ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও সম্পূর্ণ পদ্ধতি
বাংলাদেশের সবথেকে বড় শরিয়াহ মোতাবেক পরিচালিত ব্যাংক হল বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি। এই লেখাটিতে আমরা ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে বর্তমানে আমরা ঘরে বসেই ইসলামী ব্যাংক একাউন্ট তৈরি করতে পারি। নতুন ব্যাংক একাউন্ট তৈরি করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। আশাকরি এই লেখাটি থেকে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার সম্পূর্ণ পদ্ধতি জানতে পারবেন।
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য CellFin অ্যাপসটিতে প্রবেশ করে Open A/C অপশনে প্রবেশ করুন। এরপরে আপনার সেলফিন একাউন্টের ৬ ডিজিটের পিন নাম্বার বসিয়ে দিন। এরপরে Branch ও Personal information সেট করুন।
তারপরে Select account type থেকে আপনাদের ইসলামী ব্যাংক একাউন্টের ধরন নির্বাচন করুন ও নমিনির সকল ইনফরমেশন প্রদান করুন। উপরের তথ্যগুলো পুনরায় চেক করে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার Islami Bank account চালু হয়ে যাবে।
অনলাইন থেকে ইসলামী ব্যাংক একাউন্ট খুললে আপনি কোন ধরনের চেক এবং কার্ড পাবেন না, এগুলো নিতে আপনার NID কার্ড নিয়ে, নির্দিষ্ট ব্যাংক ব্রাঞ্চে যোগাযোগ করে টাকা ডিপোজিট করুন এবং চেকবুক ও কার্ডের জন্য আবেদন করুন।
সংক্ষিপ্ত আকারে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবার চলুন ছবিসহ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও ইসলামী ব্যাংকের একাউন্টের ধরন সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
ইসলামী ব্যাংক একাউন্ট কত প্রকার
বর্তমানে ইসলামী ব্যাংকে ৩ ধরনের একাউন্ট তৈরি করা যায়।
- স্টুডেন্ট একাউন্ট (Student account)
- সেভিংস একাউন্ট (Savings account)
- কারেন্ট একাউন্ট (Current account)
সাধারণত বর্তমানে ইসলামী ব্যাংকে এই ৩ ক্যাটাগরিতে একাউন্ট তৈরি করতে পারবেন। ঘরে বসে মোবাইলে CellFin অ্যাপস ব্যবহার করে সবগুলো ক্যাটাগরিতে ইসলামী ব্যাংক একাউন্ট তৈরি করতে পারবেন।
ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে
- আবেদনকারীর ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ও অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন সনদের কপি।
- আবেদনকারীর সদ্য তোলা ২ কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের।
- নমিনির জাতীয় পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সনদের কপি।
- নমিনির সদ্য তোলা ১/২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- প্রয়োজনের ক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাইসেন্স / ই-টিন সার্টিফিকেট।
- অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গার্ডিয়ানের তথ্য প্রয়োজন হবে।
- বিশেষ ক্ষেত্রে নাগরিক সনদপত্র প্রয়োজন হতে পারে।
- একাউন্ট তৈরি করার পরে ন্যূনতম ডিপোজিট ফি।
ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে
ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা ন্যূনতম ডিপোজিট ফি প্রদান করতে হয়। এখান থেকে ৫০০ টাকা কখনো উত্তোলন করতে পারবেন না। এছাড়াও মাত্র ১০০ টাকায় ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট তৈরি করতে পারবেন।
সেলফিনের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
প্রথমে গুগল প্লেস্টোর থেকে CellFin মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবেন। এরপরে সেলফিন একাউন্ট খোলার নিয়ম এই লেখাটি দেখে, একটি সেলফিন একাউন্ট তৈরি করে নিবেন। সেলফিন একাউন্ট ব্যতীত ইসলামী ব্যাংকে একাউন্ট তৈরি করতে পারবেন না।
উপরে উল্লেখিত লেখাটিতে সেলফিন একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এবং প্রয়োজনীয় ধাপ গুলো ছবি দিয়ে বুঝানো হয়েছে। সেলফিন একাউন্ট করার পরে নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করুন।
স্টেপ ১ঃ সেলফিন অ্যাপসে প্রবেশ করুন
সঠিক ইনফরমেশন দিয়ে সেলফিন একাউন্ট তৈরি করার পরে পুনরায় সেলফিন অ্যাপসে প্রবেশ করুন। এরপরে Open A/C অপশনে প্রবেশ করুন। নিচের ছবিতে মার্ক করে দেখিয়ে দেওয়া আছে।
Open A/C অপশনে প্রবেশ করার পরে, আপনাদের সেলফিন একাউন্টের পিন নাম্বার প্রদান করতে হবে। একাউন্ট তৈরির সময় যেই পিন নাম্বার সেট করেছিলেন সেটি প্রদান করুন। তারপরে SUBMIT বাটনে ক্লিক করুন।
স্টেপ ২ঃ ব্রাঞ্চ ও পার্সোনাল ইনফরমেশন প্রদান করুন
এই ধাপে প্রথমে আপনার ব্যাংক ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। তথা আপনি যেই ব্রাঞ্চের আওতায় ইসলামী ব্যাংক একাউন্ট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। এরপরে যথাক্রমে আপনার –
- পিতার নাম
- মাতার নাম
- বৈবাহিক অবস্থান
- মাসিক ইনকাম
- ইনকামের মাধ্যম ও প্রফেশন
- লোকেশন (বাসা/ফ্লাট/রোড)
- আপনার থানা ও জেলা
- পোস্ট কোড
যথাযথভাবে বসিয়ে দিবেন। তারপরে পুনরায় উপরের তথ্যগুলো ভালোভাবে চেক করে NEXT বাটনে ক্লিক করুন। উপরের তথ্যগুলো অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী বসাতে হবে।
Next বাটনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করতে হবে। এরপরে আপনারা উপরে যেই তথ্যগুলো দিয়েছেন, সেগুলো পুনরায় আপনার সামনে দেখানো হবে। সবকিছু ঠিক থাকলে Confirm বাটনে ক্লিক করুন।
স্টেপ ৩ঃ একাউন্টের ধরন নির্বাচন করুন
এই ধাপে আপনারা ইসলামী ব্যাংকে কোন ধরনের একাউন্ট তৈরি করতে চান তা নির্বাচন করতে হবে। সাধারণত আমরা ইসলামী ব্যাংকে ৩ ধরনের একাউন্ট রেজিস্টার করতে পারি। সেভিংস একাউন্ট, কারেন্ট একাউন্ট ও স্টুডেন্ট একাউন্ট।
সেলফিন অ্যাপের মধ্যে Select account type ধাপে আপনারা সকল একাউন্ট সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন। প্রয়োজন অনুযায়ী একাউন্টের ধরন নির্বাচন করতে Select account type থেকে পছন্দের টাইপের একাউন্টে থাকা Select বাটনে ক্লিক করুন।
স্টেপ ৪ঃ নমিনির তথ্য প্রদান করুন
এই স্টেপে নমিনির ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী তার সকল তথ্য প্রদান করতে হবে। সেলফিন অ্যাপসে নমিনির যেসকল তথ্য প্রয়োজন –
- নমিনির নাম
- নমিনির পিতার নাম
- নমিনির মাতার নাম
- নমিনির আইডি নাম্বার (জন্ম নিবন্ধন নাম্বার/ভোটার আইডি কার্ড নাম্বার)
- নমিনির সাথে আপনার সম্পর্কের নাম
- নমিনির সম্পূর্ণ ঠিকানা (জেলা, থানা, পোস্ট কোড)
- নমিনির ছবি ও ভোটার আইডি কার্ডের ছবি আপলোড
১. Choose File এর উপরে ক্লিক করে প্রথমে নমিনির জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্টের ছবি আপলোড করুন।
২. Choose File এর উপরে ক্লিক করে নমিনির একটি স্পষ্ট ও সুন্দর ছবি আপলোড করুন।
ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট এর ছবি এবং নমিনের ছবি অবশ্যই স্পষ্ট ক্লিয়ার হতে হবে। অন্যথায় আপনার ব্যাংক একাউন্ট আইডেন্টি ভেরিফাই কমপ্লিট হবে না। উপরের তথ্যগুলো ভালোভাবে চেক করে NEXT বাটনে ক্লিক করুন। তারপরে পুনরায় নমিনির সকল তথ্যগুলো দেখাবে, এখান থেকে Confirm বাটনে ক্লিক করুন।
তারপরে “Bank account open successfully!” লেখা একটি পেজ ওপেন হবে। অভিনন্দন আপনার ইসলামী ব্যাংক একাউন্ট খোলা সম্পূর্ণ হয়েছে। এখান থেকে আপনাদের ব্যাংক একাউন্ট নাম্বার সংগ্রহ করে নিতে পারবেন।
আপনারা পুনরায় CellFin অ্যাপসে প্রবেশ করে Bank A/C অপশনে প্রবেশ করলে, দেখতে পারবেন সবার উপরে আপনার সদ্য চালু হওয়া বাংলাদেশ ইসলামী ব্যাংক একাউন্টের তথ্য।
স্টেপ ৫ঃ ব্যাংকের চেক ও কার্ড সংগ্রহ
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট চালু করার পরে আপনারা কোন ধরনের চেক বই বা কার্ড পাবেন না। আপনি যদি আপনার একাউন্টের উপরে ভিত্তি করে ব্যাংকের চেক ও কার্ড (ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড) নিতে চান তাহলে, নির্ধারিত ব্রাঞ্চে যোগাযোগ করুন।
অবশ্যই ব্রাঞ্চে যাওয়ার পূর্বে সর্বনিম্ন ডিপোজিট ফি এবং আপনার ভোটার আইডি কার্ড সাথে করে নিয়ে যাবেন। তারপরে ব্যাংকে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ফরম ও তথ্যাদি পূরণ করে কার্ড এবং চেক বুকের জন্য আবেদন করে আসবেন। পরবর্তীতে এগুলো রেডি হলে নির্ধারিত ব্রাঞ্চ থেকে সংগ্রহ করতে পারবেন।
এছাড়াও চেক বই ও কার্ড ব্যতীত CellFin অ্যাপস এর সাহায্যে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। ফান্ড ট্রান্সফার ও ফান্ড উইড্র সহ সকল সেবা CellFin অ্যাপসের মাধ্যমে উপভোগ করতে পারবেন।
ইসলামী ব্যাংক একাউন্ট ফরম
আপনারা যদি সরাসরি ব্যাংক ব্রাঞ্চে উপস্থিত হয়ে ইসলামী ব্যাংক একাউন্ট তৈরি করতে চান তাহলে একটি একাউন্ট ওপেনিং ফরম প্রয়োজন হবে। আপনারা চাইলে সরাসরি অনলাইন থেকে Account Opening Form -টি ডাউনলোড করতে পারেন।
অথবা সরাসরি আপনার নিকটস্থ ইসলামী ব্যাংক ব্রাঞ্চে উপস্থিত হয়ে এই ফরমটি সংগ্রহ করতে পারেন। যথাযথ সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে, ইসলামী ব্যাংক শাখায় জমা দেওয়ার মাধ্যমে নতুন ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।
ইসলামী ব্যাংক একাউন্ট সুবিধা
ইসলামী ব্যাংক একাউন্টে পাবেন অনেক বেশি সুযোগ-সুবিধা। বিশেষ করে স্টুডেন্ট ব্যাংক ও সেভিংস একাউন্টে দারুন সকল সুযোগ-সুবিধা রয়েছে। এছাড়াও দেশের বৃহত্তম ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক অন্যতম। যার ফলশ্রুতিতে দেশের যেকোন জায়গায় ইসলামী ব্যাংকের শাখা ও ATM বুথ পাবেন।
ইসলামী ব্যাংকে একাউন্ট করার প্রসেস অনেক সহজ। এই ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য সর্বনিম্ন মাত্র ১০০ টাকা প্রাথমিক ডিপোজিট করা প্রয়োজন। ও অন্যান্য ব্যাংক একাউন্ট খোলার জন্য ৫০০ টাকা প্রাথমিক ডিপোজিট করা প্রয়োজন।
শরিয়াহ মোতাবেক পরিচালিত এই ব্যাংকটি লেনদেনে দিচ্ছে দারুন সকল সুযোগ সুবিধা। বিশেষ করে ইসলামী ব্যাংকের এটিএম কার্ড, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড সহজেই নিতে পারবেন। জানতে পারেন ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে।
ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
ইসলামী ব্যাংক থেকে ভেরিফাইড সিমে IBB <space> BAL <space> ফরমেটে এসএমএস লিখে ২৬৯৬৯ নাম্বারে পাঠিয়ে দিন। এবং যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে BB <space> BAL <space> Send to : +8801714006969 এই ফরমেটে এসএমএস পাঠিয়ে দিন।
এসএমএসের মাধ্যমে এই পদ্ধতিতে আপনার ইসলামী ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে এটিএম বুথ থেকে ATM কার্ড ব্যবহার করে এবং সরাসরি ব্যাংক ব্রাঞ্চে ভিজিট করে আপনার ইসলামী ব্যাংকের ব্যালেন্স দেখে নিতে পারেন। এছাড়াও সেলফিন অ্যাপসের মাধ্যমে ব্যালেন্স চেক করতে পারেন।
শেষকথা
সম্মানিত পাঠকবৃন্দ আশা করি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই লেখাটিতে আমরা ইসলামী ব্যাংক একাউন্ট সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের চেষ্টা করেছি। এই সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন।
FAQs
মোবাইলের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য CellFin অ্যাপস ব্যবহার করতে পারেন। অথবা IBB <space> BAL <space> ফরমেটে ২৬৯৬৯ নাম্বারে এসএমএস পাঠিয়ে ব্যালেন্স জানতে পারেন।
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে চাইলে সর্বপ্রথম CellFin অ্যাকাউন্ট খুলে, সেলফিন অ্যাপসের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে হবে। এই পদ্ধতি সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
MURSALIN