সোনালী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম গুলো দেখুন

অনেকে সোনালী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না? তাদের জন্য আজকের এই লেখাটি। সোনালী ব্যাংক থেকে টাকা তোলার কয়েকটি পদ্ধতি সম্পর্কে এই লেখাটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আপনি যদি সোনালী ব্যাংকের একজন অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে সোনালী ব্যাংক থেকে বিভিন্ন কারণে টাকা তোলার প্রয়োজন হয়। কিন্তু আমরা অনেকেই সঠিকভাবে টাকা তোলার নিয়ম সম্পর্কে জানিনা।

বর্তমানে সোনালী ব্যাংক থেকে আপনি কয়েকটি উপায়ে খুব সহজভাবে টাকা তুলতে পারবেন। কিন্তু সহজভাবে টাকা তোলার জন্য অবশ্যই আপনাকে সঠিক নিয়ম-কানুন গুলো সম্পর্কে জানতে হবে। চলুন আজকের লেখাটির মূল আলোচনা শুরু করি।

সোনালী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম

সোনালী ব্যাংক থেকে টাকা তোলার জন্য নিকটস্থ ব্যাংক ব্রাঞ্চে গিয়ে চেক লিখে জমা দিতে পারেন অথবা নিকটস্থ সোনালী ব্যাংকের ATM বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়াও Sonali e-Wallet মোবাইল অ্যাপের সাহায্যে টাকা তুলতে পারেন।

বর্তমানে ৩-৪ টি পদ্ধতিতে সোনালী ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন। আমরা সবগুলো পদ্ধতি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করব। সোনালী ব্যাংক সরকারি হওয়ায় অনেকে একাউন্ট করে, লেনদেনের সেরা মাধ্যম হিসেবে এই ব্যাংকটিকে পছন্দ করে।

সোনালী ব্যাংকে আপনার একটি একাউন্ট থাকলে অনায়াসে টাকা লেনদেন করতে পারবেন। টাকা লেনদেনের জন্য আপনাকে কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে। চলুন সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনের সেরা পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

চেক বইয়ের মাধ্যমে টাকা উত্তোলন

সোনালী ব্যাংকে একাউন্ট করার পরে টাকা লেনদেনের জন্য আপনাকে একটি চেক বই প্রদান করা হয়েছে। উক্ত চেক বইটি ব্যবহার করে আপনারা খুব সহজেই সোনালী ব্যাংকের ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন করতে পারবেন।

বেশিরভাগ মানুষ বর্তমানে চেক বইয়ের মাধ্যমে টাকা উত্তোলনকে সহজপন্থা মনে করে। আপনার কাছে চেক বই না থাকলে সরাসরি ব্যাংকে গিয়ে নতুন চেক বইয়ের জন্য আবেদন করতে পারেন। একটি চেক বইতে সাধারণত ৩টি অংশ থাকে।

  1. গ্রাহকের অংশ – যেটি গ্রাহকের কাছে থাকবে, চেক বই থেকে চেকটি কাটার পরে সঠিক তারিখ মনে রাখার জন্য গ্রাহকের অংশটি পূরণ করা জরুরী।
  2. মূল চেক – দ্বিতীয় অংশটিকে মূল চেক বলা হয়। এই অংশটিতে আমাদের অ্যাকাউন্ট ও টাকা তোলার সম্পর্কিত যাবতীয় তথ্য প্রদান করতে হবে।
  3. টোকেন – তৃতীয় অংশটি মূল চেকের সাথে ব্যাংকে জমা করতে হবে। যথাযথভাবে এই অংশটিতে সঠিক তথ্য প্রদান করতে হবে।

মূল চেক এবং টোকেন অংশকে ব্যাংকের অংশ বলা হয়। এই অংশটি মূলত ব্যাংকে জমা দিতে হবে। এবং বাকি গ্রাহকের অংশ আপনার চেক বইয়ের সাথে থাকবে।

চেক বইয়ের মাধ্যমে টাকা উত্তোলনের ক্ষেত্রে সতর্কতা

চেক বইয়ের মাধ্যমে টাকা উত্তোলনের ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সর্তকতাগুলো হলোঃ

  • অবশ্যই নির্ভুল ও স্পষ্টভাবে চেকটি লিখতে হবে।
  • চেক লেখার ক্ষেত্রে প্রয়োজনীয় কমা (,) ব্যবহার করতে হবে।
  • যেকোনো একটি ভাষায় চেকটি লিখতে হবে তথা ইংরেজি ও বাংলা ভাষার সংমিশ্রণে চেক লেখা যাবে না।
  • চেকের মধ্যে অপ্রয়োজনীয় কোন শব্দ বা দাগ ব্যবহার করা যাবে না।
  • চেক লেখার মধ্যে কাটাচিরা করা যাবে না, স্পষ্টভাবে চেকের সকল তথ্য উল্লেখ করতে হবে।
সোনালী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম

সোনালী ব্যাংকের চেক লেখার নিয়ম

  • প্রথমে Date বক্সে, আপনি যেদিন টাকা তুলবেন সেই তারিখটি বসাতে হবে।
  • তারপরে Pay To বক্সে, যাকে দিয়ে টাকা তুলবেন তার নাম লিখে দিবেন। যদি নিজে টাকা তুলেন তাহলে “নিজ” লিখে দিবেন।
  • এরপরে TAKA বক্সে, আপনি কত টাকা তুলতে চান তা কথায় লিখতে হবে। মনে করেন আপনি ১০,০০০ টাকা তুলতে চান তাহলে “দশ হাজার টাকা মাত্র” এভাবে লিখতে হবে। টাকার অ্যামাউন্ট উল্লেখ করার পরে অবশ্যই “মাত্র” লিখে দিবেন।
  • পরবর্তীতে TK. বক্সে, আপনি যত টাকা তুলতে চান তা অংকে লিখে দিবেন। ধরেন আমি দশ হাজার টাকা তুলতে চাই এক্ষেত্রে ১০,০০০ /- টাকা এভাবে লিখে দিব। টাকার অ্যামাউন্ট উল্লেখ করার পরে (/-) এই চিহ্নটি ব্যবহার করবেন।
  • A/C Holder’s Signature বক্সের উপরে, অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর দিতে হবে।

তারপরে একইভাবে চেকের বাকি অংশগুলো (গ্রাহক অংশ এবং টোকেন) সব তথ্য দিয়ে পূরণ করবেন। এরপরে চেকের পিছনের ফাঁকা অংশে অ্যাকাউন্ট হোল্ডারের ২টি স্বাক্ষর ও মোবাইল নাম্বার এবং যে টাকা তুলবে তার ২টি স্বাক্ষর ও মোবাইল নাম্বার লিখে দিবেন।

যদি একাউন্ট হোল্ডার নিজে টাকা তুলে তাহলে শুধুমাত্র একাউন্ট হোল্ডারের স্বাক্ষর ও মোবাইল নাম্বার দিলে হবে। তারপরে এই চেকটি নিয়ে আপনার নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় উপস্থিত হয়ে “নগদ গ্রহণ” ডেস্ক থেকে টাকা তুলে নিতে পারবেন।

এটিএম কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন

আপনার কাছে যদি সোনালী ব্যাংকের এটিএম কার্ড থাকে তাহলে খুব সহজেই নিকটস্থ সোনালী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। এটিএম কার্ড না থাকলে ব্যাংকে আবেদন করে এটিএম কার্ড নিতে পারেন।

  • প্রথমে এটিএম বুথে প্রবেশ করে CRM মেশিনে আপনার এটিএম কার্ডটি প্রবেশ করান।
  • এরপরে একটু সময় অপেক্ষা করে আপনার এটিএম কার্ডের পিন নাম্বারটি বসিয়ে দিন।
  • এই ধাপে আপনি কত টাকা উত্তোলন করতে চান তা নির্বাচন করবেন।
  • তারপরে একাউন্টের ধরন নির্বাচন করতে হবে।
  • আপনি যদি রশিদ প্রিন্ট করতে চান তাহলে “হ্যাঁ” বাটনে ক্লিক করবেন যদি রশিদ না চান তাহলে “না” বাটনে ক্লিক করবেন।
  • কিছু সময় অপেক্ষা করার পরে, এটিএম মেশিন আপনার কার্ডটি এবং নির্ধারিত টাকা বের করে দিবে।
  • এটিএম বুথ ত্যাগ করার আগে আপনার টাকাগুলো ভালোভাবে চেক করে নিবেন।

এটিএম কার্ডের মাধ্যমে সোনালী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় কিছু সতর্কতা অবলম্বন করবেন। যেমন টাকা উত্তোলনের সময় আপনার কার্ডের পিন নাম্বার কাউকে দেখাবেন না। এটিএম বুথ ত্যাগ করার আগে টাকা ভালোভাবে চেক করে নিবেন, ইত্যাদি।

সাধারণত সকল ব্যাংক থেকে টাকা উত্তোলনের পদ্ধতি একই। এটিএম কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন সম্পর্কে বিস্তারিত জানতে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম লেখাটি দেখতে পারেন। সব ব্যাংকের এটিএম বুথ থেকে একই পদ্ধতি অবলম্বন করে টাকা তুলতে পারবেন।

মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা তোলার নিয়ম

বর্তমানে আপনি সোনালী ব্যাংকের অ্যাপস ব্যবহার করে টাকা তুলতে পারবেন। Sonali e-Wallet অ্যাপসটি গুগল প্লেস্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এই অ্যাপসটি ব্যবহার করে বিকাশে টাকা পাঠাতে পারবেন।

পাশাপাশি সেন্ড মানি, একাউন্টের ব্যালেন্স চেক এবং এটিএম বুথের মাধ্যমেও টাকা তুলতে পারবেন। আপনারা খুব সহজেই Sonali e-Wallet অ্যাপসটি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে, ঘরে বসে সোনালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করতে পারেন।

শেষকথা

সম্মানিত পাঠকবৃন্দ আজকের লেখাটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আশাকরি সোনালী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। ব্যাংকিং রিলেটেড যেকোন সমস্যার জন্য কমেন্ট করে আমাদের জানাতে পারেন।

উপরে উল্লেখিত ৩টি মাধ্যম ব্যবহার করে খুব সহজেই সোনালী ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন। টাকা তোলার পূর্বে অবশ্যই একাউন্টের ন্যূনতম ব্যালেন্স, উত্তোলনের সময়সীমা দেখে নিবেন এবং নিরাপত্তা সতর্কতা মেনে চলবেন।

FAQs

বিকাশের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে টাকা তোলা যাবে?

হ্যাঁ যাবে, Sonali e-Wallet মোবাইল অ্যাপসটি ব্যবহার করে আপনারা এই সেবাটি উপভোগ করতে পারবেন।

চেক লিখতে গিয়ে ভুল হলে কি করব?

যদি সামান্য ভুল হয়, তাহলে ভুল অংশটি একটি দাগ দিয়ে কেটে নিচে সঠিক তথ্যটি উল্লেখ করে দিবেন। যদি বেশি ভুল হয় সেক্ষেত্রে চেকটি পরিবর্তন করুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *