বিকাশ ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

সম্প্রতি বিকাশ কোম্পানি তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে বিশাল একটি সুখবর। বিকাশ ব্যবহারকারীদের জন্য বড় সুখবর হলো সরকারি অটোমেটেড চালান সিস্টেমের যাবতীয় ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

অটোমেটেড চালান সিস্টেমে লগইন করে জাতীয় পরিচয়পত্র সংশোধন, এনবিআর ট্যাক্স, পাসপোর্ট ফি, ল্যান্ড ট্যাক্স, জন্ম নিবন্ধনসহ ১৩০টিরও বেশি সরকারি ফি খুব সহজেই বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

এছাড়াও ফি পরিশোধের পাশাপাশি ঘরে বসে ব্যবহারকারীরা বিকাশ থেকে চালান ডাউনলোড করতে পারবে। এই ছিল বিকাশ ব্যবহারকারীদের জন্য বড় সুখবর আপডেট।

বিকাশের নতুন আপডেট

গত মঙ্গলবার গ্রাহকদের সুবিধার্থে বিকাশ এই আপডেটটি এনেছে। আপডেটে জানানো হয়েছে বিকাশ ব্যবহারকারীরা কোথাও গিয়ে লাইনে না দাঁড়িয়ে ঘরে বসে বিকাশের মাধ্যমে সরকারি সকল অটোমেটেড চালান ফি পরিশোধ ও চালান ডাউনলোড করতে পারবে।

এই সেবাটি চালু করার মাধ্যমে ব্যবহারকারীদের সময় অপচয় কম হবে এবং তার পাশাপাশি যেকোন জায়গায় বসে বিকাশের এই সেবাটি উপভোগ করতে পারবে। বিকাশ অ্যাপে প্রবেশ করে “পে বিল” অপশনের মধ্যে ‘সরকারি ফি’ অপশন থেকে জাতীয় পরিচয়পত্র

ভুমি সেবা, সিটি কর্পোরেশন, এনবিআর ট্যাক্স ও পৌরসভাসহ বেশকিছু সরকারি সেবার ফি পরিশোধ করতে পারবে। ইতিমধ্যে বিকাশ ব্যবহারকারীদের মাঝে বিকাশের নতুন এই ফিচারটি সাড়া ফেলেছে।

সম্পর্কিত গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ বিকাশ সিম হারিয়ে গেলে করণীয় কি জানুন।

এই সুবিধার ফলে গ্রাহকরা পূর্বের মতো ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে ফি পরিশোধ না করে ঘরে বসে বিকাশ অ্যাপ ব্যবহার করে সরকারি যাবতীয় সকল অটোমেটেড চালান ফি পরিশোধ করতে পারবে।

কিভাবে বিকাশের মাধ্যমে চালান ফি পরিশোধ করবেন

বিকাশের মাধ্যমে সরকারি সকল ফি পরিশোধের জন্য প্রথমে ব্যবহারকারীদের অটোমেটেড চালান সিস্টেমের https://ibas.finance.gov.bd/acs এই ওয়েবসাইটে লগইন করে, প্রয়োজনীয় সার্ভিসটি সিলেক্ট করতে হবে।

তারপরে প্রয়োজনীয় তথ্য প্রদান করে মোবাইল ব্যাংকিং অপশন থেকে বিকাশ সিলেক্ট করবেন। এখান থেকে বিকাশ সিলেক্ট করে অটোমেটেড চালান ফি পরিশোধ করতে পারবেন। ফি পরিশোধের পরে তাৎক্ষণিক চালান ডাউনলোড করে রাখবেন।

এবং ভবিষ্যতে আপনার এই চালানটি প্রয়োজন হতে পারে তাই এটিকে যথাস্থানে সংরক্ষণ করুন। এখান থেকে আপনারা চালানের পিডিএফ ফাইল ডাউনলোড করে রাখতে পারবেন। যদি প্রয়োজন হয় তাহলে এটিকে প্রিন্ট করে নিবেন। খুব সহজেই এই পদ্ধতিতে সরকারি অটোমেটেড চালান ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারেন।

বিকাশ সম্পর্কে কিছু কথা

২০১১ সালে সর্বপ্রথম বিকাশের পথচলা শুরু হয়। ইতিমধ্যে বাংলাদেশের সব থেকে বড় মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিকাশ জনপ্রিয় হয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানটির প্রধান ব্যক্তি কামাল কাদির (CEO)

২০১৯ সালে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠিত অনলাইন লেনদেন সেবা কার্যক্রম বিকাশ গ্রাহকদের সুবিধার্থে বিকাশ অ্যাপ চালু করে। বিকাশ অ্যাপের মাধ্যমে একজন গ্রাহক যাবতীয় সকল সেবা উপভোগ করতে পারবে। বিকাশ একাউন্ট খুলতে একজন গ্রাহককে পূর্ণাঙ্গ সকল তথ্য দিয়ে KYC ভেরিফিকেশন করতে হবে।

বিকাশের মাধ্যমে সেন্ড মানি, ক্যাশ আউট, পে বিল, মোবাইল রিচার্জ, পেমেন্ট, নাগরিক সেবা, অ্যাড মানি, সেভিংস, লোন, বিকাশ টু ব্যাংক, এডুকেশন ফি, রেমিট্যান্স, বিনিময় সহ আরো অনেক সেবা উপভোগ করতে পারবেন।

এছাড়াও সম্প্রতি বিকাশ নুতন একটি সেবা চালু করেছে। সেটি হলো নমিনি এড করার সুযোগ। আপনারা চাইলে বিকাশ একাউন্টে নমিনি অ্যাড করতে পারেন, আপনার অনুপস্থিতে নমিনিরা বিকাশের মাধ্যমে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবে। বিকাশে সর্বোচ্চ ২ জন নমিনি অ্যাড করা যাবে।

প্রিয় পাঠকবৃন্দ আশা করি বিকাশ ব্যবহারকারীদের জন্য বড় সুখবর সম্পর্কে জানতে পেরেছেন। আপনি যদি একজন বিকাশ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এটি একটি বড় সুখবর। পূর্বের ন্যায় সময় অপচয় করে লাইনে দাঁড়িয়ে সরকারি ফি পরিশোধ না করে, ঘরে বসে অটোমেটেড চালান ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবো।

FAQs

বিকাশ ডায়াল কোড কি?

*247# হলো বিকাশ ডায়াল কোড তথা USSD কোড। এই কোড ডায়াল করে যেকোনো বাটন ফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বিকাশের সেবা উপভোগ করতে পারবেন।

একটি এনআইডি দিয়ে কয়টি বিকাশ খোলা যায়?

একটি জাতীয় পরিচয় পত্র বা NID কার্ড দিয়ে শুধুমাত্র একটি বিকাশ একাউন্ট খোলা যাবে। যেকোনো অপারেটরের সিমে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে শুধুমাত্র একটি বিকাশ একাউন্ট খুলতে পারবেন।

Similar Posts

2 Comments

  1. Manik bauri says:

    hi vai ami 5000 lun nivi

    1. লেখাটিতে দেখানো পদ্ধতি অনুসরণ করে লোনের জন্য আবেদন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *