কৃষি ব্যাংক লোন নেওয়ার নিয়ম ২০২৩

বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং সেবা প্রদান কারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কৃষি ব্যাংক অন্যতম। কৃষি ব্যাংক মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন খাতে ১৮ মাস মেয়াদী লোন প্রদান করে। এই লেখাটিতে কৃষি ব্যাংক লোন নেওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

কৃষি ব্যাংক থেকে লোন প্রদানের মূল উদ্দেশ্য হলো মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী রূপে প্রকাশ করা এবং খাদ্যর স্বয়ং পূর্ণতা অর্জন। চলুন কৃষি ব্যাংক লোন নেওয়ার নিয়ম এবং লোন গ্রহনের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

কৃষি ব্যাংক থেকে লোন নেয়ার নিয়ম

কৃষি ব্যাংক থেকে লোন গ্রহণের জন্য প্রথমে গুগল প্লে-স্টোর থেকে BKB-Janala মোবাইল অ্যাপটি ডাউনলোড করে, Apps-এর মাধ্যমে লোনের জন্য আবেদন করতে পারেন। অথবা সরাসরি নিকটস্থ কৃষি ব্যাংক শাখায় যোগাযোগ করে লোনের জন্য আবেদন করতে পারবেন।

কৃষকদের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে কৃষি ব্যাংক বিভিন্ন খাতে লোন প্রদান করে। বাংলাদেশের কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনপ্রাপ্ত আর্থিক সেবা প্রদানকারী ব্যাংক হল বাংলাদেশ কৃষি ব্যাংক।

এছাড়াও রাজশাহী ও রংপুরের বৃহত্তম শহর গুলোতে কৃষি উন্নয়নের জন্য আরও একটি বিশেষিত ব্যাংক রয়েছে, সেটি হল রাজশাহী উন্নয়ন ব্যাংক লিমিটেড। কৃষি ব্যাংক থেকে সহজে লোন গ্রহণের জন্য নিকটস্থ ব্যাংক শাখায় যোগাযোগ করে ঋণ আবেদন ফরম পূরণ করে লোনের জন্য আবেদন করতে পারেন।

কৃষি ব্যাংক লোন পদ্ধতি

দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে কৃষি ব্যাংকের ভূমিকা অনেক। কৃষি ব্যাংকের নাম শুনলে প্রথমে আমাদের মাথায় আসে কৃষকদের কথা। বর্তমানে বাংলাদেশের প্রায় ৫০টি জেলায় কৃষি ব্যাংকের সেবা চালু আছে।

বর্তমানে কৃষি ব্যাংক থেকে অনেকগুলো উপায়ে লোন গ্রহণ করতে পারবেন। তবে এই লোন ১৮ মাসের মধ্যে পরিশোধ করতে হবে। এছাড়াও এই ব্যাংকটি বিভিন্ন সময়ে বিভিন্ন খাতে কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে ৫ বছর মেয়াদী লোন প্রদান করে।

গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ ব্যাংক লোন মওকুফের আবেদন নতুন নিয়মে।

বাংলাদেশ কৃষি ব্যাংক লোন অ্যাপস

BKB-Janala বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসিয়াল অ্যাপস। এই অ্যাপসের সাহায্যে কৃষি ব্যাংক সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পারবেন এবং লোনের জন্য আবেদন করতে পারবেন।

এই অ্যাপ্লিকেশনটি সরাসরি গুগল প্লে-স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। অথবা “BKB-Janala” এখানে ক্লিক করে বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসিয়াল এপ্লিকেশনটি ডাউনলোড করুন।

কৃষি ব্যাংক লোন নেওয়ার নিয়ম
কৃষি ব্যাংক লোন নেওয়ার নিয়ম

BKB-Janala মোবাইল অ্যাপসের সাহায্যে খুব সহজেই ঘরে বসে কৃষি ব্যাংক লোন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

কৃষি ব্যাংক লোন ইন্টারেস্ট রেট

কৃষি ব্যাংক লোন ইন্টারেস্ট রেট হল শতকরা ৮%। অন্যান্য ব্যাংকের ন্যায় পূর্বে বাংলাদেশ কৃষি ব্যাংকের ইন্টারেস্ট রেট ছিল ৯%, কিন্তু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে ১% ইন্টারেস্ট রেট কমানো হয়।

কোন ব্যাংক থেকে লোন গ্রহণের পূর্বে উক্ত ব্যাংকের ইন্টারেস্ট রেট সম্পর্কে জেনে নেওয়া উত্তম। তাই আপনারা লোন গ্রহনের পূর্বে কৃষি ব্যাংক শাখা থেকে লোন ইন্টারেস্ট রেট সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন।

কৃষি ব্যাংকের সুযোগ সুবিধা

কৃষি ব্যাংক থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে কৃষকরা। এই ব্যাংকটি গরিব ও দারিদ্র কৃষকদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য ক্ষুদ্র ও বড় লোন প্রদান করে। এছাড়াও কৃষকরা কৃষি ব্যাংক থেকে স্বল্প সুদে লোন গ্রহনের পাশাপাশি অনেক ধরনের সুযোগ-সুবিধা পাবে।

কৃষি ব্যাংকের সুযোগ সুবিধা গুলো হলঃ

  • ডিপিএস সেবা।
  • আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য লোন।
  • কৃষি ব্যাংক থেকে শস্য লোন নেয়ার সুযোগ।
  • বিভিন্ন খাতে কৃষকদের জন্য স্বল্প সুদে লোন গ্রহনের সুযোগ।
  • মাছ চাষের জন্য লোন নেয়ার সুযোগ।
  • কৃষি ব্যাংক থেকে প্রাণিসম্পদ খাতে লোন।

কৃষি ব্যাংক লোন কিভাবে পাওয়া যায়

কৃষি ব্যাংক থেকে লোন পাওয়ার জন্য নিকটস্থ ব্যাংক শাখায় যোগাযোগ করে ঋণ আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় শর্তগুলি মেনে লোন গ্রহণ করতে পারবেন। এছাড়াও অনলাইনের মাধ্যমে BKB-Janala অ্যাপসের সাহায্যে লোন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারেন।

কৃষি ব্যাংক থেকে লোন পাওয়ার জন্য প্রথমে আপনাকে এই ব্যাংকে একটি একাউন্ট ক্রিয়েট করতে হবে। কৃষি ব্যাংক থেকে নির্দিষ্ট কয়েকটি খাতে প্রয়োজনীয় শর্তাবলী মেনে ও যোগ্যতা অনুসারে লোন গ্রহণ করতে পারবেন।

চলুন জেনে নেই কৃষি ব্যাংক থেকে লোন গ্রহনের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন এবং কি কি কাগজপত্র প্রয়োজন। এছাড়াও বর্তমানে এই ব্যাংক কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে কি কি খাতে লোন প্রদান করে।

কৃষি ব্যাংক থেকে কি কি খাতে লোন গ্রহণ করা যায়

বর্তমানে বাংলাদেশের কৃষকরা বাংলাদেশ কৃষিব্যাংক থেকে ৫টি খাতে সহজ শর্তে লোন গ্রহণ করতে পারবে।

  1. শস্য ঋণ
  2. মৎস্য ঋণ
  3. লাইভ স্টক ঋণ
  4. কৃষি ও সেচ যন্ত্রপাতি ঋণ
  5. মুজিব বর্ষ ক্রেডিট স্কিম ঋণ

বর্তমানে বাংলাদেশে কৃষি ব্যাংক কি কি খাতে লোন গ্রহণ করে এই সম্পর্কে নিয়মিত আপডেট জানতে বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট (BKB Official) ভিজিট করতে পারেন।

গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক লোন।

কৃষি ব্যাংক থেকে লোন গ্রহণের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন

কৃষি ব্যাংক থেকে লোন গ্রহনের পূর্বে অবশ্যই আপনাকে কিছু ডকুমেন্টস সংগ্রহ করে নিতে হবে। লোনের জন্য আবেদন করার পূর্বে নিচে উল্লেখিত ডকুমেন্টগুলো সংগ্রহ করে নিবেন।

  • কৃষি ব্যাংক একাউন্ট করে নিতে হবে।
  • কৃষি কার্ড প্রয়োজন হবে।
  • আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র।
  • নাগরিক সনদপত্র।
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি।
  • কতটুকু জমি রয়েছে তা প্রমাণের জন্য জমির দলিল।
  • লেটার অফ হাইপোথিকেশন।
  • জমিন দাতা ব্যক্তির ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয় পত্রর কপি।
  • সরকারি নির্দেশনা মোতাবেক ডিপি নোট স্ট্যাম্প।
  • জমিনদাতার প্রদত্ত গ্যারান্টি পত্র।
  • জমির খাজনার প্রমাণপত্র।
  • বিতরণ ব্যবস্থা ও ব্যবস্থাপক।
  • শস্য বন্ধকী দলিল।
  • আগের কোন ব্যাংক ডকুমেন্ট থাকলে সেটি প্রয়োজন।

এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করে কৃষি ব্যাংক শাখায় যোগাযোগ করলে লোনের জন্য আবেদন করতে পারবেন। এর বাহিরে যদি কোন ডকুমেন্টস প্রয়োজন হয় সেক্ষেত্রে তা ব্যাংক কর্মকর্তা আপনাকে জানিয়ে দিবে।

কৃষি ব্যাংক থেকে লোন পাওয়ার শর্তাবলী

  • লোন নেয়ার জন্য নির্দিষ্ট কারণ দেখাতে হবে।
  • লোন নেয়ার ক্ষেত্রে কৃষকরা বেশি সুযোগ-সুবিধা পাবে।
  • লোন গ্রহনকারীকে ক্রেডিট পাসবুক দেওয়া হবে।
  • মোট বার্ষিক ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ ভাগ শস্য নির্ধারিত করা।
  • যেকোনো ফসলের জন্য ঋণ গ্রহণ করেন না কেন, এই ঋণ সকল ফসলের আওতাভুক্ত করা হবে।
  • সুদের ৯ ভাগ ঋণ প্রদান করে।
  • বার্ষিক হিসেবে লোন মঞ্জুর করা হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক সিসি লোন

সিসি লোন বলতে বোঝানো হয় ক্রাশ ক্রেডিট লোনকে। সিসি লোন গ্রহণের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকে সম্পদ জমা রাখতে হবে। সাধারণত এই লোন নেয়ার ক্ষেত্রে লোনের দ্বিগুণ সম্পদ ব্যাংকে জমা রাখতে হয়। বড় এমাউন্টের টাকা লোন গ্রহনের ক্ষেত্রে কৃষকরা সিসি লোন গ্রহণ করে।

মনে করেন আপনি বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা এককালীন লোন গ্রহণ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে ২০ থেকে ২৫ লক্ষ টাকার সম্পদ জমা রাখতে হবে। সাধারণত সিসি লোন গ্রহণের ক্ষেত্রে গৃহীতারা জায়গা-জমির দলিল ও স্বর্ণ জমা রাখে।

বাংলাদেশ কৃষি ব্যাংক সিসি লোনের মেয়াদ সর্বোচ্চ ১ বছর। পরবর্তীতে চাইলে প্রয়োজনের ক্ষেত্রে এই সময় বর্ধিত করতে পারবেন। সিসি লোনের সবথেকে বড় সুযোগ হলো একসাথে বড় এমাউন্টের টাকা ব্যাংক লোন প্রদান করে। সিসি লোনের সুদের হার ৯%

কৃষি ব্যাংক পার্সোনাল লোন

একজন কৃষক ইচ্ছা করলে কৃষি ব্যাংক থেকে পার্সোনাল লোন গ্রহণ করতে পারবে। আমাদের দেশের অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে কৃষি জড়িয়ে আছে। আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষকরা। তাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশে কৃষি পন্য উৎপন্ন হয়।

তাই কৃষি ব্যাংক বাংলাদেশের গরীব ও দারিদ্র্য কৃষকদের জন্য পার্সোনাল লোন সুবিধা চালু করেছে। কৃষি ব্যাংক থেকে লোন গ্রহণের জন্য একজন ব্যক্তিকে কৃষিকাজের সাথে জড়িত থাকতে হবে। ওই ব্যক্তি যদি কোন ধরনের ঋণ খেলাপির সাথে যুক্ত থাকে তাহলে কৃষি ব্যাংক লোন প্রদান করবেনা।

কৃষি ব্যাংকের পার্সোনাল লোনের সুদের হার ৮%। কৃষি ব্যাংক থেকে পার্সোনাল লোন গ্রহনের জন্য আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র এবং কৃষি কার্ড প্রয়োজন হবে। এছাড়াও আবেদনকারীর ও জামানত কারীর পাসপোর্ট সাইজের ছবি এবং জামানত কারীর ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে।

বাংলাদেশ কৃষি ব্যাংক পার্সোনাল লোন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আপনার উপজেলা কৃষি ব্যাংক শাখায় যোগাযোগ করে ব্যাংক কর্মকর্তার সাথে এই বিষয়ে আলোচনা করুন। এবং BKB-Janala অ্যাপস এর সাহায্যে কৃষি ব্যাংক পার্সোনাল লোন সম্পর্কে জানতে পারেন।

কৃষি ব্যাংক ঋণ সুদের হার ২০২৩

বাংলাদেশ কৃষি ব্যাংক ঋণ সুদের হার ২০২৩ সালে ৮% নির্ধারণ করা হয়। কৃষি উৎপাদনকে প্রধান্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী অন্যান্য ঋণের তুলনায় কৃষি ঋণের সুদের হার ১% কম রাখা হয়।

কেননা বর্তমানে ক্রেডিট কার্ড ব্যতীত অন্যান্য সকল ঋণের সুদের হার ৯% রাখা হয়। কৃষকরা বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে কৃষি লোন গ্রহণ করলে ১% কমে ৮% সুদের হারে ঋণ গ্রহণ করতে পারবে।

কৃষি ব্যাংক কি সরকারি

বাংলাদেশ কৃষি ব্যাংক শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক। এই ব্যাংকটি ১৯৭৩ সালে প্রতিষ্টা করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংকের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হলো দেশের দরিদ্র কৃষকদের আর্থিক সহযোগিতা প্রদান ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।

এছাড়াও খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ও দারিদ্র বিমোচনের উদ্দেশ্যে এই ব্যাংকটি কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০৩৮টি শাখা রয়েছে। বর্তমানে কৃষি ব্যাংকের সদর দপ্তর ৮৩-৮৫ মতিঝিল, ঢাকা, বাংলাদেশ অবস্থিত।

প্রিয় পাঠকবৃন্দ, আশা করি কৃষি ব্যাংক লোন নেওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনাদের সুবিধার্থে কৃষি ব্যাংক লোন সম্পর্কিত যাবতীয় তথ্য এই লেখাটিতে উল্লেখ করা হয়েছে।

FAQs

কৃষি ব্যাংক সরকারি না বেসরকারি?

বাংলাদেশ কৃষি ব্যাংক একটি সরকারি ব্যাংক। শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক এটি। কৃষি ব্যাংক ১৯৭৩ সালে প্রতিষ্ঠা করা হয়।

কৃষি ব্যাংক এসএমই লোন?

কৃষি ব্যাংক এসএমই লোন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে BKB-Janala অ্যাপসে ভিজিট করুন। অথবা আপনার নিকটস্থ উপজেলা কৃষি ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

বাংলাদেশ কৃষি ব্যাংক লোন সিস্টেম?

বাংলাদেশ কৃষি ব্যাংকের লোন সিস্টেম হলো কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে ৫টি খাতে লোন প্রদান করে। এই ব্যাংক থেকে সর্বোচ্চ ১৮ মাস মেয়াদী লোন গ্রহণ করতে পারবেন। এছাড়াও কৃষি ব্যাংক বিভিন্ন খাত অনুযায়ী ৫ বছর মেয়াদী লোন প্রদান করে।

Similar Posts

24 Comments

  1. আমি কিছু টাকা লোন নিতে চাই .

    1. কৃষি ব্যাংক থেকে লোন নেয়ার জন্য এখানে দেখানো পদ্ধতি অনুসরণ করুন। এবং আপনার নিকটস্থ কৃষি ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

    2. 01788833904 says:

      আমি কিছু টাকা লোন নিতে চাই

      1. আপনি কৃষি ব্যাংকের শাখায় যোগাযোগ করতে পারেন।

  2. Polok Das says:

    আমি একটি এন.জি.ও তে জব করি। বেতন ২৫০০০+। বেতন কৃষি ব্যাংক শাখাতেই ঢুকে। আমি কি এই ব্যাংক হতে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবো??

    1. হ্যাঁ আপনার বেতনের উপর নির্ভর করে পার্সোনাল লোন পেতে পারেন। এই সম্পর্কে বিস্তারিত জানতে আপনার নিকটস্থ কৃষি ব্যাংক শাখার সাহায্য নিন অথবা তাদের হেল্পলাইনে যোগাযোগ করুন। হেল্প লাইন নাম্বার – 16129

  3. Subrata sarker says:

    আমি এইচ এসসি পাস করে এখন রাইড শেয়ারিং করছি,পাশাপাশি আমার একটি ছোট খাটো ফেন্সিজাতের বুতরের ফার্ম আছে।আমি চাকরি না করে উদ্যোগতা হতে চাই। আমি একটি ছোট খাটো গরুর খামার করতে চাই এবং এ বিষয়ে আমার অভিজ্ঞতা আছে আমি কি কৃষি ব্যাংক লোন পেতে পারি?

    1. কৃষি ব্যাংকের সকল রিকোয়ারমেন্ট পূরণ করলে অবশ্যই লোন পেতে পারেন, আমি সাজেস্ট করবো আপনার নিকটস্থ কৃষি ব্যাংক শাখায় গিয়ে ম্যানেজারের সাথে এ বিষয়ে পরামর্শ করুন।

  4. জিয়াউল হক says:

    আমি কি বাড়ি কারার জায়গা বন্দক রেখে লোন নিতে পার বাড়ি করার জন্য

    1. হ্যাঁ পারবেন, কৃষি ব্যাংকের এই সেবাগুলো সম্পর্কে জানতে আমার মতামত থাকবে আপনার নিকটস্থ কৃষি ব্যাংক শাখায় উপস্থিত হয়ে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে বিস্তারিত জেনে নিবেন।

  5. ছামিরুল হক says:

    আমি ঢাকায় থাকলে দেশে গরু পাইলে আমাকে গরুর উপরে কোন লোন নিতে পারে কিছু চাষাবাদ করে গ্রামের বাড়িতে

    1. হয়তোবা লোনের আবেদন করার পরে ব্যাংক আপনার বন্ধকী মালামালের যাচাই-বাছাই করবে, এক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। তবে আপনি কৃষি ব্যাংকের শাখায় যোগাযোগ করে এই সম্পর্কে সঠিক তথ্য পেতে পারেন।

  6. Md foridl Islam says:

    আমার একটা পারছোনাল লোন লাগবে
    আমি একটা ব্যবসায়ি তা এই লোন টা কিভাবে পেতে পারি

    1. আপনি কৃষি ব্যাংকের শাখায় যোগাযোগ করতে পারেন।

  7. MD hamidur Rahoman says:

    Vai Ara amader lon dabena . Jara koti koti taka Niya pachar korbe trader Dave.

    1. ভাই কৃষি ব্যাংক লোন দেয়। হয়তো বা আপনার শাখার নিয়মটা ভিন্ন হতে পারে।

      1. সর্ণ জামানত রেখে লোন নেয়া যাবে

        1. হ্যাঁ জমানত হিসেবে স্বর্ণ জমা রেখে আপনি লোন নিতে পারবেন। তবে নতুন কোন সিস্টেম চালু করেছে কিনা এ সম্পর্কে আমার জানা নেই। আপনি একটু কষ্ট করে আপনার নিকটস্থ কৃষি ব্যাংক শাখায় যোগাযোগ করে সঠিক তথ্য জেনে নিবেন।

  8. সর্ণ জমা রেখে লোন নেয়া যবে

  9. Ahasanul Haque says:

    আমার পার্সোনাল লোন দরকার আমি চাকরি করি আমার বেতন হচ্ছে।২৭,০০০ হাজার টাকা আমি কতো টাকা লোন নিতে পারবো এবং কতোদিন সময় লাগবে আনুষ্ঠানিক লোন পাস হতে..!?

    1. এই সম্পর্কে সঠিক তথ্য শুধুমাত্র ব্যাংক প্রদান করতে পারবে। আপনি একটু কষ্ট করে আপনার নিকটস্থ কৃষি ব্যাংক শাখায় যোগাযোগ করুন অথবা তাদের হেল্পলাইনে কল করে তথ্য জানতে পারেন।

  10. জাকির হোসেন বাদল says:

    আমি আমার জন্য কিছু লোন নিতে চাই
    আমার গাভির ফারাম আছে
    0196******1

    1. আপনি কৃষি ব্যাংক থেকে লোন গ্রহণ করতে পারবেন।

  11. মো মাইনুল ইসলাম says:

    আমার পিতা পূর্বে কৃষি ব্যংক থেকে কিছু টাকা লোন নিয়েছিল যার সুদ সমেত বর্তমানে প্রায় ২২ হাজার টাকা হয়েছে। আমি উক্ত লোনের অর্থ পরিশোধ করে নতুন লোন নিতে চাই। এখন করনীয় কি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *