বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম দেখুন
বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম হলো প্রথমে ডায়াল অপশনে গিয়ে *১৬৭# চাপুন। এরপরে ৪ ডিজিটাল একটি নতুন PIN সেট করে, পুনরায় পিন নাম্বারটি প্রদান করে কনফার্ম করুন। কিছু সময়ের মধ্যে আপনার নগদ একাউন্ট রেজিস্টরের এসএমএস চলে আসবে।
বর্তমানে খুব সহজেই এনআইডি কার্ড ছাড়া বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খুলতে পারবেন। বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক অর্থ আদান-প্রদান ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে থার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড কর্তৃক পরিচালিত এটি।
নগদের মাধ্যমে খুব সহজেই একই স্থান থেকে অন্য স্থানে টাকা আদান-প্রদান করতে পারব। এছাড়াও নগদ ব্যবহার করে ক্যাশ আউট সুবিধা, মোবাইল রিচার্জ, বিল পে, পেমেন্ট, সেন্ড মানি, অ্যাড মানি, ইন্সুরেন্স, ডোনেশন ও যাকাত ক্যালকুলেটর সহ আরো অনেক সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবো।
এই লেখাটিতে আলোচনা করা হবে বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। আমরা অনেকেই বাটন ফোন ব্যবহার করি, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলতে আমাদের নগদ একাউন্ট প্রয়োজন। চলুন দেখে নেই বাটন মোবাইল থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম।
বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম
NID কার্ড ব্যতীত বাটন মোবাইল থেকে নগদ একাউন্ট খোলার জন্য প্রথমে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন নগদের USSD কোড *167#, এরপরে আপনাদের একটি নতুন ধাপে নিয়ে আসা হবে এখান থেকে ৪ ডিজিটের PIN সেট করতে হবে।
Set 4-Digit PIN: ধাপে একটি স্ট্রং ৪ ডিজিটের পিন সেট করে দিবেন। তবে (1111,2222,1122,1234,1233,0000,8888,5555,9999,3333) এই ধরনের পিন দিবেন না। ৪ ডিজিটের পিন সেট করে “Send” বাটনে ক্লিক করুন। এরপরে পুনরায় ওই পিন নাম্বারটি বসিয়ে “Send” বাটনে ক্লিক করে New PIN Confirm করুন।
পিন নাম্বার সেট করার পরে আপনাদের অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হয়েছে। কিছু সময়ের মধ্যে আপনাদের মোবাইল নাম্বারে নগদ থেকে মেসেজ পাঠানো হবে। এখান থেকে আপনারা চাইলে বের হয়ে যেতে পারেন অথবা 0. Main Menu-তে প্রবেশ করতে (0) চাপুন।
এরপরে আপনাদের সামনে নগদের যাবতীয় ট্রানজেকশন পেজ চলে আসবে। এখান থেকে নগদ একাউন্ট এর সকল সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। অথবা Cancel বাটনে ক্লিক করে বের হয়ে যেতে পারেন।
নগদ’ KYC সাবমিশন করার নিয়ম
অনেক সময় ইউএসএসডি কোড (*167#) ডায়াল করে নগদ একাউন্ট খোলার পরে আমাদের অ্যাকাউন্ট থেকে কোন ধরনের লেনদেন করা সম্ভব হয় না। এর কারণ হলো হয়তো ওই এনআইডি কার্ড দিয়ে পূর্বে কোন নগদ একাউন্ট খোলা আছে।
অথবা সঠিকভাবে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো জমা হয়নি। আপনারা চাইলে খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারেন। এই সমস্যার সমাধান হলো নগদ’ KYC রি-সাবমিশন করতে হবে, তথা আপনার আইডি কার্ড পুনরায় জমা দিতে হবে।
আরো জানতে পারেনঃ বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম
এই কাজটি করার জন্য নগদ অ্যাপস ব্যবহার করতে পারেন অথবা সরাসরি নগদ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। নগদ অ্যাপস ব্যবহার করে KYC রি-সাবমিশন করার পদ্ধতি নিচে আলোচনা করা হলো।
KYC রি-সাবমিশন করার পদ্ধতিঃ
- প্রথমে গুগল প্লে-স্টোর থেকে নগদ অ্যাপস ডাউনলোড করুন, অথবা “NAGAD” এখানে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করুন।
- এরপরে নগদ অ্যাপস এ আপনাদের নগদ একাউন্টের নাম্বার ও পিন নাম্বার দিয়ে লগইন করুন।
- নগদ অ্যাপসে প্রবেশ করে My Nagad/আমার নগদ অপশনে প্রবেশ করুন।
- তারপরে “কেওয়াইসি পুনরায় জমা দিন” অপশনে প্রবেশ করুন।
- এরপরে স্পষ্টভাবে আপনাদের NID কার্ডের সামনের দিক ও পিছনের দিকের ছবি তুলে “Next” বাটনে ক্লিক করুন।
- অটোমেটিক ভাবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।
- এরপরে অন্যান্য তথ্যগুলো প্রদান করুন। যেমন: লিঙ্গ, লেনদেনের উদ্দেশ্য, পেশা, মুনাফা গৃহিতা অ্যাকাউন্ট। এই তথ্যগুলো প্রদান করে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।
- তারপরে আপনাদের ছবি তুলে সাবমিট করতে হবে, ছবি তোলার জন্য “পরবর্তী ধাপ” বাটনে ক্লিক করুন।
- অটোমেটিক ভাবে আপনাদের ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে। সংক্রিয় আলোতে, স্পষ্টভাবে নিজের ছবি তুলে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।
- এরপরে নগদের শর্তাবলী গুলো পড়ে “আমি নগদ এর শর্তাবলির সাথে একমত” টিক মার্ক করে নিচের স্ক্রিনে আপনার স্বাক্ষর প্রদান করে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।
- এরপরে আপনার দেওয়া সকল তথ্যগুলো দেখাবে। সব তথ্য ঠিক থাকলে “সাবমিট/পরবর্তী” বাটনে ক্লিক করে আপনার KYC পুনরায় জমা দিন।
নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার নিয়ম
নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য Nagad আপসে প্রবেশ করে “ব্যালেন্স জানতে ট্যাপ করুন” এখানে ক্লিক করুন। অথবা *167# ডায়াল করে 7. My Nagad-এ প্রবেশ করুন। এরপরে 1. Balance enquiry সিলেক্ট করে PIN নাম্বার বসিয়ে Send বাটনে ক্লিক করুন।
প্রক্রিয়াঃ ডায়াল *167#>>7. My Nagad>>1. Balance enquiry>>PIN>>Send
বর্তমানে নগদ অ্যাপস এর সাহায্যে খুব সহজেই আপনার একাউন্টের ব্যালেন্স যাচাই করতে পারেন। নগদ অ্যাপস ডাউনলোড করতে গুগল প্লে-স্টোরে গিয়ে Nagad লিখে সার্চ করুন।
নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম
নগদে উপবৃত্তির টাকা দেখার জন্য আপনার নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে হবে। আমরা পূর্বেই নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার পদ্ধতি সম্পর্কে জানিয়েছি। উক্ত পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই এন্ড্রয়েড ফোন এবং বাটন মোবাইল ফোন থেকে নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারেন।
নগদ একাউন্টের ব্যালেন্স দেখার জন্য প্রথমে আপনার ফোন থেকে ডায়াল করুন *167# এরপরে My Nagad (7) সিলেক্ট করে Balance enquiry (1) সিলেক্ট করুন। এরপরে ৪ ডিজিটের PIN প্রদান করে Send বাটনে ক্লিক করুন। অথবা নগদ অ্যাপস ব্যবহার করে ব্যালেন্স যাচাই করুন।
নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন করার নিয়ম
Nagad একাউন্টের মালিকানা পরিবর্তন করার জন্য বর্তমান মালিক এবং যাকে মালিক করতে চান, উভয়কে নিয়ে নিকটস্থ নগদ কাস্টমার কেয়ারে উপস্থিত হতে হবে। এরপরে কিছু ডকুমেন্টস সাবমিট করে নগদ একাউন্ট এর মালিকানা পরিবর্তন করতে পারবেন।
বর্তমান মালিক ব্যতীত কখনোই নগদ একাউন্ট এর মালিকানা পরিবর্তন করা যাবে না। বর্তমান মালিককে উপস্থিত হয়ে তার স্বাক্ষর ও এনআইডি কার্ডের তথ্য প্রদান করে নতুন মালিক নির্বাচন করতে হবে।
আরো জানতে পারেনঃ সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার সহজ পদ্ধতি
নগদ একাউন্ট এর মালিকানা পরিবর্তন করতে যে সকল ডকুমেন্টস প্রয়োজনঃ
- বর্তমান মালিকের ভোটার আইডি কার্ডের কপি।
- নতুন মালিকের ভোটার আইডি কার্ডের কপি।
- নতুন মালিকের সম্প্রীতি তোলা পাসপোর্ট সাইজের ১ কপি ছবি।
- বর্তমান মালিককে উপস্থিত হতে হবে।
- এবং বর্তমান মালিকের এক কপি ছবি প্রয়োজন হবে।
এই ডকুমেন্টসগুলো নিয়ে বর্তমান মালিকসহ নগদ কাস্টমার কেয়ারে উপস্থিত হয়ে আপনার নগদ একাউন্ট এর মালিকানা পরিবর্তন করতে পারবেন।
নগদ একাউন্ট এর সুযোগ সুবিধা সমূহ
নগদ একাউন্ট থেকে যে সকল সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন সেগুলো হলোঃ
- সেন্ড মানি একদম ফ্রি
- সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ
- ফ্রি মোবাইল রিচার্জ সুবিধা
- নগদ ইসলামিক মোবাইল ব্যাংকিং সুবিধা
- পেমেন্ট করার সুযোগ
- যাকাত ক্যালকুলেটর
- ডোনেশন করার সুযোগ
- যেকোনো ধরনের বিল পে করার সুযোগ
- ব্যাংক এবং কার্ড থেকে নগদ একাউন্টে ব্যালেন্স এড করার সুযোগ
- ব্যাংক এবং কার্ডে নগদ একাউন্ট থেকে ট্রান্সফার মানি করার সুযোগ
- লোন দেয়ার সুযোগ
- এছাড়াও আছে নগদ মেলা
- টিকিট ক্রয়ের সুযোগ
- টোল ফি প্রদানের সুযোগ
- মার্চেন্ট পে
- ইএমআই পেমেন্ট
- মোবাইল নাম্বার গোপন রেখে ভার্চুয়াল কার্ড নাম্বার দিয়ে লেনদেনের সুযোগ
এছাড়াও বর্তমানে নগদ একাউন্টের সাহায্যে ব্যবহারকারীরা আরও অনেক ধরনের সুবিধা উপভোগ করতে পারবে।
FAQs
নগদ একাউন্টের PIN ভুলে গেলে 16167 নগদ কাস্টমার কেয়ারের নাম্বারে কল করুন। এরপরে তারা মালিকানা যাচাইয়ের জন্য কিছু তথ্য জানতে চাবে, তথ্যগুলো সঠিকভাবে প্রদান করুন। অথবা নিকটস্থ নগদ কাস্টমার কেয়ারে উপস্থিত হয়ে নগদ একাউন্টের পিন নাম্বার জানতে পারেন।
*167# হলো নগদের ইউএসএসডি ডায়াল কোড। এই কোড ডায়াল করে খুব সহজেই নগদ একাউন্ট এর যাবতীয় সকল সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।