আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক অ্যাপস

১৯৯৬ সালে আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের যাত্রা শুরু হয়। তথ্যপ্রযুক্তির ছোয়ায় বর্তমানে এই ব্যাংকের যাবতীয় ব্যাংকিং কার্যক্রম আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক অ্যাপস এর মাধ্যমে সম্পাদন করা সম্ভব।

বর্তমানে বাংলাদেশের প্রায় সকল জেলায় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। এই ব্যাংকটি বিভিন্ন সময়ে দুধ উৎপাদন, কৃষি উৎপাদন, কৃত্রিম প্রজনন ও সহজ পল্লীঋণ সহ বিভিন্ন খাতে ঋণ প্রদান করে। এই লেখাটিতে আমরা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক অ্যাপস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক অ্যাপস ডাউনলোড

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অ্যাপস গুলো হল Ansar & VDP URP ও Anusandhan : অনুসন্ধান। Ansar & VDP URP অ্যাপসের সাহায্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং Anusandhan অ্যাপসের সাহায্যে এই ব্যাংক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

গুগল প্লে-স্টোরে এই অ্যাপস দুটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। Ansar & VDP URP অ্যাপটি গুগল প্লে-স্টোরে shurjoMukhi Limited অথর থেকে পাবলিশ করা হয়েছে এবং Anusandhan : অনুসন্ধান অ্যাপসটি Ansar-VDP Unnayan Bank অথর থেকে প্লে-স্টোরে পাবলিশ করা হয়েছে।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের এই অ্যাপস দুটির সম্পূর্ণ কার্যক্রম এবং কিভাবে এই অ্যাপস দুটি ডাউনলোড করবেন এই সম্পর্কে বিস্তারিত নিচে বর্ণনা করা হলো।

গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক লোন পাওয়ার পদ্ধতি।

১.Ansar & VDP URP

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের Ansar & VDP URP এই অ্যাপসটি দ্বারা শুধুমাত্র এভিইউআরপি রেজিস্টারকৃত ব্যবহারকারীরা যাবতীয় ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। গুগল প্লে-স্টোর থেকে এই অ্যাপসটি ফ্রিতে ডাউনলোড করা যাবে।

অথবা “Ansar & VDP URP” এখানে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করুন। এখন পর্যন্ত গুগল প্লে-স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করা হয়েছে ৫০০+ বার। এই এন্ট্রি সিস্টেম অ্যাপ্লিকেশন এর সাহায্যে শিক্ষাগত যোগ্যতা সহ আনসারদের যাবতীয় তথ্য সংগৃহীত থাকে।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক অ্যাপস

প্রথমে এপ্লিকেশনটি ডাউনলোড করে, ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড বসিয়ে “প্রবেশ করান” বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট লগইন করে নিন। উপরের ছবিটি দেখে সম্পূর্ণ নির্দেশনা সম্পর্কে জানুন।

২.Anusandhan : অনুসন্ধান

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের Anusandhan অ্যাপসের মাধ্যমে ব্যাংক সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন। অ্যাপসটি ডাউনলোড করার জন্য সরাসরি গুগল প্লে-স্টোরে গিয়ে সার্চ করুন Anusandhan লিখে অথবা “Anusandhan” এখানে ক্লিক করুন।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক লোন

ডাউনলোড সম্পূর্ণ হলে ইনস্টল করে অ্যাপসে প্রবেশ করুন। এখানে কোন ধরনের লগইন ছাড়াই আপনারা সকল সেবা উপভোগ করতে পারবেন। Anusandhan অ্যাপস থেকে যে সকল সেবা উপভোগ করতে পারবেনঃ

  • ব্যাংক পরিচিতি
  • মিশন ও ভিশন
  • শেয়ার সংক্রান্ত
  • ঋণ সেবা
  • আমানত সেবা
  • অফিস সমূহ
  • সাধারণ জিজ্ঞাসা
  • যোগাযোগ
  • শেয়ার হটলাইন
  • সাফল্য গাথা
  • সর্বশেষ তথ্য

Anusandhan অ্যাপসটি ব্যবহার করে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের যাবতীয় সকল সেবার তথ্য জানতে পারবেন। ব্যাংকের সম্পূর্ণ পরিচিতি সহ, বর্তমানে কি কি ঋণ সেবা চালু আছে, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অফিস সমূহ, ব্যাংকে যোগাযোগের ঠিকানা ও এই ব্যাংকের শেয়ার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ ব্যাংক লোন মওকুফের আবেদন।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ১০০ টাকার শেয়ার

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১০০ টাকার শেয়ার ক্রয়ের জন্য কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। বর্তমানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিশোধিত মূলধনের ৪০০ কোটি টাকার মধ্যে গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও আনসারদের অংশ ৩০০ কোটি টাকা।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার ক্রয়ের জন্য যে সকল পদ্ধতি গুলো অনুসরণ করতে হবে তা হলোঃ

  • শেয়ার আবেদন প্রাপ্তি ফরম পূরণ।
  • শেয়ার ক্রয়ের যোগ্যতা ও পরিমাপ।
  • শেয়ারের লাভংশ প্রদান।
  • অনলাইন শেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার ক্রয়ের ক্ষেত্রে এইগুলো প্রয়োজন। শেয়ার সম্পর্কে বিস্তারিত জানতে Anusandhan অ্যাপসে প্রবেশ করে “শেয়ার সংক্রান্ত” মেনুতে প্রবেশ করুন। এখানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে।

FAQs

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক লোন?

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে লোন গ্রহনের জন্য নিকটস্থ ব্যাংক শাখা থেকে লোন ফরম সংগ্রহ করে পূরণ করে, প্রয়োজনীয় কাগজপত্র সহ উক্ত শাখায় জমা করুন। এই ব্যাংক থেকে লোন গ্রহনের পূর্বে ব্যাংকের শেয়ার ক্রয় করতে হবে।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক হেল্পলাইন?

আনসার ভিডিপি ব্যাংক সম্পর্কে যেকোনো তথ্য জানার জন্য কল করুন 01312445508 এবং 01312556609 এই নাম্বারে।

Similar Posts

2 Comments

  1. মোঃ সালাহ উদ্দিন says:

    আমি ইউনিয়ন দলনেতা, ভাতা থেকে যে শেয়ারের টাকা কর্তন করা হয়েছে তার কোনো রেজিষ্ট্রেশন নাম্বার পাইনি। পিন নাম্বার ও দেওয়া হয়নি। সেগুলো কিভাবে পেতে পারি জানালে কৃতজ্ঞ থাকিব।

    1. এই সম্পর্কে সঠিক তথ্য আমাদের জানা নেই, তবে আপনি আপনার উপর মহলের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আপনি কোন তথ্য পেলে আমাদের জানাতে পারেন, এই সম্পর্কে আমরা একটি আর্টিকেল পাবলিশ করে অন্যকে সহযোগিতা করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *