যেকোনো ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
প্রযুক্তির উন্নয়নের ফলে ব্যাংক থেকে টাকা তুলতে ব্যাংক শাখায় যাওয়ার কোন প্রয়োজন নেই। এখন থেকে আপনারা ব্যাংকে গিয়ে লাইনে না দাঁড়িয়ে এটিএম কার্ড এর সাহায্যে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। এই লেখাটিতে এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
এটিএম কার্ড সম্পর্কে আমরা কমবেশি সকলেই জানি, এটিএম কার্ডের সাহায্যে খুব সহজেই আমরা ব্যাংকিং লেনদেন করতে পারি এবং অনলাইনে শপিং করতে পারি। ব্যাংক থেকে টাকা তোলার জন্য এখন আর লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই, ATM কার্ডের সাহায্যে CRM মেশিন থেকে খুব সহজেই টাকা তুলতে পারবো।
এটিএম কার্ড ব্যবহারের নিয়ম
ATM কার্ডের সাহায্যে টাকা তোলার জন্য প্রথমে CRM মেশিনে কার্ডটি প্রবেশ করিয়ে PIN নাম্বার দিন, এরপরে টাকার অ্যামাউন্ট প্রবেশ করানোর ৩০ থেকে ৫০ সেকেন্ড এরমধ্যে এটিএম বুথের নির্দিষ্ট স্থান থেকে টাকা বেরিয়ে আসবে।
এটিএম কার্ডের সাহায্যে আপনারা খুব সহজেই এটিএম বুথের মাধ্যমে যেকোন স্থান থেকে টাকা তুলতে পারবেন। বর্তমানে বাংলাদেশের প্রায় সকল ব্যাংক এটিএম সেবাটি প্রদান করে। তবে ভিন্ন ভিন্ন এটিএম কার্ডের ফাংশনালিটি কিছুটা আলাদা হতে পারে তবে এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলার পদ্ধতি এক।
যাই হোক, এই আর্টিকেলটিতে আমরা এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম এবং এটিএম বুথ থেকে টাকা তোলার ক্ষেত্রে কিছু সতর্কতা, আপনি এটিএম বুথ থেকে সর্বোচ্চ কত টাকা তুলতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য সর্বপ্রথম আপনার নিকটস্থ কোন এটিএম বুথে প্রবেশ করে CRM মেশিনে ATM কার্ড প্রবেশ করান। এরপরে PIN নাম্বার দিয়ে পর্যাপ্ত টাকার অ্যামাউন্ট বসিয়ে দিন, যদি রশিদ সংগ্রহ করতে চান তাহলে YES চাপুন।
কিছু সময়ের মধ্যে এটিএম বুথের নির্দিষ্ট জায়গা থেকে পর্যাপ্ত টাকা এবং রশিদ বের হয়ে আসবে, এগুলো সংগ্রহ করে নিন। নিচে স্টেপ বাই স্টেপ ATM বুথ থেকে টাকা তোলার নিয়ম দেখানো হলো।
স্টেপ ১ঃ প্রথমে আপনাকে নিকটস্থ এটিএম বুথে যেতে হবে। আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, উক্ত ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে হবে। তাই সর্বপ্রথম আপনি উক্ত ব্যাংকের নিকটস্থ এটিএম বুথে প্রবেশ করুন।
স্টেপ ২ঃ এরপরে এটিএম বুথে থাকা CRM মেশিনে আপনার ATM কার্ডটি প্রবেশ করান। এটিএম কার্ডের চিপ উপরের পাশে সামনের দিকে রেখে CRM মেশিনে কার্ডটি প্রবেশ করান। বুঝতে অসুবিধা হলে নিচের ছবিটি লক্ষ্য করুন।

স্টেপ ৩ঃ আপনার এটিএম কার্ডের পিন নাম্বার প্রদান করুন। CRM মেশিনের মনিটরের নিচে থাকা কিপ্যাড-এ আপনাদের এটিএম কার্ডের পিন (PIN) নাম্বারটি টাইপ করে প্রদান করুন। ৩ বারের বেশি ভুল পিন নাম্বার টাইপ করলে, আপনার এটিএম কার্ডটি সিআরএম মেশিনে আটকে যেতে পারে।
স্টেপ ৪ঃ এই স্টেপে আপনাকে লেনদেনের ধরন সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা টাকা তুলতে চাচ্ছি সেহেতু Withdraw বাটনটি প্রেস করব।
স্টেপ ৫ঃ আপনি এটিএম মেশিন থেকে কত টাকা তুলতে চান তা সিলেক্ট করতে হবে। ডিসপ্লেতে অনেকগুলো ডিফল্ট অ্যামাউন্ট দেয়া থাকবে, এর বেশি পরিমাণে টাকা তুলতে “অন্যান্য পরিমাণ” বাটনে ক্লিক করে পর্যাপ্ত টাকার এমাউন্ট বসিয়ে দিন।
স্টেপ ৬ঃ এরপরে আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি কি রশিদ সংগ্রহ করতে চান? যদি আপনি রশিদ সংগ্রহ করতে চান সেক্ষেত্রে “হ্যাঁ” বাটনে প্রেস করুন, যদি রশিদ সংগ্রহ করতে না চান তাহলে “না” বাটনে প্রেস করুন।
এটিএম মেশিন থেকে রশিদ সংগ্রহ করলে আপনার ব্যালেন্স থেকে ৫/- টাকা রশিদ ফি কাঁটা হবে। আমি সাজেস্ট করবো রশিদ সংগ্রহ করে নিবেন, পরবর্তীতে লেনদেন সম্পর্কিত কোন ঝামেলা হলে এটি কাজে লাগবে।
স্টেপ ৭ঃ এরপরে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে, আপনার কার্ডের সাথে ব্যাংক একাউন্টের সকল তথ্য ম্যাচ করে CRM মেশিন এর নির্দিষ্ট স্থান থেকে টাকা বের করে দেয়া হবে, টাকাগুলো ভালোভাবে চেক করে নিবেন।
স্টেপ ৮ঃ সম্পূর্ণ লেনদেন শেষ করে এটিএম মেশিনে “Cancel” বা “Exit” বাটনটি প্রেস করুন। এরপরে মেশিন থেকে আপনার এটিএম কার্ডটি বের করে দেয়া হবে।
সাধারণত বাংলাদেশের প্রায় সকল ব্যাংকের এটিএম বুথ থেকে এই একই পদ্ধতিতে টাকা তুলতে পারবেন। তবে ক্ষেত্র বিশেষ সামান্য পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে এটিএম বুথে কর্মরত কর্মচারীদের সাহায্য নিতে পারেন।
জানতে পারেন ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে।
এটিএম থেকে টাকা তোলার সময় সতর্কতা
এটিএম বুথ থেকে টাকা তোলার সময় আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যথায় আমাদের বিভিন্ন ধরনের বিপদে পড়ার সম্ভাবনা আছে। সর্তকতা গুলো হলঃ
- অন্য কাউকে এটিএম কার্ডের পিন নাম্বার প্রদান করবেন না।
- CRM মেশিনে পিন নাম্বার প্রদানের সময় আশেপাশে কাউকে রাখবেন না।
- টাকা তোলার পরে CRM মেশিন থেকে রশিদ সংগ্রহ করে নিন, রশিদ এটিএম বুথে ফেলে আসবেন না।
- বার বার এটিএম কার্ডে ভুল পিন দিবেন না।
- নতুন এটিএম কার্ড নেয়ার পরে পুরনো এটিএম কার্ডটি নষ্ট করে ফেলুন।
- এটিএম কার্ড এর ডিটেলস অন্য কারো সাথে শেয়ার করবেন না।
- এটিএম বুথ থেকে বের হওয়ার আগে টাকাগুলো ভালোভাবে চেক করে নিবেন।
এটিএম বুথ থেকে কত টাকা তোলা যায়
এটিএম বুথে ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট থাকে, অন্য কোন ভাংতি নোট থাকে না। তাই আপনারা এটিএম বুথ থেকে সর্বনিম্ন ৫০০ টাকা তুলতে পারবেন। এবং কার্ডের ধরন অনুযায়ী প্রতিবার ২০,০০০ টাকা করে একদিনে সর্বোচ্চ ৫০,০০০, ১,০০,০০০ ও ২,০০,০০০ টাকা তুলতে পারবেন।
অন্য ব্যাংকের বুথ থেকে টাকা তোলার নিয়ম
অনেক সময় আমরা নতুন স্থানে গেলে, আমাদের কাছে যেই ব্যাংকের এটিএম কার্ড আছে উক্ত ব্যাংকের এটিএম বুথ খুঁজে পাই না। তবে জরুরী প্রয়োজনে আমরা অন্য ব্যাংকের এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারবো। তবে ব্যাংক ভেদে এই সেবার জন্য ১৫ টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত চার্জ কাটে।
শেষ কথা
সম্মানিত পাঠকবৃন্দ আশা করি এটিএম বুথ থেকে টাকা তোলার সহজ পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। এই পদ্ধতি ব্যবহার করে যেকোন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। তবে এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য CRM মেশিনের নির্দেশনা বুঝতে হবে।
এবং এটিএম বুথে CRM মেশিনে পিন নাম্বার প্রদানের সময়, আশেপাশে লক্ষ্য করে নিবেন। আপনি এটিএম বুথে প্রবেশের পরে অন্য কেউ বুথে প্রবেশ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন।
FAQs
এটিএম কার্ড ভেদে বুথ থেকে সর্বোচ্চ একদিনে প্রতিবার ২০,০০০ টাকা করে ৫০,০০০, ১,০০,০০০ ও ২,০০,০০০ টাকা তুলতে পারবেন।
যেহেতু এটিএম বুথে ৫০০ ও ১০০০ টাকার নোট থাকে সেহেতু আপনি এটিএম বুথ থেকে সর্বনিম্ন ৫০০ টাকা তুলতে পারবেন।
এটিএম কার্ড হারিয়ে গেলে যত দ্রুত সম্ভব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে, উক্ত ব্যাংক ব্রাঞ্চে যোগাযোগ করে পুরনো ATM কার্ডটি বন্ধ করে দিবেন, এবং একটি নতুন ATM কার্ডের জন্য আবেদন করবেন।