সোনালী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম এবং রেট, সুবিধা, তালিকা, স্কিম

অন্যান্য সকল ব্যাংকের ন্যায় সোনালী ব্যাংক আমাদের দিচ্ছে ডিপিএস সুবিধা। এই লেখাটিতে সোনালী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম এবং ডিপিএস রেট, সুবিধা, অসুবিধা, তালিকা বা চার্ট, স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

আপনি যদি সোনালী ব্যাংকে ডিপিএস সুবিধাটি উপভোগ করতে চান, তাহলে আপনার জন্য এই লেখাটি খুবই গুরুত্বপূর্ণ। সোনালী ব্যাংকের ডিপিএস সম্পর্কে আদ্যোপান্ত জানতে পারবেন এই লেখাটি থেকে। তাই একটু সময় নিয়ে সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য অনুরোধ করা হলো।

অন্যান্য সকল ব্যাংকের থেকে পাবলিক সেবায় কোন অংশে পিছিয়ে নেই বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড। বর্তমানে বাংলাদেশের ২ কোটি ৪৭ লাখের বেশি মানুষ এই ব্যাংকটির সাথে যুক্ত আছে।

Table of Contents

সোনালী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম

সোনালী ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট করার জন্য আপনার বয়স ১৮ বছরের বেশি হতে হবে। এরপরে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে সোনালী ব্যাংক শাখায় যোগাযোগ করলে, আপনার নামে একটি Deposit Pension Scheme (ডিপিএস) চালু করা হবে।

তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে আপনার নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় গিয়ে, ব্যাংক ম্যানেজারকে ডিপিএস সম্পর্কে আপনার আগ্রহর কথা জানালে আপনাকে ব্যাংক থেকে একটি ফরম প্রদান করা হবে।

অতঃপর উক্ত ফর্মটি সঠিকভাবে পূরণ করে, ব্যাংক কর্মকর্তার কাছে জমা করলে কিছু সময়ের মধ্যে আপনার ডিপিএস অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে। আপনি ব্যাংকে উপস্থিত হয়ে সরাসরি ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন।

সম্মানিত পাঠকবৃন্দ, সোনালী ব্যাংকে ডিপিএস করার আগে এই লেখাটি সম্পূর্ণ দেখবেন। এই লেখাটিতে সোনালী ব্যাংকের ডিপিএস সম্পর্কে যাবতীয় সকল তথ্য উল্লেখ করা হয়েছে। এই তথ্যগুলো আপনার জানা থাকলে কোন ঝামেলা ছাড়াই খুব সহজে সোনালী ব্যাংকে একটি ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন।

সোনালী ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট খুলতে কি কি প্রয়োজন

  • অবশ্যই আপনার বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
  • অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • যাদের বয়স ১৮ বছরের নিচে তথা নাবালক, তাদের ক্ষেত্রে পিতা-মাতা (অভিভাবক) স্বীকৃতি দিলে ডিপিএস অ্যাকাউন্ট করা যাবে।
  • আপনার জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের কপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে।
  • এবং নমিনির জাতীয় পরিচয় পত্রের কপি অথবা জন্ম নিবন্ধন সনদ এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবির প্রয়োজন হবে।
  • আপনার এবং নমিনির ছবি ও জাতীয় পরিচয় পত্রের কপিগুলো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা দ্বারা সত্যায়িত করাতে হবে।
  • বিশেষ ক্ষেত্রে নাগরিক সনদপত্র প্রয়োজন হতে পারে।

এই ডকুমেন্টসগুলো ব্যতীত সোনালী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট করতে যদি অন্য কোন ধরনের ডকুমেন্টস প্রয়োজন হয় তা আপনাকে ব্যাংক কর্মকর্তা জানিয়ে দিবে। তবে সাধারণত সোনালী ব্যাংকে ডিপিএস করতে এই ডকুমেন্টগুলো প্রয়োজন হয়।

সোনালী ব্যাংক ডিপিএস ফরম ডাউনলোড

সরাসরি এখান থেকে সোনালী ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট ওপেনিং ফরম ডাউনলোড করতে পারেন। ফর্মটি ডাউনলোড করার জন্য “sonali bank dps form” এখানে ট্যাপ করুন। এরপরে সরাসরি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ফর্মটি আপনার ডিভাইসে ডাউনলোড করুন।

পরবর্তীতে এটিকে প্রিন্ট করে, পূরণ করতে পারবেন। অথবা এই ফর্মটি সংগ্রহ করার জন্য আপনার নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় যোগাযোগ করুন। অবশ্যই সোনালী ব্যাংক থেকে ডিপিএস গ্রহণের জন্য ফর্মটি সঠিকভাবে ফিলাপ করে জমা দিতে হবে।

সোনালী ব্যাংক ডিপিএস কারা তৈরি করতে পারবে

যারা সোনালী ব্যাংকের ডিপিএস সম্পর্কিত সকল শর্তাবলী মেনে, এবং সেই অনুযায়ী ডকুমেন্টস সাবমিট করে ডিপিএস এর জন্য আবেদন করতে পারবে। শুধুমাত্র তারাই সোনালী ব্যাংকের ডিপিএস সুবিধাটি উপভোগ করতে পারবে।

ব্যাংক কর্তৃপক্ষ নির্ধারিত মাসিক কিস্তি সঠিকভাবে প্রদান করতে হবে এবং তাদের সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে। আপনি যদি সঠিকভাবে তাদের নিয়ম কানুন মেনে চলতে পারেন তাহলে আপনি সোনালী ব্যাংকে ডিপিএস করার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

সোনালী ব্যাংক ডিপিএস লিস্ট

সোনালী ব্যাংকে বিভিন্ন মেয়াদে ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করা যায়। মেয়াদের উপর ভিত্তি করে সোনালী ব্যাংকের ডিপিএস স্কীমে সুযোগ-সুবিধা প্রদান করা হয়। নিচে দেয়া চার্টের দিকে লক্ষ্য করলে, প্রতি মাসে কত টাকা জমা করতে হবে এবং কি কি সুবিধা পাবেন এই সম্পর্কে জানতে পারবেন।

সময় কাল (বছর)মুনাফার হার ১০.০০% (চক্রবৃদ্ধি)টাকা
৩ বছরমাসিক কিস্তি২৪,২৫০.০০
প্রিন্সিপাল৮,৭৩,০০০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা১,২৭,৪৩১.০০
মোট প্রাপ্য১০,০০,৪৩১.০০
৪ বছরমাসিক কিস্তি১৭,৩৮০.০০
’’প্রিন্সিপাল৮,৩৪,২৪০.০০
’’ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা১,৬৬,০২৮.০০
’’মোট প্রাপ্য১০,০০,২৬৮.০০
৫ বছরমাসিক কিস্তি১৩,২৮০.০০
প্রিন্সিপাল৭,৯৬,৮০০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা২,০৩,৪১৮.০০
মোট প্রাপ্য১০,০০,২১৮.০০
৬ বছরমাসিক কিস্তি১০,৫৭০.০০
প্রিন্সিপাল৭,৬১,০৪০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা২,৩৯,৭৪০.০০
মোট প্রাপ্য১০,০০,৭৮০.০০
৭ বছরমাসিক কিস্তি৮,৬৪০.০০
প্রিন্সিপাল৭,২৫,৭৬০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা২,৭৪,৬৪৪.০০
মোট প্রাপ্য১০,০০,৪০৪.০০
৮ বছরমাসিক কিস্তি৭,২১০.০০
প্রিন্সিপাল৬,৯২,১৬০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা৩,০৮,৫৪০.০০
মোট প্রাপ্য১০,০০,৭০০.০০
৯ বছরমাসিক কিস্তি৬,১০৫.০০
প্রিন্সিপাল৬,৫৯,৩৪০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা৩,৪১,০৮৫.০০
মোট প্রাপ্য১০,০০,৪২৫.০০
১০ বছরমাসিক কিস্তি৫,২৩৫.০০
প্রিন্সিপাল৬,২৮,২০০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা৩,৭২,৭৪৮.০০
মোট প্রাপ্য১০,০০,৯৪৮.০০
১২ বছরমাসিক কিস্তি৩,৯৫০.০০
প্রিন্সিপাল৫,৬৮,৮০০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা৪,৩২,৪১০.০০
মোট প্রাপ্য১০,০১,২১০.০০
১৫ বছরমাসিক কিস্তি২,৭১০.০০
প্রিন্সিপাল৪,৮৭,৮০০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা৫,১৩,৫৬৪.০০
মোট প্রাপ্য১০,০১,৩৬৪.০০
২০ বছরমাসিক কিস্তি১,৫৫৫.০০
প্রিন্সিপাল৩,৭৩,২০০.০০
ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা৬,২৭,৯৮৭.০০
মোট প্রাপ্য১০,০১,১৮৭.০০

বিশেষ দ্রষ্টব্যঃ উপরে উল্লেখিত চার্টের টাকার পরিমান ব্যাংক কর্তৃপক্ষ যেকোনো সময় পরিবর্তন করতে পারে। সোনালী ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করার পূর্বে অবশ্যই সোনালী ব্যাংক ডিপিএস তালিকা সম্পর্কে জেনে নেয়া উত্তম।

সোনালী ব্যাংক ডিপিএস স্কিম

বর্তমানে আপনি সোনালী ব্যাংকে বিভিন্ন ধরনের ডিপিএস (Deposit Pension Scheme) অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যেমনঃ

  • শিক্ষা সঞ্চয় স্কিম
  • সোনালী সঞ্চয় স্কিম
  • পল্লী সঞ্চয় স্কিম
  • স্বাধীন সঞ্চয় স্কিম
  • চিকিৎসা সঞ্চয় স্কিম
  • বিবাহ সঞ্চয় স্কিম
  • সোনালী ব্যাংক মিলিওনিয়ার স্কিম
  • অনিবাসী আমানত স্কিম
  • সোনালী ব্যাংক অবসর সঞ্চয় স্কিম

সোনালী ব্যাংক ডিপিএস সুবিধা

অন্যান্য সকল ব্যাংকের ন্যায় সোনালী ব্যাংক দিচ্ছে ডিপিএসে দারুন সব সুবিধা। Sonali Bank DPS গ্রহণের পূর্বে এর সুবিধা সম্পর্কে জেনে নেয়া উত্তম। সোনালী ব্যাংকের ডিপিএস প্রক্রিয়ায় চক্রবৃদ্ধি হারে গ্রাহকের আমানতের উপরে মুনাফার হার (%) দেওয়া হয়ে থাকে।

এতে করে গ্রাহকরা সোনালী ব্যাংক থেকে ভালো পরিমানে টাকা লাভবান হয়। সোনালী ব্যাংকের ডিপিএস স্কিম সমূহের আলাদা আলাদা সুবিধা সম্পর্কে জেনে নেই।

শিক্ষা সঞ্চয় স্কিম

শিক্ষা সঞ্চয় স্কিমে আপনি চাইলে ডিপিএস অ্যাকাউন্ট সর্বোচ্চ ১০ বছর মেয়াদী তৈরি করতে পারবেন। চক্রবৃদ্ধি সুদের হার ৮.০০% এবং মাসিক কিস্তি ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১০,০০০/- টাকা।

সোনালী সঞ্চয় স্কিম

সোনালী সঞ্চয় স্কিম ডিপিএস অ্যাকাউন্ট এর মেয়াদ থাকবে সর্বোচ্চ ৫ বছর। এর চক্রবৃদ্ধি সুদের হার ৬.৫০% এবং এই ডিপিএস অ্যাকাউন্ট-এ মাসিক কিস্তি ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১০,০০০/- টাকা।

পল্লী সঞ্চয় স্কিম

পল্লী সঞ্চয় স্কিম ডিপিএস অ্যাকাউন্টের মেয়াদ থাকবে সর্বোচ্চ ০৭ বছর। এখানে ১০০, ২০০, ৩০০ ও ৪০০, ৫০০ এবং ১০০০ টাকা পর্যন্ত মাসিক কিস্তি প্রদান করতে পারবেন। এবং ৯.০০% সরল সুদের হার।

স্বাধীন সঞ্চয় স্কিম

স্বাধীন সঞ্চয় স্কিমের প্রাথমিক জমা মাত্র ১০০০ টাকা। এই স্কিমটি সর্বোচ্চ ৫ থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদ থাকবে। এবং ৩% অতিরিক্ত সুদের হারের সঞ্চয়ী হিসাব বিদ্যমান।

চিকিৎসা সঞ্চয় স্কিম

এই স্কিমটির মেয়াদ সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত। ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১০,০০০/- টাকা পর্যন্ত মাসিক কিস্তি প্রদান করতে হবে। এবং ৮.০০% চক্রবৃদ্ধি সুদের হার।

বিবাহ সঞ্চয় স্কিম

এই স্কিমের মাসিক কিস্তি ১০০, ২০০, ৩০০ ও ৪০০, ৫০০, ১০০০ থেকে ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০, ৬০০০ ও ৭০০০, ৮০০০, ৯০০০ এবং ১০,০০০ টাকা পর্যন্ত। বিবাহ সঞ্চয় স্কিমের মেয়াদ থাকবে সর্বোচ্চ ১০ বছর এবং ৮.৫০% চক্রবৃদ্ধি সুদের হার।

সোনালী ব্যাংক মিলিয়নিয়ার স্কিম

সোনালী ব্যাংকের এই মিলিয়নিয়ার স্কিমের হিসাবটা একটু আলাদা।

  • ১৫ থেকে ২০ বছর মেয়াদী ডিপিএসে ৭.০০% চক্রবৃদ্ধি সুদের হার।
  • ০৯ থেকে ১৪ বছর মেয়াদী ডিপিএসে ৬.৫০% চক্রবৃদ্ধি সুদের হার।
  • ০৪ থেকে ০৮ বছর মেয়াদী ডিপিএসে ৬.০০% চক্রবৃদ্ধি সুদের হার।

অনিবাসী আমানত স্কিম

অনিবাসী আমানত স্কিমের সুদের হার ৭.০০% (সরল হার) এবং মাসিক কিস্তি ৫০০০, ৬০০০, ৭০০০, ৮০০০, ৯০০০, ১০০০০ ও ১১০০০, ১২০০০, ১৩০০০, ১৪০০০ এবং ১৫০০০ টাকা। মেয়াদ সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত।

সোনালী ব্যাংক অবসর সঞ্চয় স্কিম

সোনালী ব্যাংকের অবসর সময় স্কিমের মেয়াদকাল ৩ বছর থেকে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত। এবং সুদের হার ১২.০০% (সরল)।

গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ সোনালী ব্যাংকের নাম পরিবর্তন।

সোনালী ব্যাংক ডিপিএস ভাঙ্গার নিয়ম

সোনালী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট ভাঙার জন্য আপনার কাছে থাকা DPS এর ডকুমেন্টসগুলো নিয়ে ব্যাংক শাখায় গিয়ে, ব্যাংক ম্যানেজারকে এই সম্পর্কে অবগত করুন।

আপনি চাইলে যেকোনো সময় সোনালী ব্যাংকের ডিপিএস ভাঙতে পারবেন তবে নির্দিষ্ট মেয়াদের আগে ডিপিএস ভাঙ্গার ফলে পরিমান মত সুদ থেকে বঞ্চিত হবেন। ডিপিএস বন্ধ করার বিপরীতে সার্ভিস চার্জ ২৫০.০০ টাকা এবং সরকার নির্ধারিত VAT আদায় যোগ্য হবে।

মেয়াদ শেষ হওয়ার পূর্বে ডিপিএস হিসাব বন্ধ করা হলে, প্রাপ্য মুনাফার হার নিচে চার্ট অনুযায়ী দেয়া হলো।

হিসাব বন্ধ করার সময় হিসাবের মেয়াদপ্রাপ্য মুনাফার হার
প্রথম ৬ মাস পর্যন্তশুধুমাত্র জমাকৃত মূল অর্থ ফেরত পাবেন
৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত৬% হারে সরল মুনাফাসহ অর্থ ফেরত পাবেন
৩ বছর থেকে ৫ বছর পর্যন্ত৭.৫০% হারে সরল মুনাফাসহ অর্থ ফেরত পাবেন
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত৮.৫০% হারে সরল মুনাফাসহ অর্থ ফেরত পাবেন
১০ বছরের বেশি৯% হারে সরল মুনাফাসহ অর্থ ফেরত পাবেন

ডিপিএসের বিপরীতে ঋণ সুবিধা

  • ঋণের মেয়াদের মধ্যে এককালীন অথবা কিস্তিতে পরিশোধযোগ্য।
  • ঋণের সীমা নগদায়ন মুল্ল্যের সর্বোচ্চ ৯০%।
  • ঋণের সময়কাল ১২ মাস তথা ১ বছর।
  • মুনাফার হার ১৪%।
  • প্রধান কার্যালয় ১৩/১২/২০০৯ তারিখ ইস্তেহার নং-৫৪ অনুসারে দলিল পত্র নিতে হবে।
  • ঋণ প্রদানের পরে নির্দিষ্ট মেয়াদের মধ্যে কিস্তি পরিশোধ করতে হবে। যদি কোন কিস্তি মিস যায় সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ আপনার স্কীমের আমানত স্থিতি হতে ঋণের বকেয়া সমন্বয় করে আপনার ডিপিএস হিসাবটি বন্ধ করে দিতে পারবে।

ডিপিএস এর বিপরীতে ঋণ সুবিধা সমূহ সম্পর্কে বিস্তারিত জানতে আপনার জেলার Sonali Bank শাখায় যোগাযোগ করুন।

সোনালী ব্যাংক ডিপিএস তালিকা

আপনি চাইলে সোনালী ব্যাংকে ৩,৪,৫,৭,৮,১০,১২,১৫,২০ বছর মেয়াদী ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এক্ষেত্রে আপনার ডিপিএস অনুযায়ী মাসিক কিস্তি বা জমার পরিমাণ নিশ্চিত করা হবে। ভিন্ন ভিন্ন মেয়াদে অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে ভিন্ন রেট, চার্জ প্রযোজ্য হবে।

সোনালী ব্যাংক ডিপিএস ৩ বছর

সোনালী ব্যাংকের ৩ বছর মেয়াদী ডিপিএসের ক্ষেত্রে আপনাকে মাসিক কিস্তি প্রদান করতে হবে ২৩,৪০০ টাকা। নির্ধারিত মেয়াদের শেষে আপনার মোট সঞ্চয়ের পরিমাণ হবে ৮,৪২,৪০০ টাকা।

ব্যাংক কর্তৃক আপনাকে ১,৫৯,৩২৯ টাকা সুদ প্রদান করা হবে। এবং ৩ বছর মেয়াদ শেষে আপনি সর্বমোট ১০,০১,৭২৯ টাকা পাবেন।

সোনালী ব্যাংক ডিপিএস ৫ বছর

সোনালী ব্যাংকের ৫ বছর মেয়াদী ডিপিএস এর ক্ষেত্রে মাসিক কিস্তি প্রদান করতে হবে ১২,৪৭৫ টাকা। নির্ধারিত মেয়াদ শেষে মোট সঞ্চয়ের পরিমাণ হবে ৭,৪৮,৫০০ টাকা।

এবং ব্যাংক কর্তৃক আপনাকে সুদ প্রদান করা হবে ২,৫১,৭৭২ টাকা। ৫ বছর মেয়াদ শেষে আপনি সর্বমোট ১০,০০,২৭২ টাকা পাবেন।

সোনালী ব্যাংক ডিপিএস ১০ বছর

১০ বছর মেয়াদী ডিপিএস এর ক্ষেত্রে আপনাকে মাসিক কিস্তি প্রদান করতে হবে ৪,৫৮০ টাকা। এই অনুযায়ী নির্ধারিত মেয়াদ শেষে মোট সঞ্চয়ের পরিমাণ হবে ৫,৪৯,৬০০ টাকা।

এই ১০ বছরে ব্যাংক কর্তৃক আপনাকে মুনাফা প্রদান করা হবে ৪,৫০,৫০৮ টাকা। নির্ধারিত মেয়াদ শেষে আপনি সর্বমোট ১০,০০,১০৮ টাকা পাবেন।

সোনালী ব্যাংক ডিপিএস ১৫ বছর

সোনালী ব্যাংকের ১৫ বছর মেয়াদী ডিপিএস এর ক্ষেত্রে ২১৯৫ টাকা মাসিক কিস্তি প্রদান করতে হবে। সম্পূর্ণ মেয়াদ শেষে মোট আপনার সঞ্চয়ের পরিমাণ হবে ৩,৯৫,১০০ টাকা।

এবং ব্যাংক কর্তৃক আপনাকে সুদ প্রদান করা হবে ৬,০৬,৯১৯ টাকা। ১৫ বছর পরে আপনি সর্বমোট ১০,০২,০১৯ টাকা পাবেন।

সোনালী ব্যাংক ডিপিএস অসুবিধা

সোনালী ব্যাংকের ডিপিএস এর ক্ষেত্রে সবথেকে বড় একটি অসুবিধা হল কমমেয়াদী ডিপিএসে কিস্তির পরিমাণ অনেক বেশি। এর ফলে সাধারণ মানুষের ডিপিএস এর কিস্তি পরিশোধ করাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। এছাড়া সোনালী ব্যাংকের ডিপিএস প্রক্রিয়ায় অন্য কোন অসুবিধা খুঁজে পাচ্ছি না।

আমাদের শেষকথা

সম্মানিত পাঠকবৃন্দ এই ছিল আজকের লেখাটি। এই লেখাটিতে আমরা সোনালী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম এবং সোনালী ব্যাংকের ডিপিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তবে সোনালী ব্যাংকের ডিপিএস সম্পর্কে বিস্তারিত জানতে আপনার নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় ভিজিট করুন।

এখানে উল্লেখিত তথ্যগুলো বর্তমান সময়ের ধারণা অনুযায়ী। এই তথ্যগুলো সোনালী ব্যাংক কর্তৃপক্ষ যেকোনো সময় পরিবর্তন করতে পারে। এছাড়া সোনালী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম সম্পর্কে অন্য কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন।

FAQs

সোনালী ব্যাংক ডিপিএস রেট কত?

সাধারণত সোনালী ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট খোলা হলে গ্রাহককে Sonali Bank কতৃক ১১.৫০% চক্রবৃদ্ধি হারে মুনাফা প্রদান করা হয়।

কিস্তি চলাকালীন ডিপিএস হোল্ডার মারা গেলে কি করব?

এক্ষেত্রে ডিপিএসের নমিনি চাইলে গ্রাহকের মৃত্যুর পরে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে তার জমাকৃত সকল টাকা তুলতে পারবে।

সোনালী ব্যাংক ডিপিএস সর্বনিম্ন কতদিন মেয়াদি?

আপনি সোনালী ব্যাংকে সর্বনিম্ন ৩ বছরের মেয়াদী ডিপিএস চালু করতে পারবেন, এবং সর্বোচ্চ ২০ বছর মেয়াদী ডিপিএস চালু করতে পারবেন।

Similar Posts

4 Comments

  1. Palash Parves says:

    সোনালী ব্যাংকে যদি কেউ পাঁচ বছরের জন্য ডিপিএস করে হঠাৎ করে সে দুই বছর ডিপিএস চালানোর পর মারা গেল। সে একজনকে নমিনি রেখে গেছে। ওই নামে নাকি পাঁচ বছরের লাভ সহ সম্পূর্ণ টাকাপাবে। নাকি দুই বছরের লাভ সহ টাকা ।পাবে। জানালে খুবই উপকৃত হব।

    1. এই সম্পর্কে সঠিক তথ্য জানা নেই, তবে আপনি সোনালী ব্যাংকের হেল্প লাইনে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন অথবা আপনার নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় উপস্থিত হয়ে ব্যাংক ম্যানেজার থেকে জেনে নিতে পারেন। (হেল্পলাইন নাম্বার – ☎ Hotline 16639 ☎Global 8809610016639)

  2. আমার ডিপিএস একাউন্ট ভেঙে ফেলবো
    ডিপিএস একাউন্ট ভাংতে কি করতে হবে
    মোবাইল নম্বর, 01……0002

    1. ডিপিএস একাউন্ট ভাঙার জন্য আপনি যেই ব্যাংকে ডিপিএস একাউন্ট করেছেন উক্ত ব্যাংকের শাখায় যোগাযোগ করুন। এবং ডিপিএস এ যাবতীয় ডকুমেন্টস সঙ্গে নিয়ে যাবেন। ওখানে উপস্থিত হয়ে ব্যাঙ্ক ম্যানেজারকে ”ডিপিএস ভাঙ্গার জন্য আবেদন করতে চান” এই সম্পর্কে জানান। ব্যাংক ম্যানেজার আপনাকে পরবর্তী স্টেপ জানিয়ে দিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *