ঘরে বসে বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম দেখুন
বর্তমানে বিকাশ, নগদ ও রকেটের মতো উপায় অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। উপায় হলো United Commercial Bank (UCB) এর একটি মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এই লেখাটিতে আলোচনা করা হবে বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে।
বাটন ফোন থেকে উপায় একাউন্ট খোলার সম্পূর্ণ পদ্ধতি নির্ভর করবে আপনার সিম অপারেটরের উপরে। বর্তমানে কিছু কিছু সিম থেকে খুব সহজেই এনআইডি কার্ড ব্যতীত বাটন ফোন থেকে উপায় একাউন্ট খোলা যায়। তবে আশাকরি দ্রুত সকল সিম অপারেটরের থেকে এই সেবা পাওয়া যাবে।
বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম জানতে চেয়ে অনেকে গুগলে কিংবা ইউটিউবে সার্চ করে। তাই আপনাদের সুবিধার্থে আজকের এই লেখাটিতে আমরা জানাবো বাটন ফোন থেকে কিভাবে খুব সহজেই উপায় একাউন্ট খুলতে পারবেন।
বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম
বাটন ফোন থেকে উপায় একাউন্ট খোলার জন্য আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *268# এরপরে আমাদের SIM রেজিস্ট্রেশন করা NID কার্ডের তথ্য দিয়ে উপায় রেজিস্ট্রেশন করতে (1) চেপে Yes করুন।
এরপরে আপনাদের মোবাইল নাম্বারে একটি টেম্পোরারি পাসওয়ার্ড পাঠানো হবে। পুনরায় *268# ডায়াল করে Upay প্রবেশ করে টেম্পোরারি PIN দিয়ে Send করুন। তারপরে একটি নুতন PIN বসিয়ে আপনার উপায় একাউন্ট চালু করুন।
খুব সহজ পদ্ধতিতে ঘরে বসে বাটন মোবাইল ফোন ব্যবহার করে আপনার উপায় অ্যাকাউন্ট চালু করতে পারেন। নিচে ছবিসহ উপায় একাউন্ট খোলার নিয়ম ধাপ অনুসারে দেখানো হয়েছে।
সর্বশেষ আপডেট
বর্তমানে সকল সিম থেকে বাটন ফোন ব্যবহার করে যেকোনো অপারেটর থেকে এনআইডি শেয়ারের অনুমতি প্রদান করতে পারবেন।
ধাপ ১ঃ USSD কোড ডায়াল করে এনআইডি শেয়ারের অনুমতি দিন
প্রথমে আপনার মোবাইল ফোন থেকে ডায়াল অপশনে গিয়ে উপায় USSD কোড ডায়াল করতে হবে। ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *268# এই কোডটি। এরপরে নিচের ছবিটি লক্ষ্য করুন।
এখানে অপারেটর থেকে এনআইডি কার্ডের তথ্য শেয়ারের অনুমতি প্রদান করতে হবে। অর্থাৎ আপনি যেই সিমের গ্রাহক হয়ে থাকেন না কেন সিম অপারেটরের কাছ থেকে আপনার এনআইডি কার্ডের তথ্য Upay-কে শেয়ারের অনুমতি প্রদান করতে পারেন। এতে করে পুনরায় এনআইডি কার্ড সাবমিট করার প্রয়োজন হয় না।
আপনাদের সামনে 1. Yes ও 2. No অপশন আসবে। এখান থেকে যদি আপনি অপারেটরের কাছ থেকে এনআইডি কার্ডের তথ্য শেয়ারের অনুমতি প্রদান করতে চান তাহলে 1 ডায়াল করে Yes করুন। যেহেতু আপনি উপায় অ্যাকাউন্ট খোলার চাচ্ছেন সেহেতু Yes-ই দিবেন।
আরো জানতে পারেনঃ নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম
এর ফলে পুনরায় আলাদা করে এনআইডি কার্ডের তথ্য সাবমিট করার প্রয়োজন হবে না। তারপরে successfully started registration process. please wait for confirmation. এরকম লেখা একটি POP-UP দেখাবে। এখান থেকে আপনারা OK করে দিবেন।
ধাপ ২ঃ টেম্পোরারি পিন প্রদান করুন
এরপরে আপনাদের প্রদত্ত মোবাইল নাম্বারে উপায় (Upay) থেকে এসএমএস এর মাধ্যমে একটি ৪ ডিজিটের টেম্পোরারি পিন নাম্বার পাঠানো হবে। পিন নাম্বারটি সংগ্রহ করুন।
এরপরে পুনরায় আপনার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে *268# ডায়াল করে Upay এর মধ্যে প্রবেশ করুন। তারপরে দেখতে পাবেন Enter Temporary PIN একটি অপশন আসবে, এখানে উপায় থেকে এসএমএস এর মাধ্যমে পাওয়া ৪ ডিজিটের পিন নাম্বারটি বসিয়ে SEND বাটনে ক্লিক করুন।
ধাপ ৩ঃ নুতন পিন সেট করুন
টেম্পোরারি পিন নাম্বার বসিয়ে Send বাটনে ক্লিক করার পরে নূতন পিন বসাতে হবে। একটি ৪ ডিজিটের নুতন পিন বসিয়ে Send বাটনে ক্লিক করুন। এরপরে কনফার্ম করার জন্য পুনরায় পিন নাম্বারটি বসিয়ে Send বাটনে ক্লিক করুন।
অভিনন্দন, সফলভাবে আপনার উপায় একাউন্ট খোলা সম্পন্ন হয়েছে। উপায় একাউন্ট খোলা সম্পন্ন হলে উপরে সর্বশেষ ছবির মত একটি ট্রানজেকশন পেজ আসবে। এখান থেকে উপায় একাউন্টের যাবতীয় সেবা উপভোগ করতে পারবেন।
উপায় একাউন্ট রেজিস্টার হওয়ার পরে আপনার নাম্বারে উপায় থেকে এসএমএসের মাধ্যমে কনফার্ম করা হবে। তবে উপায় একাউন্টের যাবতীয় সকল সেবা উপভোগ করার জন্য আপনাকে ফেইস ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে।
বাটন ফোনে উপায় একাউন্ট খোলার ক্ষেত্রে সিমাবদ্ধতা
বাটন ফোন থেকে উপায় একাউন্ট খোলার পরে ফেইস ভেরিফিকেশন করার আগ পর্যন্ত আমরা অনেক ধরনের সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবো না। ফেইস ভেরিফিকেশন করার জন্য উপায় অ্যাপ ডাউনলোড করুন অথবা নিকটস্থ উপায়ে এজেন্ট পয়েন্ট বা কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
আরো জানতে পারেনঃ বিকাশ সিম হারিয়ে গেলে করণীয়।
সীমাবদ্ধতা গুলো হলোঃ
Services | Limited Profile | Full Profile |
---|---|---|
Cash in (BDT) | Yes, up to BDT 500 | Yes |
Cash Out | Not Possible | Yes |
P2P | Not Possible | Yes |
Top-Up (BDT) | Yes, up to BDT 500 | Yes |
Merchant Payment | Not Possible | Yes |
Pay Bill | Not Possible | Yes |
উপায় অ্যাপসের মাধ্যমে ফেইস ভেরিফিকেশন করার পদ্ধতি
উপয় অ্যাপসের মাধ্যমে ফেস ভেরিফিকেশন করার জন্য একটি এন্ড্রয়েড মোবাইল ফোন থাকতে হবে, এবং উক্ত মোবাইল ফোনটিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এরপরে নিচে দেখানো নির্দেশনা অনুসরণ করুন।
- প্রথমে গুগল প্লে-স্টোর থেকে উপায় অ্যাপস ডাউনলোড করুন অথবা উপায় অ্যাপস ডাউনলোড করতে “Upay” এখানে ক্লিক করুন।
- উপায় অ্যাপস ওপেন করে “Log in” বাটনে ক্লিক করুন।
- এরপরে “While using the app” লেখার উপরে ক্লিক করে উপায়কে আপনার ডিভাইস লোকেশন এক্সেস করার অনুমতি দিন।
- তারপরে উপায় একাউন্ট এর মোবাইল নাম্বার ও PIN নাম্বার প্রদান করুন। এবং উপায়কে আপনার মোবাইল ফোনে এসএমএস পাঠানোর অনুমতি দেয়ার জন্য “Allow” বাটনে ক্লিক করুন।
- অধিক সিকিউরিটির নিশ্চয়তায় Device Authorisation কনফার্ম করার জন্য Confirm Device বাটনে ক্লিক করুন।
- এরপরে উপায় থেকে পাওয়া ৪ ডিজিটের One-time password (OTP) প্রদান করুন।
- এরপরে পুনরায় উপায় মোবাইল নাম্বার ও উপায় একাউন্টের পিন দিন।
- তারপরে হোমপেজে নিয়ে আসা হবে, হোম পেজের নিচে থাকা “Account” অপশনে ক্লিক করে প্রবেশ করুন।
- এরপরে আপনার উপায় একাউন্টের নামের উপরে ক্লিক করুন।
- তথ্য আপডেট করার জন্য “Update” বাটনে ক্লিক করুন।
- ফেইস ভেরিফিকেশন করার জন্য ছবি তুলতে “Proceed” বাটনে ক্লিক করুন।
- এই ডিভাইস থেকে ছবি তোলার অনুমতি দিতে “While using the app” লেখার উপরে ক্লিক করুন।
- ডিভাইসের ফটো মিডিয়াতে এক্সেস দিতে “Allow” লেখার উপরে ক্লিক করুন।
- এরপরে আপনার ডিভাইসের ক্যামেরা চালু হবে। ছবি তুলতে ডিভাইসের স্কিনের থাকা বৃত্তের মধ্যে আপনার মুখমণ্ডল রেখে একটু সময় অপেক্ষা করেন, অটোমেটিক ছবি তোলা সম্পন্ন হবে।
- ঠিক-ঠাক ভাবে ছবি উঠলে “Confirm Picture” বাটনে ক্লিক করে পরের ধাপে যান। ছবি যদি খারাপ উঠে পুনরায় ছবি তুলতে ”Re-take” বাটনে ক্লিক করুন।
- এরপরে Gender সিলেক্ট করে “Proceed” বাটনে ক্লিক করুন।
- অভিনন্দন আপনার উপায় একাউন্টটি Verification Successful হয়েছে।
উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই আপনার উপায় একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করায় এবং সকল ধরনের সুযোগ-সুবিধা উপভোগ করার জন্য ফেইস ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেন। লেখাটি বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটি সম্পূর্ণ দেখুন।
FAQs
উপায় (Upay) অ্যাপস ডাউনলোড করার জন্য গুগল প্লে-স্টোরে গিয়ে “Upay” লিখে সার্চ করলে সর্বপ্রথম এই অ্যাপসটি চলে আসবে। এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে Upay অ্যাপস ডাউনলোড করতে পারবেন।
উপায় ইউএসএসডি (USSD) কোড হল *268#, এই কোড ডায়াল করে উপায় একাউন্টে যাবতীয় সকল সুযোগ সুবিধা উপভোগ করতে পারেন। এছাড়াও Upay অ্যাপসের মাধ্যমে আপনার উপায় একাউন্ট পরিচালনা করতে পারেন।
উপায় ফেস ভেরিফিকেশন করার জন্য Upay অ্যাপস ডাউনলোড করুন অথবা সরাসরি নিকটস্থ উপায় পয়েন্টে বা কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।