প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম (নতুন পদ্ধতি)
বাংলাদেশের জনপ্রিয় লোন প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক অন্যতম। এই লেখাটিতে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন সম্পর্কিত যাবতীয় সকল তথ্য সহজ ভাষায় উল্লেখ করা হবে।
প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক মানুষ জীবিকা নির্বাহের জন্য বিদেশ ভ্রমণ করে। অনেকে বিদেশ ভ্রমণের ইচ্ছে পোষণ করলেও, টাকার অভাবে তাদের এই ইচ্ছে পূরণ করতে পারেনা। প্রবাস গমন ইচ্ছুকদের ইচ্ছে পূরণের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক।
এই ব্যাংক থেকে খুব সহজ শর্তে লোন গ্রহন করে বিদেশ ভ্রমণ করতে পারবেন। বিভিন্ন দেশে থাকা বাংলাদেশী প্রবাসীদের সহযোগিতা করার লক্ষ্যে বাংলাদেশ সরকার বিশেষায়িত প্রবাসী কল্যাণ ব্যাংক চালু করে।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন গ্রহণের জন্য তাদের সকল শর্ত মেনে, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে নিকটস্থ Probashi Kallyan Bank শাখায় যোগাযোগ করুন। ব্যাংক শাখায় গিয়ে নির্দিষ্ট ফরম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ব্যাংকে জমা দিন।
অথবা আপনারা অনলাইনের মাধ্যমে Loan Application Form ডাউনলোড করে, যথাযথ সঠিক তথ্য দিয়ে সেটি পূরণ করে আপনার নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় জমা দিন।
লোনের জন্য আবেদন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং লোন সম্পর্কে বিস্তারিত এই লেখাটির মাধ্যমে জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ মনোযোগ দিয়ে লেখাটি দেখবেন।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের প্রকারভেদ
প্রবাসী কল্যাণ ব্যাংক বর্তমানে ৩ প্রকার লোন প্রদান করে। অভিবাসন ঋণ, পূর্ণবাসন ঋণ, বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ।
১.অভিবাসন ঋণ
প্রবাসীদের বিভিন্ন উপায়ে সহযোগিতার লক্ষে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক অভিবাসন ঋণ প্রদান করে। বিদেশে যাওয়ার সকল কাগজপত্র নিয়ে ব্যাংক শাখায় যোগাযোগ করে এই লোন গ্রহণ করতে পারবেন। প্রবাসীরা সর্বোচ্চ ১ থেকে ৩ লক্ষ টাকা অভিবাসন ঋণ গ্রহণ করতে পারবে।
২.পূর্ণবাসন ঋণ
আপনি যদি একজন বৈধ বিদেশ প্রবাসী হয়ে থাকেন এবং বিদেশ থেকে চলে আসেন, সেক্ষেত্রে আপনি পূর্ণবাসন ঋণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। আপনি যদি বৈধভাবে বিদেশে ভ্রমণ করেন এবং রাজনৈতিক, সামাজিক অথবা নিয়োগ দাতা কর্তৃক হয়রানির শিকার হয়ে দেশে ফিরে আসেন।
পরবর্তীতে আপনি স্বাবলম্বী হওয়ার ইচ্ছে পোষণ করলে প্রবাসী ব্যাংক থেকে পূর্ণবাসন ঋণ গ্রহণ করতে পারেন। এই ঋণের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর। একজন ঋণ গৃহিতা সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করতে পারবে তবে জামানতবিহীন ৩ লক্ষ টাকা সর্বোচ্চ ঋণ গ্রহণ করতে পারবে।
৩.বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ
বিদেশে বৈধভাবে চাকরির জন্য ভ্রমণ করার পরে পরিবারের যেকোন সদস্য যেমন: বাবা, মা, ভাই, বোন, দাদা, দাদি, স্ত্রী, সন্তান অথবা নিকআত্মীয় কেউ বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ গ্রহণ করতে পারবে। এই লোনের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর।
এই ঋণ প্রকল্পে আপনি সর্বোচ্চ ১০ লক্ষ টাকার লোন গ্রহণ করতে পারবেন তবে ৩ লক্ষ টাকা জামানতবিহীন গ্রহণ করতে পারবেন, ৫ লক্ষ টাকার বেশি লোন গ্রহণের জন্য ঋণ গ্রহীতার স্থাবর সম্পত্তির রেজিস্ট্রি মর্টগেজ মূল্যে উক্ত ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবে।
সম্পর্কিত গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক লোন।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সুবিধা
বাংলাদেশ সরকার কর্তৃক প্রবাসীদের বিভিন্ন উপায়ে আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক নির্মাণ করা হয়। সহজ শর্তে এই ব্যাংক থেকে প্রবাসীরা বিভিন্ন উপায়ে লোন গ্রহণ করতে পারে। প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সুবিধা সমূহঃ
- চাকরি বা কাজের জন্য বিদেশ ভ্রমণ করতে আর্থিক সহযোগিতা প্রদান করে।
- প্রবাসে থাকাকালীন কোন প্রবাসী আর্থিক সমস্যায় পড়লে, সেই সমস্যা থেকে উদ্ধারের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক লোন প্রদান করে।
- প্রবাসীরা দেশে ফিরে অন্য কাজের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে চাইলে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ প্রদান করে।
এছাড়াও প্রবাসী কল্যাণ ব্যাংক বিভিন্ন সময়ে প্রবাসীদের সুবিধার্থে বিভিন্ন শর্তের উপর লোন প্রদান করে।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিতে কি কি লাগে
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে জাতীয় পরিচয় পত্র এবং বিদেশ ভ্রমণের ডকুমেন্টস ও আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবিসহ আরো অনেক ধরনের ডকুমেন্টস প্রয়োজন। লোনের ধরনের উপর ভিত্তি করে আলাদা আলাদা ডকুমেন্টস প্রয়োজন হয়।
অভিবাসন লোন গ্রহনের জন্য কি কি লাগে
- জাতীয় পরিচয় পত্রের কপি।
- নাগরিক সনদপত্র প্রয়োজন হতে পারে।
- পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি।
- দুইজন জমিদার এবং তাদের যাবতীয় তথ্য।
- ভিসা, পাসপোর্ট ও বিএমইটি কার্ডের কপি।
- প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় একটি একাউন্ট।
- জমিদারের স্বাক্ষর করা ব্যাংকের ৩টি চেকের পাতা।
পূর্ণবাসন লোন গ্রহনের জন্য কি কি লাগে
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের কপি ও পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি।
- জমিদারের ভোটার আইডি কার্ডের কপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- আবেদনকারী ও জমীনদার এর পৌরসভা বা ইউনিয়ন কর্তৃক প্রাপ্ত নাগরিক সনদপত্র।
- ট্রেড লাইসেন্সের ফটোকপি প্রয়োজন হতে পারে।
- জামানত সম্পত্তির ডকুমেন্টস এর ফটোকপি।
- ঋণ গৃহীতার বিনিয়োগের ঘোষণাপত্র প্রয়োজন হতে পারে।
- ঋণ গৃহীতার স্বাক্ষর সহ তার ব্যাংক একাউন্টের ৩টি চেক পাতা।
- বিদেশ থেকে প্রত্যাগমন সংক্রান্ত ডকুমেন্টস।
- প্রকল্পের সকল তথ্য সহ গত ২ বছরের আয় ও ব্যয়ের বিবরণী।
বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার লোন গ্রহণের জন্য কি কি লাগে
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের কপি এবং পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি।
- ট্রেড লাইসেন্স প্রয়োজন হতে পারে।
- জমিদারের ভোটার আইডি কার্ডের কপি এবং পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
- ব্যবসা বা প্রকল্পের স্থান ভাড়া নেওয়ার ক্ষেত্রে, লিজের চুক্তিপত্র প্রয়োজন হতে পারে।
- আবেদনকারী ও জমীনদার এর পৌরসভা বা ইউনিয়ন কর্তৃক প্রাপ্ত নাগরিক সনদপত্র।
- প্রকল্পের ১ বছরের আয় ও ব্যয় এর বিবরণী সহ বিস্তারিত তথ্য।
- ৩টি চেকের পাতা স্বাক্ষর করে ব্যাংকে জমা করতে হবে।
- কোন স্থান থেকে প্রশিক্ষণ করলে, উক্ত স্থান থেকে প্রাপ্ত সার্টিফিকেট এর কপি।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন ফরম
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন ফরম ডাউনলোড করার জন্য সরাসরি http://www.pkb.gov.bd/ ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা “probashi kallyan bank loan form” এখানে ভিজিট করতে পারেন।
অথবা সরাসরি আপনার নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় যোগাযোগ করে লোনের আবেদন ফরম সংগ্রহ করতে পারেন। যথাযথভাবে এই ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস সংযুক্ত করে ব্যাংকে জমা দিতে হবে।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন আবেদন
প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের জন্য আবেদন করতে সরাসরি আপনার নিকটস্থ ব্যাংক শাখায় যোগাযোগ করুন। এরপরে Loan Application Form সংগ্রহ করে, প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে, এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে পুনরায় ফর্মটি ব্যাংকে জমা দিন।
ব্যাংক আপনার প্রদত্ত তথ্য ও ডকুমেন্টগুলো যাচাই করবে, এরপরে আপনি লোন পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনাকে লোন প্রদান করা হবে।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন অনলাইন আবেদন
প্রবাসী কল্যাণ ব্যাংকে অনলাইনে লোনের জন্য আবেদন করার কোন পদ্ধতি নেই। তবে আপনারা অনলাইন থেকে লোন এপ্লিকেশন ফর্ম সংগ্রহ করে যথাযথ তথ্য উল্লেখ করে এর পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করে সরাসরি ব্যাংক শাখায় জমা করতে পারেন।
এছাড়া সরাসরি অনলাইনের মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংকে লোনের জন্য আবেদন করার কোন সিস্টেম চালু নেই। অনলাইন থেকে লোন এপ্লিকেশন ফর্ম সংগ্রহ করার পদ্ধতি সম্পর্কে উপরে আলোচনা করেছি।
সম্পর্কিত গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ কৃষি ব্যাংক লোন নেওয়ার নিয়ম।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সুদের হার
প্রবাসী কল্যাণ ব্যাংকের বিভিন্ন লোনের সুদের হার ও সময়সীমা নিচে টেবিল আকারে উল্লেখ করা হলো।
লোনের প্রকার | সুদের হার | লোনের সময়সীমা |
---|---|---|
অভিবাসন লোন | ৯% | ২ বছর |
পূর্ণবাসন লোন | ৯% | ১০ বছর |
বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার লোন | ৯% | ১০ বছর (সম্ভবত) |
প্রবাসী কল্যাণ ব্যাংক হাউজ লোন
প্রবাসীরা ঘর তৈরীর উদ্দেশ্যে প্রবাসী ব্যাংক থেকে পূর্ণবাসন লোন গ্রহণ করতে পারেন। বৈধভাবে বিদেশ ভ্রমন করে রাজনৈতিক কিংবা সামাজিক অথবা নিয়োগদাতা কর্তৃক হয়রানির শিকার হয়ে দেশে ফিরে এসে, নিজেকে ও পরিবারকে পূর্ণবাসন করার জন্য এই লোন গ্রহণ করতে পারে।
এই লোন দিয়ে ঘর তৈরির পাশাপাশি ব্যবসায়িক কাজে ইনভেস্ট করতে পারবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের পূর্ণবাসন লোনের সুদের হার শতকরা ৯%, এবং এই লোনটি সর্বোচ্চ ১০ বছর মেয়াদে নিতে পারবেন।
প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয়
প্রবাসী কল্যাণ ব্যাংক ১,০০,০০০ থেকে ৫০,০০,০০০ টাকা পর্যন্ত লোন প্রদান করে।
লোনের প্রকার | লোনের মেয়াদ | লোনের পরিমাণ |
---|---|---|
অভিবাসন লোন | ২ বছর | ১ থেকে ৩ লক্ষ টাকা |
পূর্ণবাসন লোন | ১০ বছর | সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা |
বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার লোন | ১০ বছর (সম্ভবত) | সর্বোচ্চ ১০ লক্ষ টাকা |
প্রবাসী কল্যাণ ব্যাংক কোথায় আছে
আপনার নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংক শাখার ঠিকানা জানতে “প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা সমূহের ঠিকানা” এখানে দেখুন। অথবা গুগলে গিয়ে Probashi Kallyan Bank near me লিখে সার্চ করলে, আপনার নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা ঠিকানা ও মোবাইল নাম্বার দেখাবে।
আমাদের শেষকথা
সম্মানিত পাঠকবৃন্দ এই লেখাটিতে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম সম্পর্কে অন্য কোন তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন।
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে লোন নিবেন এবং লোন নেয়ার জন্য যেসকল তথ্যগুলো জানা প্রয়োজন, তা আমরা উল্লেখ করার যথাসাধ্য চেষ্টা করেছি।
FAQs
এটি রাষ্ট্রমালিকানাধীন প্রবাসীদের জন্য বিশেষায়িত একটি আর্থিক প্রতিষ্ঠান। এখান থেকে প্রবাসীরা বিভিন্ন ধরনের লোন গ্রহণের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবে।
প্রবাসী ব্যাংক থেকে লোন নেয়ার জন্য প্রথমে আপনার নিকটস্থ ব্যাংক শাখা থেকে একটি লোন আবেদন এপ্লিকেশন ফর্ম সংগ্রহ করুন, এরপরে সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে ব্যাংক শাখায় পুনরায় জমা দিন।
লোনের সাথে সুদ সরাসরি জরিত, যা হারাম। সুদের সাথে জরিত সবাই দোষি। তাই ওনারকে এব্যাপারে ভাবার অনুরোধ করছি।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, আমরা বিষয়টি বিবেচনায় নিয়েছি।
আসসালামু আলাইকুম আমার ছোট ভাইকে বাইরে পাঠাবো তো সেজন্য প্রয়োজনীয় কাগজ পাতি কি কি লাগবে জানালে ভালো হয়
সাধারণত কি কি কাগজ পাতি দরকার তা পোষ্টের মধ্যে দেয়া আছে। তবে অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা ডকুমেন্টস প্রয়োজন হয়। এ সম্পর্কে আপনার নিকটস্থ ব্রাঞ্চ থেকে তথ্য জেনে নিতে পারেন। এটাই ভালো হবে।
আচ্ছা ভাইয়া আমি প্রবাসে আছি,
আমার কিছু টাকা প্রয়োজন, আমি কি কোন প্রকার লোন সুবিধা পাবো। জানাবেন প্লিজ
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পেতে পারেন। যেহেতু আপনি প্রবাসে আছেন সেহেতু আপনার ফ্যামিলির অন্য মেম্বাররা লোন গ্রহণ করে আপনাকে সহযোগিতা করতে পারে। বিস্তারিত জানতে প্রবাসী কল্যাণ ব্যাংকের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। অথবা আপনার কোন প্রিয়জন সরাসরি প্রবাসী কল্যাণ ব্যাংকে উপস্থিত হয়ে ব্যাংক ম্যানেজারের থেকে সঠিক তথ্য জেনে নিতে পারে।
Student Visa তে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোন ব্যাংক লোন দেয়?
সোনালী ব্যাংকের এই ধরনের কোন পরিষেবা সম্পর্কে আমার জানা নেই। আপনি ব্যাংক শাখায় যোগাযোগ করে দেখতে পারেন।
ভাই যে ডকুমেন্ট গুলো লাকবে
সে গুলো সাদা কালো ফটো কপি হলেই হবে
নাকি রঙিন ফটো কপি লাকবে
সাদাকালো হলে হবে
লোন নিতে কত টাকা জামানত দিতে হবে???
সব লোনের ক্ষেত্রে প্রয়োজন নেই, তবে লোন গ্রহণের আগে অবশ্যই আপনার নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিবেন।
আসসালামু আলাইকুম, ভাই আমি 13বছর প্রবাসে ছিলাম,এখন আমি অন্য দেশের যাওয়ার জন্য প্রসেছিন করতাছি,ভাই আমার কাছে কোন জমা টাকা নাই,আমি কি কম সূদের হারে প্রবাসী 2বছরি লোন নিতে পারব একটু জানাবেন।
পারবেন কিনা তা ১০০% সঠিক বলতে পারবো না। তবে আপনার পূর্বের প্রবাস গমনের ডকুমেন্টস থাকলে এগুলো নিয়ে নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকে যোগাযোগ করে দেখতে পারেন। আশা করি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনার কাঙ্খিত লোন গ্রহন করতে পারবেন।