নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম
বর্তমানে স্কুল ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা নগদের মাধ্যমে সেন্ড করা হয়। এই লেখাটিতে জানানো হবে নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম ও কিভাবে টাকা উঠাবেন সেই সম্পর্কে।
বাংলাদেশ ডাক বিভাগের একটি মোবাইল ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। নগদ একাউন্টের মাধ্যমে গ্রাহকরা দেশের যেকোনো প্রান্ত থেকে টাকা জমা, উত্তোলন, মোবাইল রিচার্জ, বিল পে, সেন্ড মানি ও পণ্য ক্রয় বিক্রয় করতে পারবেন।
এছাড়াও বর্তমানে উপবৃত্তির টাকা নগদ একাউন্ট এর মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্টফোনে পাঠানো হয়। আপনার স্মার্টফোনে উপবৃত্তির টাকা আসছে কিনা, এটা জানার জন্য নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম সম্পর্কে জানতে হবে।
নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম
সাধারণত ২টি পদ্ধতি অবলম্বন করে আপনারা নগদে উপবৃত্তি টাকা দেখতে পারবেন। ১: নগদ Apps ব্যবহার করে ২: USSD কোড ডায়াল করে।
নগদে উপবৃত্তি টাকা দেখার জন্য প্রথমে আপনাকে নগদ একাউন্টের ব্যালেন্স যাচাই করতে হবে। এছাড়াও আপনার ফোনের SMS বক্স চেক করতে পারেন। যদি আপনার মোবাইল ফোনে উপবৃত্তির কোন এসএমএস না আসে তাহলে নগদ একাউন্ট যাচাই করবেন।
আপনার সুবিধামতন উপরের যেকোন একটি পদ্ধতি ব্যবহার করে আপনার নগদ একাউন্টের ব্যালেন্স যাচাই করতে পারবেন।
নগদ অ্যাপ ব্যবহার করে ব্যালেন্স যাচাই
নগদ অ্যাপ ব্যবহার করে উপবৃত্তির টাকা দেখার জন্য, প্রথমে Google PlayStor থেকে NAGAD অ্যাপসটি ডাউনলোড করে আপনাদের অ্যাকাউন্ট লগইন করে নিবেন। এরপরে অ্যাপসে প্রবেশ করে “ব্যালেন্স জানতে ট্যাপ করুন” এখানে ক্লিক করুন।
নগদ অ্যাপস ব্যবহার করে উপবৃত্তির টাকা এবং অন্যান্য সকল লেনদেনের টাকা/ ব্যালেন্স যাচাই করা অনেক সহজ। কিভাবে নগদ অ্যাপ ব্যবহার করে এগুলো যাচাই করবেন চলুন সম্পূর্ণ পদ্ধতি জেনে নেই।
ধাপ ১ঃ নগদ অ্যাপস ডাউনলোড
নগদ অ্যাপস ডাউনলোড করার জন্য প্রথমে গুগল প্লে-স্টোরে গিয়ে সার্চ করুন NAGAD, অথবা “Nagad App” এখানে ক্লিক করে সরাসরি নগদ অ্যাপসটি ডাউনলোড করুন। গুগল প্লে-স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে নগদ অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন।
ধাপ ২ঃ নগদ অ্যাপসে লগইন
নগদ অ্যাপস ডাউনলোড করে, অ্যাপসটি ওপেন করে আপনার নগদ মোবাইল নাম্বার দিয়ে (যেই নাম্বারে নগদ একাউন্ট করা) এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টটি লগইন করে নিবেন। নগদ অ্যাপসে আপনার অ্যাকাউন্ট লগইন করার জন্য নগদ সিমটি মোবাইলে চালু থাকতে হবে। প্রথমবার লগইন এর সময় NAGAD থেকে ৬ ডিজিটের OTP কোড পাঠিয়ে ভেরিফিকেশন করা হয়।
ধাপ ৩ঃ নগদ একাউন্টের ব্যালেন্স যাচাই
আমরা পূর্বেই জেনেছি উপবৃত্তির টাকা দেখার জন্য নগদ একাউন্টের ব্যালেন্স যাচাই করতে হবে। নগদ একাউন্টের ব্যালেন্স যাচাই করার জন্য Nagad অ্যাপসে প্রবেশ করে অ্যাকাউন্ট নাম্বার ও PIN দিয়ে লগইন করুন।
উপরে দেখানো নির্দেশনা অনুসরণ করুন, নগদ অ্যাপসে প্রবেশ করে “ব্যালেন্স জানতে ট্যাপ করুন” এখানে ক্লিক করুন। এরপরে আপনাদের নগদ একাউন্টে থাকা ব্যালেন্স দেখতে পারবেন। যদি আপনার উপবৃত্তির টাকা আসে, তাহলে টাকাগুলো ব্যালেন্সে যোগ হবে।
ধাপ ৪ঃ লেনদেনের স্টেটমেন্ট সম্পর্কে জানা
আপনার নগদ একাউন্টে উপবৃত্তির টাকা আসছে কিনা এটা জানার অন্যতম একটি মাধ্যম হলো নগদ অ্যাপস এর মাধ্যমে লেনদেনের সকল স্টেটমেন্ট চেক করা। স্টেটমেন্ট চেক করার ফলে আপনার অ্যাকাউন্টের লেনদেনের যাবতীয় তথ্য দেখতে পারবেন।
উপরের নির্দেশনা অনুসরণ করে নগদ অ্যাপসে প্রবেশ করার পরে নিচে থাকা “লেনদেন” বাটনে ক্লিক করুন। এরপরে আপনারা চলতি মাসের নগদ একাউন্টের যাবতীয় লেনদেনের হিসাব দেখতে পারবেন। যদি আপনার একাউন্টে উপবৃত্তির টাকা আসে তাহলে, এখানে দেখতে পারবেন।
ইউএসএসডি কোড ডায়াল করে নগদ ব্যালেন্স যাচাই
নগদ একাউন্টের ব্যালেন্স যাচাই করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *167#, এরপরে My Nagad-এ প্রবেশ করে Balance enquiry থেকে, একাউন্টের পিন নাম্বার প্রবেশ করিয়ে ব্যালেন্স যাচাই করতে পারবেন।
ব্যালেন্স যাচাই এর সম্পূর্ণ প্রক্রিয়াঃ
প্রথমে নিচের ছবিটি লক্ষ্য করুন
- ফোনের ডায়াল অপশনে গিয়ে লিখুন *167#, এরপরে নগদ সিম থেকে কল করুন।
- এরপরে ব্যালেন্স যাচাইয়ের জন্য (7) ডায়াল করে My Nagad-এ প্রবেশ করান।
- ব্যালেন্স যাচাইয়ের জন্য Balance enquiry (1) ডায়াল করে Send এ ক্লিক করুন।
- এরপরে নগদ একাউন্টের ৪ ডিজিটের PIN নাম্বারটি লিখে Send এ ক্লিক করুন।
- অবশেষে আপনার নগদ একাউন্টের সম্পূর্ণ ব্যালেন্স দেখা যাবে।
উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই আপনার নগদ একাউন্টের ব্যালেন্স যাচাই করতে পারবেন, এবং নগদ একাউন্টের ব্যালেন্সে যাচাই করলে উপবৃত্তি টাকা দেখতে পাবেন।
গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ বিকাশ সিম হারিয়ে গেলে করণীয়।
উপবৃত্তির টাকা নগদ থেকে কিভাবে তুলবো
নগদ একাউন্ট থেকে উপবৃত্তির টাকা তোলার জন্য *167# ডায়াল করে Cash Out (1) ডায়াল করুন। এরপরে Agent number বসিয়ে Amount of taka বসিয়ে দিয়ে PIN লিখে Send করুন।
পদ্ধতিঃ
- *167# ডায়াল করুন।
- এরপরে Cash Out করতে (1) লিখে সেন্ড করুন।
- উদ্যোক্তার একাউন্ট নাম্বার বসিয়ে দিন।
- ক্যাশ আউটের টাকার পরিমাণ লিখুন।
- নগদ একাউন্টের পিন নাম্বার বসিয়ে দিন।
- এরপরে সেন্ড অপশনে ক্লিক করুন।
অথবা সরাসরি নগদ অ্যাপসে প্রবেশ করে “ক্যাশ আউট” বাটনে ক্লিক করে, উদ্যোক্তা মোবাইল নাম্বার বসিয়ে Amount of taka বসিয়ে দিন। তারপরে আপনার পিন নাম্বার বসিয়ে ট্যাপ করে ধরে রাখুন। ৫-১০ সেকেন্ডের মধ্যে আপনার ক্যাশ আউট সম্পূর্ণ হবে।
পদ্ধতিঃ
- My Nagad অ্যাপসে প্রবেশ করে আপনার একাউন্টের পিন নাম্বার দিয়ে লগইন করুন।
- এরপরে “ক্যাশ আউট” অপশনে প্রবেশ করুন।
- উদ্যোক্তার মোবাইল নাম্বার বসিয়ে দিন অথবা QR স্ক্যান করুন।
- কতটাকা ক্যাশ আউট করতে চান সেটা নির্ধারণ করুন।
- এরপরে আপনাদের নগদ একাউন্টের পিন নাম্বার বসিয়ে দিন।
আমাদের শেষ কথা
প্রিয় পাঠকবৃন্দ, নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত উপরে আলোচনা করা হয়েছে। আমার কাছে তুলনামূলকভাবে USSD কোড ডায়াল করে ব্যালেন্স যাচাই করার থেকে Nagad অ্যাপের মাধ্যমে ব্যালেন্স যাচাই করার পদ্ধতি সহজ মনে হয়েছে।
তবে নগদ অ্যাপস ব্যবহার করার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন ব্যতীত নগদ একাউন্টের টাকা যাচাই অথবা নগদ উপবৃত্তির টাকা দেখার জন্য USSD কোড (*167#) ব্যবহার করতে পারেন।
FAQs
নগদ একাউন্ট চেক কোড হল *167#, আপনার মোবাইল ফোনের ডায়াল অপশনে এই কোডটি ডায়াল করে Nagad এর সকল সেবা গ্রহণ করতে পারবেন।
প্রতি ১০০০ টাকায় নগদের ক্যাশ আউট চার্জ মাত্র ভ্যাটসহ ১৪.৯৪ টাকা। এতকম চার্জে শুধুমাত্র নগদ ক্যাশ অফার করে।