৫ মিনিটে রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

বর্তমানে খুব সহজেই রকেট থেকে বিকাশে এবং রকেট থেকে অন্যান্য ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকিং সিস্টেমে নুতন এই আপডেটটি এসেছে। এই লেখাটিতে আমরা আলোচনা করব রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে।

রকেট এবং বিকাশ বাংলাদেশের স্বনামধন্য মোবাইল ব্যাংকিং কোম্পানি। এখন থেকে আপনারা চাইলে বিনিময় এর মাধ্যমে রকেট থেকে সরাসরি বিকাশে টাকা পাঠাতে পারবেন। এই লেখাটিতে বিনিময় অ্যাকাউন্ট খোলার নিয়ম থেকে শুরু করে রকেটের মাধ্যমে বিকাশে টাকা পাঠানোর নিয়ম সবকিছু বিস্তারিত আকারে বর্ণনা করা হবে।

বিনিময় হলো একটি সার্ভিস ব্যবস্থা যা কিছু সংখ্যক ব্যাংক এবং MFS এর মধ্যকার লেনদেনকে সহজ করেছে। ধীরে ধীরে প্রায় সকল এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো বিনিময় সার্ভিসের আওতাধীন হচ্ছে।

রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য প্রথমে Rocket অ্যাপসে প্রবেশ করে একটি বিনিময় একাউন্ট খুলে নিতে হবে। এরপরে Direct Pay-তে ক্লিক করে সেন্ডরের ও রিসিভারের বিনিময় অ্যাকাউন্ট তথ্য দিতে হবে।

তারপরে PIN নাম্বার দিয়ে, মোবাইল নাম্বারের মাধ্যমে OTP ভেরিফিকেশন করে টাকা ট্রান্সফার সম্পূর্ণ করুন। বর্তমানে বিনিময় একাউন্ট এর মাধ্যমে রিসিভারের বিকাশ একাউন্ট নাম্বার ছাড়াই, বিনিময় অ্যাকাউন্ট এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন।

রকেটের মাধ্যমে বিনিময় অ্যাকাউন্ট খোলার নিয়ম এবং রকেট থেকে বিনিময় ব্যবহার করে বিকাশে টাকা পাঠানোর নিয়ম নিচে ধাপ অনুসারে দেখানো হলো।

ধাপ ১ঃ বিনিময় অ্যাকাউন্ট খোলার নিয়ম

রকেটের মাধ্যমে বিনিময় অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে গুগল প্লে-স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে Rocket মোবাইল অ্যাপসটি ডাউনলোড করে নিবেন। অথবা যদি পূর্বে রকেট অ্যাপসটি ডাউনলোড করা থাকে তাহলে আপডেট করে নিবেন।

এরপরে রকেট অ্যাপসে আপনার রকেট একাউন্টটি লগইন করুন। অ্যাপসে প্রবেশের পরে “বিনিময়” নামক একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন। এরপরে আপনার রকেট একাউন্ট যার এনআইডি (NID) কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা, তার এনআইডি কার্ডের সকল তথ্য দেখতে পাবেন।

রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

এবার এখানে আপনারা “VID” নামক একটি অপশন দেখতে পাবেন, এখানে একটি ইউজারনেইম বসাতে হবে। আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী ইউজারনেইম বসিয়ে দিবেন। এই ইউজারআইডিটি ব্যবহার করে টাকা লেনদেন করা হবে। অবশ্যই এই ইউজার আইডিটি সংগ্রহ করে রাখতে হবে।

সম্পর্কিত গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ বিকাশ ব্যবহারকারীদের জন্য বড় সুখবর।

এরপরে একটু নিচে গেলে “Alias” নামক একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনি যেকোনো ধরনের একটি নিকনেইম বসিয়ে দিবেন। এরপরে নিচে থাকা সকল অপশন গুলো “YES” করে দিয়ে, “SUBMIT” বাটনে ক্লিক করুন।

রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

এরপরে আপনাকে ৬ সংখ্যার একটি বিনিময় পিন বসিয়ে দিতে হবে। আপনি একটি ৬ সংখ্যার স্ট্রং PIN নাম্বার বসিয়ে “SUBMIT” বাটনে ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করার পরে আপনার মোবাইলে একটি OTP কোড আসবে, কোডটি বসিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করুন।

OTP কোড বসানোর পরে অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে। কিছু সময়ের মধ্যে আপনাদের সামনে রেজিস্ট্রেশন কমপ্লিট একটি নোটিফিকেশন আসবে। এখানে আপনারা ইউজারনেইম সহ যাবতীয় বিনিময় একাউন্টের তথ্য দেখতে পারবেন।

হয়ে গেল আপনাদের বিনিময় অ্যাকাউন্ট খোলা, এরপরে পুনরায় রকেট অ্যাপসে প্রবেশ করে বিনিময়ের সেবা উপভোগ করতে পারবেন।

ধাপ ২ঃ বিনিময়ের মাধ্যমে বিকাশে টাকা পাঠান

বিনিময় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হওয়ার পরে পুনরায় রকেট অ্যাপসে প্রবেশ করুন। রকেট থেকে বিনিময়ের মাধ্যমে যার বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাচ্ছেন, অবশ্যই তার বিনিময় একাউন্ট খোলা থাকতে হবে। এই লেনদেনটি সম্পূর্ণ বিনিময় এর উপর ভিত্তি করে সম্পন্ন হবে।

রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

লেনদেনের প্রক্রিয়াঃ

  • প্রথমে রকেট অ্যাপসে প্রবেশ করে “বিনিময়” অপশনটিতে প্রবেশ করুন।
  • এরপরে এখান থেকে “DIRECT PAY (DP)” অপশনটিতে ক্লিক করুন।
  • তারপরে আপনি যাকে টাকা পাঠাবেন তার কাছ থেকে তার বিনিময় ইউজারনেইম সংগ্রহ করে “RECEIVER ID” বক্সে বসিয়ে দিন।
  • এরপরে এই বিনিময় একাউন্ট তথা বিকাশ একাউন্ট এর মালিকের নাম চলে আসবে। তারপরে এমাউন্ট অপশন থেকে টাকার অ্যামাউন্ট বসিয়ে, টাকা আদান প্রদানের পারপাস লিখে দিবেন।
  • তারপরে টাকা পাঠানোর জন্য “DIRECT PAY (DP)” বাটনে ক্লিক করুন।
  • এরপরে আপনার বিনিময় একাউন্টের ৬ ডিজিটের PIN প্রদান করতে হবে। পিন বসিয়ে “SUBMIT” বাটনে ক্লিক করুন।
  • তারপরে পূর্বের মত আপনার মোবাইল নাম্বারে একটি OTP কোড যাবে, কোডটি বসিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করুন।
  • ভেরিফিকেশন করার সাথে সাথে আপনার টাকাটি বিকাশ একাউন্টে চলে যাবে।
রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

সম্মানিত পাঠকবৃন্দ, উপরে দেখানো এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই রকেট থেকে বিনিময় একাউন্টের মাধ্যমে বিকাশে টাকা আদান প্রদান করতে পারবেন। অনেকদিন ধরে বাংলাদেশে এই ধরনের একটি সার্ভিস প্রয়োজন ছিল, অবশেষে বিনিময় আমাদের সেই প্রয়োজনটি মিটিয়ে দিলো।

আপনাদের সুবিধার্থে উপরে রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর সম্পূর্ণ প্রসেসের একটি ভিডিও দেওয়া হয়েছে। এই ভিডিওটি দেখে খুব সহজেই আপনারা উপরে আলোচিত প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন।

রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর চার্জ

যদি প্রদানকারী এবং গ্রহণকারী মোবাইল ব্যাংক (MFS) ব্যবহার করে তাহলে রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর চার্জ মাত্র ০.৭৫ % এবং গ্রাহকের থেকে সর্বোচ্চ সার্ভিস চার্জ ০.৫০ টাকা। এই সামান্য ফি প্রদান করে খুব সহজেই রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন।

FAQs

বিনিময় একাউন্ট কি?

বিনিময় একাউন্ট হলো বাংলাদেশ ব্যাংকের এমন একটি সার্ভিস যার মাধ্যমে কিছু ব্যাংক এবং এমএফএস (MFS) এর মাধ্যকার টাকা লেনদেন প্রক্রিয়া সহজ করেছে। এটি ইন্ডিয়ার ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) এর আদলে তৈরি।

রকেট থেকে কিভাবে বিকাশে টাকা পাঠাবো?

রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর সবথেকে সহজ মাধ্যম হচ্ছে বিনিময় অ্যাকাউন্ট ব্যবহার। বিনিময় অ্যাকাউন্ট এর মাধ্যমে রকেট থেকে বিকাশ এবং অন্যান্য বিভিন্ন ব্যাংকে টাকা পাঠাতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *