকা পাঠানোর জন্য আপনি যেই মানি এক্সচেঞ্জ মাধ্যম ব্যবহার করছেন, তারা তাদের নির্ধারিত চার্জ / ফি কাটবে। এটা আপনারা লেনদেনের পূর্বে উক্ত মানি এক্সচেঞ্জ বা ট্রান্সফার হাউস থেকে জেনে নিতে পারেন।

টাকা উত্তোলনের সুবিধার্থে জেনে নিতে পারেন অগ্রণী ব্যাংকের চেক লেখার নিয়ম সম্পর্কে।

অগ্রণী ব্যাংকে বিদেশ থেকে টাকা পাঠানোর সুবিধা

  • খুব সহজেই অনেকগুলো দেশ থেকে টাকা পাঠাতে পারবেন।
  • দ্রুত টাকা পাঠানোর সুবিধা।
  • সম্পূর্ণ বৈধ উপায়ে টাকা দেশে আনতে পারবেন।
  • এবং সরকার ঘোষিত ২.৫% প্রণোদনা পাবেন।

এছাড়াও অগ্রণী ব্যাংকে বিদেশ থেকে টাকা পাঠালে আরো অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন।

শেষকথা

সম্মানিত পাঠকবৃন্দ আশা করি বিদেশ থেকে অগ্রণী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। আজকের লেখাটি এই পর্যন্ত সমাপ্ত। আপনারা বৈধ উপায়ে একটু কষ্ট করে ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে দেশে টাকা পাঠাবেন।

FAQs

বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর সহজ উপায় কোনটি?

বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সবথেকে সহজ উপায় হলো মানি ট্রান্সফার কোম্পানিগুলোর মাধ্যমে সরাসরি বাংলাদেশের যেকোন ব্যাংকে টাকা পাঠানো।

অগ্রণী ব্যাংকের সুইফট কোড কত?

অগ্রণী ব্যাংকের সুইফট কোড ব্রাঞ্চ অনুযায়ী আলাদা। তবে অগ্রণী ব্যাংকের সুইফট কোডের ফরমেট AGNBBDDHXXX এইরকম। এটা আপনারা সরাসরি ব্যাংক ব্রাঞ্চে যোগাযোগ করে অথবা অগ্রণী ব্যাংকের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *