নতুন চেক বইয়ের জন্য আবেদন করার পদ্ধতি

ব্যাংক অ্যাকাউন্ট করার পরে ব্যাংক থেকে প্রদত্ত চেক বইয়ের পাতা শেষ হয়ে গেলে নতুন চেক বইয়ের জন্য আবেদন করতে হবে। যদি আপনার চেক বইয়ের পাতা শেষ হয়ে যায় তাহলে কিভাবে নতুন চেক বই পাবেন, নূতন চেক বইয়ের জন্য আবেদন করার পদ্ধতি সম্পর্কে এই লেখাটিতে আলোচনা করা হয়েছে।

বর্তমানে নূতন চেক বই পাওয়ার জন্য আবেদনপত্র লিখা ছাড়াও একাধিক উপায় ব্যাংকের কাছে চেক বইয়ের জন্য আবেদন করতে পারেন। চলুন জেনে নেই কি কি উপায়ে আপনারা ব্যাংক থেকে নতুন চেক বই পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

নতুন চেক বইয়ের জন্য আবেদন

নতুন চেক বইয়ের আবেদন করতে দরখাস্ত লেখার পাশাপাশি, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন অথবা চেক রিকুইজিশন স্লিপ ব্যবহার করে এই আবেদনটি করতে পারেন। যে সকল উপায়ে নতুন চেক পাওয়ার জন্য আবেদন করতে পারবেনঃ

  • চেক রিকুইজিশন স্লিপ এর মাধ্যমে।
  • ব্যাংকে গিয়ে ফরম পূরণের মাধ্যমে।
  • অনলাইনে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।
  • দরখাস্ত লিখে ব্যাংকে জমা দেয়ার মাধ্যমে।

উপরে উল্লেখিত এই ৪টি পদ্ধতি ব্যবহার করে নতুন চেক বইয়ের আবেদন করতে পারবেন। তবে বিভিন্ন ব্যাংক ভেদে সকল সেবা চালু নাও থাকতে পারে। বিশেষ করে অনলাইনের মাধ্যমে আবেদন সিস্টেমটি এখন পর্যন্ত সকল ব্যাংক চালু করেনি।

চেক রিকুইজিশন স্লিপ এর মাধ্যমে আবেদন

আপনারা বর্তমানে খুব সহজেই চেক রিকুইজিশন স্লিপ এর মাধ্যমে নতুন চেক বইয়ের আবেদন করতে পারেন। এতে করে পুনরায় ফরম পূরণ করে অথবা দরখাস্ত এর মাধ্যমে আবেদন করতে হবে না। ব্যাংক থেকে প্রাপ্ত পূর্বের চেক বইয়ের শেষের দিকে একটি চেক রিকুইজিশন স্লিপ থাকে।

এই স্লিপটি সঠিকভাবে পূরণ করে চেক থেকে আলাদা করে ব্যাংকে নিয়ে জমা দিলে, ব্যাংক এটিকে যাচাই করে একটি নতুন চেক বই দিবে। বর্তমানে চেক রিকুইজিশন স্লিপ এর মাধ্যমে খুব সহজেই নতুন চেক বই পেতে পারেন।

আরো জানতে পারেনঃ চেক বই হারিয়ে গেলে করণীয় কি।

ব্যাংকে গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন

আপনি যদি কোন কারনে চেক রিকুইজিশন স্লিপ হারিয়ে ফেলেন বা নষ্ট করে ফেলেন তাহলে চিন্তা নেই। সরাসরি ব্যাংক শাখায় গিয়ে ব্যাংক কর্মকর্তাকে এই সম্পর্কে অবগত করুন, ব্যাংক থেকে আপনাকে একটি ফরম প্রদান করা হবে।

সব সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে জমা করুন। এরপরে ব্যাংক আপনার দেওয়া তথ্যগুলো যাচাই করবে, সব তথ্য সঠিকভাবে প্রদান করলে ব্যাংক থেকে আপনাকে একটি নতুন চেক বই প্রদান করা হবে।

অনলাইনের মাধ্যমে আবেদন

বর্তমানে অনেক ব্যাংক তাদের ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে নতুন চেক বইয়ের আবেদনের সেবা চালু রেখেছে। ইন্টারনেট ব্যাংকিং এর নির্দিষ্ট পেইজে প্রবেশ করে নতুন চেক বইয়ের আবেদন করার অপশনে প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করে আবেদন করতে পারবেন।

যদি আপনারা এই সম্পর্কে পরিচিত না থাকেন তাহলে উক্ত apps এর কার্যক্রম সম্পর্কে জানতে ইউটিউবে সার্চ করতে পারেন। সকল ব্যাংক অনলাইন এর মাধ্যমে এই সেবাটি চালু করেনি, উপরের পদ্ধতি গুলো ব্যবহার করে যদি আপনারা চেকের জন্য আবেদন করতে না পারেন তাহলে যেকোনো ব্যাংকে খুব সহজে দরখাস্ত লিখে আবেদন করতে পারবেন।

দরখাস্ত লিখে ব্যাংকে জমা দেওয়ার মাধ্যমে আবেদন

নূতন চেক বই পাওয়ার জন্য ব্যাংক ম্যানেজার বরাবর একটি দরখাস্ত লিখে ব্যাংকে জমা দিয়ে নতুন চেক বইয়ের আবেদন করতে পারেন। দরখাস্তে আপনার ব্যাংক একাউন্টের নাম্বার, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট হোল্ডারের নাম, ব্যাংকের শাখা, আবেদনের বিষয়, তারিখ উল্লেখ করতে হবে।

এবং বিশেষ ক্ষেত্রে IFFC CODE প্রয়োজন হতে পারে। আবেদনের দরখাস্তটি খুব সুন্দর ও সাবলীল ভাষায় লিখতে হবে এবং স্পষ্টভাবে বিষয় উল্লেখ করতে হবে। চলুন নতুন চেক পাওয়ার আবেদনের দরখাস্ত নমুনা দেখে নেই।

নতুন চেক বইয়ের জন্য আবেদন পত্র নমুনা

মাননীয়

ব্যাংক ম্যানেজার

বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড

বাগেরহাট জেলা শাখা

বিষয়: নূতন চেক বইয়ের জন্য আবেদন

মহাশয়,

সবিনয় নিবেদন এই যে আমি দীপক চাহার, আমি আপনার ব্যাংক শাখার একটি সেভিংস অ্যাকাউন্টের উপভোক্তা। বেশ কিছুদিন যাবত আমি আমার এই একাউন্ট দ্বারা লেনদেন করে যাচ্ছি। আমার পুরনো চেক বইয়ের পাতা শেষ হয়ে গিয়েছে।

এবং আমার চেক বইয়ের শেষের দিকে থাকা চেক রিকুইজিশন স্লিপ ও নষ্ট হয়ে গিয়েছে। তাই ভবিষ্যতে আমার একাউন্টের মাধ্যমে লেনদেনের জন্য একটি নতুন চেক বই প্রয়োজন।

অতএব, মহাশয় এর নিকট বিনীত অনুরোধ আমাকে দ্রুত নতুন একটি চেক বই প্রদান করে উপকৃত করবেন।

আমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ

অ্যাকাউন্ট নাম্বার:____________

নাম:____________________

মোবাইল নাম্বার:_____________

ঠিকানা:__________

তারিখ:_________

স্বাক্ষর:________

আরো জানতে পারেনঃ একাউন্ট পে চেক জমা দেয়ার নিয়ম।

আমাদের শেষকথা

উপরে দেখানো দরখাস্ত ফরমেট ব্যতীত আপনাদের নিজেদের ধারণা অনুযায়ী দরখাস্ত লিখতে পারেন। তবে দরখাস্তের বিষয়বস্তু সঠিকভাবে উপস্থাপন করতে হবে। ও দরখাস্তটি সুশীল ও মার্জিত ভাষায় লিখতে হবে।

আশা করি কিভাবে নতুন চেক বইয়ের আবেদন করবেন তা জানতে পেরেছেন। এখান থেকে আপনার ব্যাংক শাখায় কার্যকর হয় এমন একটি পদ্ধতি অবলম্বন করে আবেদন করতে পারেন। আমি সাজেস্ট করব সহজে চেক রিকুইজিশন স্লিপ নিয়ে আবেদন করুন।

FAQs

চেক বইয়ের পাতা শেষ হয়ে গেলে কি করব?

ব্যাংক একাউন্টের চেক বইয়ের পাতা শেষ হয়ে গেলে চেক রিকুইজিশন স্লিপ, অথবা ব্যাংকে গিয়ে ফরম পূরণ করে অথবা নূতন চেক বইয়ের জন্য দরখাস্ত লিখে ব্যাংকে জমা করে নূতন চেকের জন্য আবেদন করতে পারেন।

চেক রিকুইজিশন স্লিপ কি?

চেক রিকুইজিশন স্লিপ হলো চেক বইয়ের শেষে থাকা একটি ফরম। যেখানে অল্প কিছু তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে ব্যাংকে জমা করলে ব্যাংক থেকে আপনাকে নতুন একটি চেক বই প্রদান করা হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *