ব্যাংকের নমিনি পরিবর্তনের নিয়ম | নমিনি পরিবর্তনের আবেদন পত্র
ব্যাংক একাউন্ট খোলার পরে আপনার অনুপস্থিতিতে ব্যাংকের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য নমিনি নির্বাচন করা হয়। এই লেখাটিতে আলোচনা করা হবে ব্যাংকের নমিনি পরিবর্তনের নিয়ম সম্পর্কে।
যেকোনো ব্যাংকে একাউন্ট খোলার পরে যাকে নমিনি সিলেক্ট করেছেন, পরবর্তীতে তাকে পরিবর্তন করে অন্য একজনকে নমিনি সিলেক্ট করতে ব্যাংকের কাছে একটি আবেদন পত্র জমা দিতে হবে। এছাড়াও আপনারা বর্তমান নমিনির পাশাপাশি যদি অন্য কাউকে নমিনি করতে চান তাহলে একইভাবে আবেদন পত্র জমা দিতে হবে।
ব্যাংক ম্যানেজার বরাবর দরখাস্ত লেখার পরে নমিনির কিছু ডকুমেন্টস জমা দিতে হবে। এই লেখাটিতে আমরা ব্যাংকের নমিনি পরিবর্তনের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাবো।
ব্যাংকের নমিনি পরিবর্তন করার নিয়ম
ব্যাংক একাউন্টের নমিনি পরিবর্তন করার জন্য ব্যাংক ম্যানেজার বরাবর একটি নমিনি পরিবর্তন দরখাস্ত জমা দিতে হবে। এর পাশাপাশি নতুন নমিনির পাসপোর্ট সাইজের ১ কপি ছবি ও তার NID কার্ডের ফটোকপি জমা দিতে হবে।
আপনারা যদি একজন নমিনির পাশাপাশি আরো একজন নমিনি যুক্ত করতে চান তাহলে, কোন নমিনিকে কত শতাংশের নমিনি করতে চান তা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। নমিনি পরিবর্তনের দরখাস্তটি সুন্দর ও সাবলীল ভাষায় লিখতে হবে।
ব্যাংক একাউন্টের নমিনি পরিবর্তন করার নিয়ম অথবা একাধিক নমিনি যুক্ত করার নিয়ম একই। উক্ত ব্যাংক ম্যানেজার বরাবর একটি আবেদন পত্র সাবমিট করতে হবে সাথে নুতন নমিনির কিছু ডকুমেন্টস। চলুন জেনে নেই নমিনি পরিবর্তনের দরখাস্ত কিভাবে লিখবেন। একাউন্ট পে চেক জমা দেওয়ার নিয়ম।
নমিনি পরিবর্তনের আবেদন পত্র লেখার নিয়ম
তারিখ ১০/৬/২০২৩
বরাবর
ব্যবস্থাপক / ম্যানেজার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
বাগেরহাট শাখা
খুলনা
বিষয়ঃ ব্যাংক হিসেবের নমিনি পরিবর্তন প্রসঙ্গে
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মোহাম্মদ আতিকুর রহমান, আমার ব্যাংক হিসাব নম্বর 01236789456, আপনার শাখার একজন হিসাবধারী। বর্তমানে ব্যক্তিগত কিছু সমস্যার কারণে উক্ত ব্যাংক হিসেবের নমিনি পরিবর্তন করা প্রয়োজন।
অতএব, জনাবের নিকট আমার বিনীত নিবেদন এই যে, আমার ব্যাংক হিসেবের নমিনি পরিবর্তন / নমিনি সংযোজন ফরম প্রদান করে উক্ত কার্যাবলী সুসম্পন্ন করার জন্য জনাবের একান্ত সাহায্য কামনা করি।
নিবেদক
স্বাক্ষর: _______
নাম: মোঃ আতিকুর রহমান
ঠিকানা: বাগেরহাট, খুলনা
ব্যাংক একাউন্ট হিসাব নাম্বার: 01236789456
মোবাইল নাম্বার: 01655******
বর্তমান নমিনি:______________________ পুরাতন নমিনি:_______________________
নমিনি সংযোজন করার জন্য বর্তমান নমিনি অবস্থায় ক্রমিক নাম্বার দিয়ে নমিনি সংযোজন করা যাবে। এক্ষেত্রে একাধিক নমিনি যুক্ত করতে পারবেন।
যেমনঃ
নমিনি – ১:
নমিনি – ২:
নমিনি – ৩:
বিঃদ্রঃ এই আবেদনপত্রে আমার ব্যক্তিগত তথ্য উল্লেখ করা হয়েছে, আবেদনপত্র লেখার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন পত্র লেখা কমপ্লিট করবেন।
নমিনি পরিবর্তন করার জন্য কি কি প্রয়োজন
ব্যাংক একাউন্টের নমিনি পরিবর্তন বা নুতন নমিনি সংযোজন করার জন্য যে সকল ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেগুলো হলোঃ
- ব্যাংক ম্যানেজার বরাবর একটি আবেদন পত্র জমা দিতে হবে।
- ব্যাংক থেকে ফরম সংগ্রহ করে ফরম পূরণ করতে হবে (কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে)
- নতুন নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রয়োজন হবে।
- নুতন নমিনির সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি।
- পুরাতন নমিনি ও নতুন নমিনির স্বাক্ষর।
এর বাহিরে যদি কোন ডকুমেন্টস প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যাংক কর্মকর্তা আপনাকে জানিয়ে দিবে। সাধারণত ব্যাংকের নমিনি পরিবর্তনের জন্য এই সকল ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়।
প্রিয় পাঠকবৃন্দ, আশাকরি ব্যাংকের নমিনি পরিবর্তনের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি আপনার ব্যাংক হিসেবের বা একাউন্টের নমিনি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে উক্ত পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই এই কার্যাবলী সম্পাদন করতে পারবেন। ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম।
ব্যাংক একাউন্টের নমিনি পরিবর্তন করার কারণ
বিভিন্ন কারণে ব্যাংক একাউন্টের নমিনি পরিবর্তন করা হয়। সাধারণত নমিনি এইসকল ব্যক্তিবর্গকে রাখা হয় যারা একাউন্ট হোল্ডারের খুবই কাছের এবং বিশ্বাসযোগ্য। অনেকে অ্যাকাউন্ট করার সময় ভুলে অন্য কাউকে নমিনি করে পরবর্তীতে এটি সংশোধন করতে নমিনি পরিবর্তন করতে হয়।
এছাড়াও অনেক সময় নিজেদের ব্যক্তিগত কারণে বা একাউন্টের নিরাপত্তায় নমিনি পরিবর্তন করা হয়। অ্যাকাউন্ট হোল্ডার কেন তার ব্যাংক একাউন্টের নমিনি পরিবর্তন করবে এটা তার একান্ত ব্যক্তিগত কারণ। ব্যাংক একাউন্ট নমিনির অধিকার সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।
FAQs
ব্যাংক নমিনি অ্যাকাউন্ট হোল্ডারের পরিবর্তে বা অনুপস্থিতিতে ব্যাংকের যাবতীয় কার্যাবলী সম্পাদন করতে পারবে। অ্যাকাউন্ট হোল্ডার চাইলে একাউন্টের শতাংশ ভাগ করে একাধিক নমিনি যুক্ত করতে পারে।
নতুন নমিনি যুক্ত করার জন্য ব্যাংক ম্যানেজার বরাবর একটি দরখাস্ত লিখতে হবে, এবং নতুন নমিনির পাসপোর্ট সাইজের ১ কপি ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে।