ইসলামী ব্যাংক অনলাইন একাউন্ট রেজিস্টার করার পদ্ধতি
আপনি কি ইসলামী ব্যাংক অনলাইন একাউন্ট রেজিস্টার করতে চান? তাহলে এই লেখাটি আপনার জন্য। ibblportal ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট তৈরি করতে পারবেন।
ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সুবিধার জন্য islamic bank online account প্রয়োজন। একই প্রক্রিয়া অবলম্বন করে অনলাইনের মাধ্যমে যেকোনো ধরনের ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। চলুন আজকের লেখাটির মূল অংশে প্রবেশ করি।
ইসলামী ব্যাংক অনলাইন একাউন্ট
অনলাইনের মাধ্যমে ইসলামী ব্যাংক iBanking অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য ibblportal ওয়েবসাইটে প্রবেশ করে sign-up করুন। তারপরে ইমেইল এড্রেস ও NID কার্ডের তথ্য, মোবাইল নাম্বার প্রদান করলে iBanking active হয়ে যাবে।
আপনারা চাইলে একই পদ্ধতি অবলম্বন করে মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে একাউন্ট রেজিস্টার করতে পারবেন। স্টুডেন্ট একাউন্ট, সেভিংস একাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট সহ সব ধরনের ইসলামী ব্যাংক একাউন্ট iBanking-এ ওপেন করা যাবে।
অনলাইনের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট রেজিস্টার করার পদ্ধতি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হবে। তবে তার আগে চলুন জেনে নেই ইসলামী ব্যাংক একাউন্ট অনলাইনে রেজিস্ট্রেশন করতে কি কি প্রয়োজন হবে।
ইসলামী ব্যাংক অনলাইন রেজিস্ট্রেশন করতে কি কি প্রয়োজন
প্রথমেই জেনে রাখি – আপনার যদি পূর্বে ইসলামী ব্যাংক একাউন্ট করা থাকে তাহলে পুনরায় নতুন করে একাউন্ট তৈরি করতে পারবেন না। এক্ষেত্রে পূর্বের একাউন্ট বন্ধ করে নতুন ইসলামী ব্যাংক একাউন্ট তৈরি করতে হবে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা সরাসরি ইসলামী ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
অনলাইনের মাধ্যমে ইসলামী ব্যাংক iBanking একাউন্ট রেজিস্টার করতে কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। ডকুমেন্টসগুলো হলঃ
- আপনার ভোটার আইডি কার্ডের তথ্য।
- আপনার নাম, পিতা ও মাতার নাম, জন্মতারিখ ইত্যাদি।
- নমিনির ভোটার আইডি কার্ডের তথ্য এবং নমিনির নাম ও ঠিকানা।
- আপনার এবং নমিনির ১ কপি সুন্দর স্পষ্ট ছবি পূর্বে মোবাইলে তুলে রাখবেন।
- ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বার ও কাস্টমার আইডি নাম্বার।
অনলাইন ইসলামী ব্যাংক একাউন্ট রেজিস্টার
ধাপ ১ঃ অনলাইন ইসলামী ব্যাংক একাউন্ট রেজিস্টার করার জন্য প্রথমে https://ibblportal.islamibankbd.com/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপরে নতুন একাউন্ট রেজিস্টার করার জন্য Sign up অপশনে প্রবেশ করুন।
ধাপ ২ঃ দ্বিতীয় ধাপে আমরা Sign up with account অপশনটি বাছাই করব। Sign up with account বাছাই করে Continue বাটনে ক্লিক করুন।
ধাপ ৩ঃ এই ধাপে আমাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী নামের প্রথম অংশ এবং নামের দ্বিতীয় অংশ বসাতে হবে। তারপরে একটি সচল ইমেইল এড্রেস বসিয়ে, নিচে থাকা ইমেজ ক্যাপচাটি পূরণ করে “Submit” বাটনে ক্লিক করতে হবে।
কিছু সময়ের মধ্যে আপনাদের প্রদত্ত ইমেইলে একটি মেইল পাঠানো হবে। যেখানে একটি লিংক দেয়া থাকবে। ওই লিংকে ক্লিক করে আপনার ইমেইল এড্রেসটি ভেরিফাই করতে হবে।
ধাপ ৪ঃ তারপরে পুনরায় আপনার নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, ইমেইল এড্রেস, আপনার কন্টাক্ট নাম্বার, ভোটার আইডি কার্ড নাম্বার, ভোটার আইডি কার্ড অনুযায়ী ঠিকানা ও জন্ম তারিখ, এবং যদি পাসপোর্ট নাম্বার থাকে তা প্রদান করুন। পুনরায় তথ্যগুলো চেক করে “Submit” বাটনে ক্লিক করুন।
ধাপ ৫ঃ এই পর্বে আপনাকে Bank account number ও Customer ID নাম্বার প্রদান করতে হবে। ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বার আমরা জানি তবে Customer ID নাম্বার জানার জন্য ইসলামী ব্যাংকের হেল্প লাইনে যোগাযোগ করতে পারেন।
কাস্টমার আইডি নাম্বার পেতে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে (16259/+88028331090) যোগাযোগ করুন। তারপরে আপনার ব্রাঞ্চের ঠিকানা প্রদান করে কাস্টমার আইডি নাম্বার জেনে নিয়ে তা প্রদান করে “Submit” বাটনে ক্লিক করুন।
জানতে পারেন:- ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম।
ধাপ ৬ঃ তারপরে আমাদের দেশ নির্বাচন করতে হবে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে ইসলামী ব্যাংক একাউন্ট করছি সেহেতু “Bangladesh” নির্বাচন করে দিবেন। তারপরে একটি শক্ত পাসওয়ার্ড বসিয়ে “Submit” বাটনে ক্লিক করুন।
তারপরে আপনাদের মোবাইল নাম্বারে এসএমএসের মাধ্যমে অথবা কলের মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড (OTP) প্রদান করা হবে। যথাক্রমে ভেরিফিকেশন কোডটি বসিয়ে, সঠিকভাবে নিচে থাকা ক্যাপচাটি পূরণ করে “Submit” বাটনে ক্লিক করুন।
ধাপ ৭ঃ সঠিকভাবে আমাদের ইসলামী ব্যাংক iBanking (অনলাইন ব্যাংকিং) অ্যাকাউন্ট খোলা সফল হয়েছে। এরপরে “Profile Authentication form” লেখাটির উপরে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করুন। ফর্মে থাকা নির্দিষ্ট স্থানে আপনার স্বাক্ষর প্রদান করে, আপনার নিকটস্থ ইসলামী ব্যাংক শাখায় জমা দিন।
উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই অনলাইনের মাধ্যমে ইসলামী ব্যাংকের iBanking অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। iBanking ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে ইসলামী ব্যাংকের সকল সেবা উপভোগ করতে পারবেন।
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
আপনারা যদি অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট তৈরি করতে চান তাহলে প্রথমে “CellFin” অ্যাপসে একাউন্ট তৈরি করতে হবে এরপরে, CellFin অ্যাপসের সাহায্যে নতুন ইসলামী ব্যাংক একাউন্ট তৈরি করতে হবে।
ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতি অনেক বড়, যা একটি লেখার মাধ্যমে দেখানো সম্ভব নয়। তবে আপনাদের সুবিধার্থে ২টি আলাদা লেখার মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি আলোচনা করেছি। নিচের লিংকের মাধ্যমে গুরুত্বপূর্ণ আর্টিকেল গুলো দেখে নিবেন।
প্রথমে দেখুন | সেলফিন একাউন্ট খোলার নিয়ম |
দ্বিতীয়তে দেখুন | ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম |
এখান থেকে প্রথমে সেলফিন একাউন্ট খোলার নিয়ম লেখাটি দেখে নিবেন। সঠিকভাবে সেলফিন অ্যাকাউন্ট খোলার পরে সেলফিনের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম লেখাটি দেখে নিবেন।
এই দুইটি লেখায় দেখানো পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট তৈরি করতে পারবেন। এবার চলুন জেনে নেই ইসলামী ব্যাংক iBanking (ইন্টারনেট ব্যাংকিং) এর সুবিধা সম্পর্কে।
ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধা
ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং (iBanking) ব্যবহার করে আমরা কিছু এক্সট্রা সুযোগ সুবিধা উপভোগ করতে পারি। ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধা গুলো হলঃ
- অ্যাকাউন্ট ব্যালেন্স চেক এবং সকল স্টেটমেন্ট চেক।
- ট্রানজেকশন সামারি দেখার সুবিধা।
- এক একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা ট্রান্সফার।
- অনলাইনে কেনাকাটার সুবিধা।
- স্টপ চেক ও চেক রিকুইজিশন।
- মোবাইল রিচার্জ ও ওয়াইম্যাক্স রিচার্জ।
- ট্রেনের টিকিট ক্রয় সুবিধা।
- FTT ও FDD সংক্রান্ত সেবা।
- বৈদেশিক লেনদেনের সুবিধা।
- সকল ইউটিলিটি বিল প্রদানের সুবিধা।
- খুব সহজে ফরেন রেমিটেন্সের যাবতীয় তথ্য পাওয়া।
- বিনিয়োগ সংক্রান্ত সেবা।
এছাড়াও ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে আরো অনেক ধরনের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ে নিয়মিত নুতন নুতন সুযোগ সুবিধা যুক্ত হচ্ছে।
ইসলামী ব্যাংক অনলাইন একাউন্টে লগইন প্রক্রিয়া
ইসলামী ব্যাংকের অনলাইন একাউন্টে লগইন করার জন্য ibblportal ওয়েবসাইটে প্রবেশ করে, আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করুন। তারপরে Challenge key অপশনের ক্যাপচাটি পূরণ করে login বাটনে ক্লিক করুন।
হয়ে যাবে আপনাদের ইসলামী ব্যাংকের অনলাইন অ্যাকাউন্ট লগইন। এখান থেকে আপনারা ইসলামী ব্যাংকের সকল iBanking সেবা উপভোগ করতে পারবেন।
শেষকথা
সম্মানিত পাঠকবৃন্দ আশাকরি ইসলামী ব্যাংক অনলাইন একাউন্ট রেজিস্টার করার পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। আমাদের ওয়েবসাইটের নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই নিচে থাকা লিংকের মাধ্যমে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। আজকের লেখাটি এখানেই সমাপ্ত ঘোষণা করেছি।
FAQs
হ্যাঁ সম্ভব, আপনারা CellFin অ্যাপস ব্যবহার করে ঘরে বসে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। পাশাপাশি উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে ইসলামী ব্যাংকের iBanking সেবা উপভোগ করতে পারবেন।
এটা সম্পূর্ণ অসম্ভব, ইন্টারনেট ব্যাংকিং (iBanking) রেজিস্টার করার জন্য অবশ্যই ইসলামী ব্যাংক একাউন্ট থাকতে হবে। iBanking রেজিস্টারের সময় ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বার প্রয়োজন হবে।