আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক লোন পাওয়ার পদ্ধতি

গ্রাম ও প্রতিরক্ষা বাহিনীর জীবন যাত্রার মান উন্নয়নে এবং আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ১৯৯৬ সালে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এর যাত্রা শুরু হয়। এই লেখাটিতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক লোন সম্পর্কিত যাবতীয় তথ্য জানানো হবে।

বর্তমানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী কৃষি উৎপাদন ও কৃত্রিম প্রজনন, দুগ্ধ উৎপাদন এবং কৃষি ও পল্লীর ঋণ সহজ বিভিন্ন খাতে লোন প্রদান করে থাকে। বর্তমানে বাংলাদেশের প্রায় সকল জেলায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক লোন নেয়ার পদ্ধতি

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে লোন নেয়ার জন্য প্রথমে আপনার নিকটস্থ ব্যাংক শাখায় যোগাযোগ করে, লোন গ্রহনের ফর্মটি সংগ্রহ করুন। এরপরে প্রয়োজনীয় তথ্যগুলো বসিয়ে, ডকুমেন্টস সংযুক্ত করে ব্যাংক শাখায় জমা দিন।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে লোন গ্রহণের জন্য প্রথমে ব্যাংকের শেয়ার ক্রয় করতে হবে। বর্তমানে এই ব্যাংক ৩৮টি খাতে লোন প্রদান করে। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের লোন সম্পর্কিত বিস্তারিত তথ্য ansar-vdp unnayan bank এর অফিসিয়াল Anusandhan : অনুসন্ধান অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক অ্যাপস

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অ্যাপস ডাউনলোড করার জন্য প্রথমে গুগল প্লেস্টোরে গিয়ে Anusandhan : অনুসন্ধান লিখে সার্চ করুন, অথবা “Anusandhan” এখানে ক্লিক করুন। এই অ্যাপসটি Ansar-VDP Unnayan Bank প্লে-কন্সোল একাউন্ট থেকে পাবলিশ হয়েছে।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক লোন

অ্যাপসটি ইন্সটল করার পরে উপরের ছবির মত ইন্টারফেস পাবেন। অ্যাপসে প্রবেশ করে ব্যাংক পরিচিতি, মিশন ও ভিশন, শেয়ার সংক্রান্ত, ঋণ সেবা, আমানত সেবা, অফিস সমূহ, সাধারণ জিজ্ঞাসা, যোগাযোগ, শেয়ার হটলাইন, সাফল্য গাথা, সর্বশেষ তথ্য, এই ধরনের কিছু অপশন দেখতে পাবেন।

এখান থেকে আপনারা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সম্পর্কে যেকোনো তথ্য জানতে পারবেন। আপনার নিকটস্থ আনসার ভিডিপি অফিস, আনসার ভিডিপি অফিসে যোগাযোগের সকল ঠিকানা, আনসার ভিডিপি ব্যাংকের লোন সেবা সমূহ, মিশন ও ভিশন এবং ব্যাংক পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

খুব সহজে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অফিসিয়াল Anusandhan : অনুসন্ধান অ্যাপস এর সাহায্যে নিত্যনতুন আপডেট ও ব্যাংক সম্পর্কিত যাবতীয় সেবা গ্রহণ করতে পারবেন।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক লোন গ্রহন পদ্ধতি

সংশ্লিষ্ট উপজেলা আনসার ভিডির উন্নয়ন ব্যাংকের কর্মকর্তার নিকট প্লাটুন সনদ গ্রাহনের আবেদন করুন।
নীতিমালা মোতাবেক প্লাটুনভুক্ত করা।
প্লাটুনভুক্ত হয়েছে কিনা তা যাচাই করা।
সংশ্লিষ্ট উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তার প্লাটুন সনদ প্রদান।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার ক্রয় করা।
ব্যাংক থেকে লোন প্রাপ্তির ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ফরম পূরণ করে ব্যাংকে জমা করা।
নির্দিষ্ট সময়ে ব্যাংক থেকে লোনের টাকা সংগ্রহ করা।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক শেয়ার

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার সম্পর্কিত বিজ্ঞপ্তি জানতে প্রথমে ansarvdpbank.portal.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে, শেয়ার সংক্রান্ত মেনু থেকে “শেয়ার বিষয়ক সেবা” মেনুতে ক্লিক করে প্রবেশ করুন।

এরপরে একটি নিচে গিয়ে শেয়ার সম্পর্কিত সর্বশেষ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবে। এখানে পিডিএফ ফাইল আকারে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার সম্পর্কিত সর্বশেষ বিজ্ঞপ্তি দেয়া আছে। এছাড়াও সরাসরি উপজেলা ব্যাংকের শাখায় যোগাযোগ করে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক শেয়ার সম্পর্কে সকল তথ্য জেনে নিতে পারেন।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ঋণ সেবা সমূহ

বর্তমানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সর্বমোট ৩৮টি ঋণ প্রডাক্ট মাঠ পর্যায়ে জারি করেছে। ঋণ সেবা প্রোডাক্টগুলো হলোঃ

  1. ক্ষুদ্র ঋণ
  2. গবাদি পশু পালন ঋণ
  3. বাংলাদেশ ব্যাংকের তাহবিলে কৃষিঋণ মোট ৩০০ কোটি টাকা
  4. বাংলাদেশ ব্যাংকের তাহাবিলে আমার বারি আমার খামার
  5. বাংলাদেশ ব্যাংকের তাহাবিলে ক্ষুদ্র ঋণ ২০০ কোটি টাকা
  6. নারী কর্মসৃজন ঋণ
  7. এসএমই খাতে চলতি মূলধন/ব্যবসায় নগদ ঋণ
  8. হালকা যানবহন ক্রয় ঋণ
  9. একটি বাড়ি একটি খামার সমন্বিত কৃষি ঋণ
  10. পার্সোনাল লোন
  11. কম্পিউটার ঋণ
  12. নগদ ঋণ (ক্যাশ ক্রেডিট)
  13. গ্রামীন পরিবহন (অটোরিকশা/ থ্রি হুইলার) ঋণ
  14. গরু মোটাতাজাকরণ ঋণ
  15. আনসার ভিডিপি প্রণোদনা কৃষি ভিত্তিক প্রকল্প ঋণ
  16. পোল্ট্রি (ব্রয়লার/লেয়ার) ঋণ
  17. অংগীভূত আনসার ঋণ
  18. কৃষি যন্ত্রপাতি ক্রয় ঋণ
  19. সৌর-বিদ্যুৎ স্থাপন ঋণ
  20. আনসার সদস্য মোটরসাইকেল ক্রয় ঋণ
  21. বায়োগ্যাস প্লান্ট স্থাপন ঋণ
  22. আনসার ভিডিপি সদস্য হোম লোন
  23. আনসার অফিসার হোম লোন
  24. প্রবাস গমন ঋণ
  25. কৃষি ও পল্লী ঋণ কর্মসূচি (বাংলাদেশ ব্যাংকের ২০০ কোটি টাকার তাহাবিলে)
  26. Ansar VDP Alo by Solaric (AVAS) প্রকল্প এর মাধ্যমে M-IPS স্থাপন ঋণ
  27. মৎস্য চাষ ঋণ (চিংড়ি ও অন্যান্য মাছ চাষ)
  28. কৃত্রিম প্রজনন ও দুগ্ধ উৎপাদন খাতে পূর্ণঅর্থায়ন স্কীম ঋণ
  29. উত্তরণ ঋণ
  30. হীল আনসার একটি বাড়ি ও একটি খামার সমন্বিত কৃষি ঋণ
  31. ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ও ভিডিপি স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীদের একটি বাড়ি একটি খামার সমন্বিত কৃষি ঋণ
  32. অস্থায়ী ব্যাটালিয়ন আনসারদের একটি বাড়ি এবং একটি খামার সমন্বিত কৃষি ঋণ
  33. স্থায়ী আমানতের বিপরীতে ঋণ
  34. এসডিপিএস হিসাবের স্থিতির বিপরীতে ঋণ
  35. লাখপতি ডিপোজিট স্কিমের বিপরীতে ঋণ
  36. আমানত দ্বিগুন বৃদ্ধি প্রকল্পের বিপরীতে ঋণ
  37. সরকারি আর্থিক সহায়তায় কৃষিভিত্তিক শিল্প ঋণ
  38. ১০০০ কোটি টাকা তাবিলের আওতায় কৃষি ও পল্লী ঋণ

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক আমানত সেবা সমূহ

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সর্বমোট ১৩টি আমানত সেবা চালু রয়েছে। যেগুলো হলোঃ

  1. বঙ্গবন্ধু সঞ্চয়ী আমানত
  2. সঞ্চয়ী আমানত
  3. নারী আমানত
  4. প্রবাস আমানত
  5. গ্রুপ সঞ্চয়ী আমানত
  6. ক্ষুদ্র/বিশেষ সঞ্চয়ী আমানত
  7. চলতি আমানত
  8. স্বল্প মেয়াদী আমানত
  9. স্পেশাল ডিপোজিট পেনশন স্কীম
  10. হজ্জ সহায়ক ডিপোজিট স্কীম
  11. আমানত দ্বিগুন বৃদ্ধি প্রকল্প
  12. স্থায়ী আমানত
  13. লাখপতি ডিপোজিট আমানত

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঋণ সম্পর্কিত তথ্য

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঋণ সম্পর্কিত সকল তথ্য জানার জন্য প্রথমে https://ansarvdpbank.portal.gov.bd/ এই লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। এরপরে একটু নিচে এসে ঋণ সেবা সমূহ মেনু থেকে ঋণ সম্পর্কিত সকল তথ্য দেখতে পাবেন।

বর্তমানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৪ ধরনের ঋণ সেবা চালু আছে।

  • নিজস্ব অর্থায়নের ঋণ সেবা
  • বাংলাদেশ ব্যাংকের অর্থায়নের ঋণ সেবা
  • বিশেষ ঋণ সেবা
  • এসএসই ঋণ সেবা

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সম্পর্কিত যেকোনো তথ্য সম্পর্কে জানার জন্য সরাসরি ansarvdpbank.portal.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন।

FAQs

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ১০০ টাকার শেয়ার?

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১০০ টাকা শেয়ার এবং অন্যান্য সকল শেয়ার সম্পর্কে জানতে ansarvdpbank.portal.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে শেয়ার সংক্রান্ত মেনু থেকে “শেয়ার বিষয়ক সেবা” অপশনে প্রবেশ করুন।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট?

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে যেকোন ব্রাউজারে গিয়ে “আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক” লিখে সার্চ করুন অথবা ansarvdpbank.portal.gov.bd এই লিংকে প্রবেশ করুন।

Similar Posts

3 Comments

  1. md abul kalam azad says:

    আমি আনসার ভি ডি পি সদস্য ,, আমি একটি চোট খামার করতে চাই তাই আমার কিচু টাকা লাগবে, প্রাই ১০০.০০০ টাকা

    1. আপনি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে লোন নিতে পারেন। এজন্য আপনার নিকটস্থ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখায় যোগাযোগ করুন।

  2. ওমর ফারুক says:

    আমি একজন আনসার ভিডিপির সদস্য আমি হোম লোন নিতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *