কোন কোন ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলা যায় দেখুন বিস্তারিত
এই লেখাটিতে আমরা জানাবো কোন কোন ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলা যায় এবং কোন ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুললে সব থেকে বেশি সুবিধা পাবেন এই সম্পর্কে। আশাকরি আজকের এই লেখাটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে।
আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ব্যাংকে আপনাকে স্টুডেন্ট একাউন্ট খুলতে হবে। সাধারণত ব্যাংকে একাউন্ট খোলার জন্য জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হয়। স্টুডেন্টের ক্ষেত্রে বাড়তি সুবিধা নিয়ে ব্যাংকগুলো জাতীয় পরিচয় পত্র ব্যতীত জন্ম নিবন্ধন ও স্টুডেন্ট কার্ড দিয়ে ব্যাংক একাউন্ট খোলার সুবিধা চালু করেছে।
কোন কোন ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলা যায়
বর্তমানে বাংলাদেশের প্রায় সকল ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলার সুবিধা চালু আছে। ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক ও রূপালী ব্যাংক সহ আরো অনেক ব্যাংকে আপনারা স্টুডেন্ট একাউন্ট ওপেন করতে পারেন।
যে সকল ব্যাংকগুলো স্টুডেন্ট একাউন্টের ক্ষেত্রে বেশি সুযোগ-সুবিধা প্রদান করে, সেই সকল ব্যাংকগুলো নিচে উল্লেখ করা হলো।
- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
- সোনালী ব্যাংক লিমিটেড।
- অগ্রণী ব্যাংক লিমিটেড।
- ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।
- ব্যাংক এশিয়া।
- এবি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
- রূপালী ব্যাংক লিমিটেড।
- সিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
- ওয়ান ব্যাংক লিমিটেড।
- মধুমতি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
এছাড়াও বর্তমানে আরো অনেক ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলা যায়। তাই আপনার পছন্দ অনুযায়ী যেকোন ব্যাংকের শাখায় যোগাযোগ করে একটি স্টুডেন্ট একাউন্ট ওপেন করে নিতে পারেন। অন্য সকল ব্যাংকের থেকে উপরে উল্লেখিত ব্যাংকগুলোর সার্ভিস তুলনামূলক ভালো হওয়ায় এগুলো উল্লেখ করা হয়েছে।
আরো জানতে পারেনঃ ব্যাংকের নমিনি পরিবর্তনের নিয়ম।
স্টুডেন্ট একাউন্ট খুলতে কি প্রয়োজন
স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু ডকুমেন্টস জমা দিতে হবে। তবে ব্যাংক ভেদে বাড়তি আলাদা ডকুমেন্টস প্রয়োজন হতে পারে। আপনি যেকোন ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলেন না কেন, নিচের উল্লেখিত ডকুমেন্টগুলো অবশ্যই প্রয়োজন হবে।
- জন্ম নিবন্ধন সনদের কপি অথবা জাতীয় পরিচয় পত্র থাকলে জাতীয় পরিচয় পত্র।
- পাসপোর্ট সাইজের ২ কপি সদ্য তোলা ছবি।
- অধ্যায়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র অথবা মাসিক বিলের স্লিপ কপি।
- নমিনির জাতীয় পরিচয় পত্র এবং সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- একটি রেফারেন্স ব্যাংক একাউন্ট নাম্বার প্রয়োজন হতে পারে।
একটি স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য উপরে উল্লেখিত ডকুমেন্ট ব্যতীত তেমন কোন ডকুমেন্টস প্রয়োজন হয় না। তবে বিশেষ কারণে যদি কোন ডকুমেন্টস প্রয়োজন হয় তা ব্যাংক কর্মকর্তা আপনাকে জানিয়ে দিবে।
কোন ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট সব থেকে ভালো
সুযোগ-সুবিধার দিক দিয়ে বিবেচনা করলে আমি ইসলামী ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট সব থেকে বেশি এগিয়ে রাখবো। কেননা অন্যান্য সকল ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্টে বেশি সুযোগ-সুবিধা প্রদান করে।
ইসলামী ব্যাংকের স্টুডেন্ট একাউন্টের সুযোগ সুবিধা সমূহঃ
- এটিএম কার্ড সংগ্রহ করা যাবে
- রেমিট্যান্স গ্রহণ করা যাবে
- মাত্র ১০০ টাকা প্রাইমারি ডিপোজিটে একাউন্ট করার সুবিধা
- সেলফিন ব্যবহার করে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন
- ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা চালু থাকবে
- SMS এর মাধ্যমে একাউন্টের স্টেটমেন্ট ও ব্যালেন্স দেখতে পারবেন
- ইসলামী ব্যাংকের স্টুডেন্ট একাউন্টে শুল্ক বা কর ছাড়া আর কোনো চার্জ নেই
আরো জানতে পারেনঃ ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম।
ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে একটি ব্যাংক নির্বাচন করতে হবে। এরপরে আপনার নিকটস্থ উক্ত ব্যাংক শাখায় উপস্থিত হয়ে ব্যাংক ম্যানেজারের সাথে স্টুডেন্ট একাউন্ট ওপেনিং বিষয়ে আলোচনা করুন।
ব্যাংক থেকে আপনাকে একটি Account Opening Form প্রদান করা হবে। সঠিক ইনফরমেশন দিয়ে ফর্মটি পূরণ করে, নমিনির যাবতীয় ইনফরমেশন প্রদান করুন। এরপরে যথাযথ ডকুমেন্টসগুলো জমা দিতে হবে।
পরবর্তীতে ব্যাংক কর্মকর্তারা আপনার ডকুমেন্টস গুলো যাচাই করবে এবং আপনার সাথে নমিনির সম্পর্কের সত্যতা যাচাই করে উক্ত ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট ওপেন করে দিবে। প্রত্যেকটি ব্যাংকে একটি নির্ধারিত ফাস্ট ডিপোজিট/প্রাইমারি ডিপোজিট থাকে যেটা আপনাকে একাউন্টে জমা করতে হবে।
এরপরে কয়েক ঘন্টার মধ্যে আপনার স্টুডেন্ট একাউন্টটি ওপেন হয়ে যাবে। পর্যাপ্ত ডকুমেন্টস জমা দিয়ে খুব সহজেই যেকোন ব্যাংক থেকে একটি স্টুডেন্ট একাউন্ট চালু করতে পারেন। আমরা পূর্বেই কোন কোন ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলা যায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
উপরে আলোচিত ব্যাংক গুলো থেকে যেকোনো একটি ব্যাংকে আপনার স্টুডেন্ট একাউন্ট চালু করতে পারেন। কারেন্ট ব্যাংক একাউন্টে থেকে স্টুডেন্ট একাউন্টে শিক্ষার্থীরা অনেক বেশি সুযোগ-সুবিধা পাবে।
FAQs
সাধারণত স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে প্রাইমারি ডিপোজিট মাত্র ১০০ টাকা ধরা হয়। তবে ব্যাংক চাইলে এর বেশি টাকা প্রাইমারি ডিপোজিট ধরতে পারে। প্রথমে মাত্র ১০০ টাকা প্রাইমারি ডিপোজিট প্রদান করে আপনার স্টুডেন্ট ব্যাংক একাউন্ট চালু করতে পারবেন।
হ্যাঁ যাবে, ১৮ বছরের নিচে যাদের বয়স তারা জন্ম নিবন্ধন সনদ এবং স্টুডেন্ট কার্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত প্রতায়ণ পত্র দিয়ে যেকোনো ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট ওপেন করতে পারবে।