বিকাশ একাউন্টের মালিকানা পরিবর্তন | Bkash Ownership Change
আমরা ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইটে বিকাশ সম্পর্কিত অনেকগুলো আর্টিকেল পাবলিশ করেছি। এর মধ্যে অনেকেই জানতে চেয়েছেন কিভাবে বিকাশের মালিকানা পরিবর্তন করা যায়। এই লেখাটিতে আলোচনা করা হবে বিকাশ একাউন্টের মালিকানা পরিবর্তন করার সম্পূর্ণ নিয়ম সম্পর্কে।
প্রয়োজনের ক্ষেত্রে অনেক সময় আমাদের বিকাশ একাউন্টটি অন্য কারো নামে অথবা অন্য কারো রেজিস্ট্রেশন করা সিম কার্ডে খুলতে হয়। এবং পরবর্তীতে উক্ত বিকাশ একাউন্টটি আমাদের নিজেদের নামে করার প্রয়োজন হয়।
এই সকল ক্ষেত্রে আপনার বিকাশ একাউন্ট এর মালিকানা পরিবর্তন করতে হবে। তবে আপনি নিজে থেকে বিকাশ একাউন্ট এর মালিকানা পরিবর্তন করতে পারবেন না, এর জন্য আপনাকে কাস্টমার কেয়ারে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করে কাজটি সম্পন্ন করতে হবে।
বিকাশ একাউন্টের মালিকানা পরিবর্তন
বিকাশ একাউন্টের মালিকানা পরিবর্তনের জন্য সর্বপ্রথম আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্স ০.০০ করে, বর্তমান মালিকের NID কার্ড এবং পরবর্তী মালিকের NID কার্ড ও ২ কপি ছবি নিয়ে, তাদেরকে স্ব-শরীরে বিকাশ কাস্টমার কেয়ারে উপস্থিত হতে হবে।
এই প্রক্রিয়াটি একটু জটিল হলেও প্রয়োজনীয় তথ্যগুলো এবং এই লেখাটিতে দেখানো নিয়ম মেনে কাজ করলে, খুব সহজেই আপনার বিকাশ একাউন্টের মালিকানা চেইঞ্জ করতে পারবেন। সাধারণত সরাসরি বিকাশ একাউন্ট এর মালিকানা পরিবর্তন করা যায় না।
এই প্রক্রিয়াটি হল: প্রথমে আপনার বর্তমান বিকাশ একাউন্টটি ডিলিট করা হবে, এবং পরবর্তীতে নতুন আইডি কার্ড দিয়ে অন্য আরেকটি বিকাশ একাউন্ট তৈরি করে দেয়া হবে। এই সম্পূর্ণ কাজটি বিকাশ কাস্টমার কেয়ার পয়েন্ট থেকে কাস্টমার ম্যানেজার সম্পূর্ণ ফ্রিতে করে দিবে।
সাধারণত ২ ভাবে বিকাশ একাউন্ট এর মালিকানা পরিবর্তন করা যায়ঃ ১: সরাসরি এনআইডি কার্ড পরিবর্তন। ২: বিকাশ একাউন্টের নাম্বার পরিবর্তন। বিকাশ একাউন্টের নাম্বার পরিবর্তন সম্পর্কে জানুন এই লেখাটির মাধ্যমে।
এই লেখাটিতে শুধুমাত্র বিকাশ একাউন্টের এনআইডি কার্ড পরিবর্তনের মাধ্যমে মালিকানা পরিবর্তনের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। চলুন জেনে নেই বিকাশ একাউন্ট এর মালিকানা পরিবর্তন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং কিভাবে এই সম্পূর্ণ প্রসেসটি শেষ করবেন।
মালিকানা পরিবর্তনের জন্য কি কি প্রয়োজন
সরাসরি আপনার বিকাশ একাউন্টের এনআইডি কার্ড পরিবর্তন এর মাধ্যমে মালিকানা পরিবর্তন করতে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ারে উপস্থিত হতে হবে। ডকুমেন্টসগুলো হলঃ
- বর্তমানে যার নামে একাউন্টটি রেজিস্টার করা আছে তার ভোটার আইডি কার্ডের কপি এবং তাকে স্ব-শরীরে কাস্টমার কেয়ারে উপস্থিত হতে হবে।
- এবং মালিকানা পরিবর্তন করে যার নামে একাউন্টটি নিতে চান, তার ভোটার আইডি কার্ডের কপি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সহ তাকে স্ব-শরীরে কাস্টমার কেয়ারে উপস্থিত হতে হবে।
- প্রথমে বিকাশ একাউন্টের ব্যালেন্স সম্পূর্ণ ০.০০ করে নিতে হবে।
- এবং যেই সিমে আপনার বিকাশ একাউন্টটি রেজিস্টার করা আছে অবশ্যই সেটি নিয়ে যেতে হবে।
এর বাইরে তেমন কোন ডকুমেন্টস প্রয়োজন নেই, এই ডকুমেন্টসগুলো নিয়ে কাস্টমার কেয়ার পয়েন্টে জমা করলে কাস্টমার ম্যানেজার আপনার তথ্যগুলো যাচাই-বাছাই করে আপনার বিকাশ একাউন্ট এর মালিকানা পরিবর্তন করে দিবে।
মালিকানা পরিবর্তনের সম্পূর্ণ ধাপ
আপনার বিকাশ একাউন্ট এর মালিকানা পরিবর্তনের সম্পূর্ণ পদ্ধতি নিচে স্টেপ বাই স্টেপ বর্ণনা করা হলো।
স্টেপ ১ঃ প্রথমে উপরে উল্লেখিত ডকুমেন্টগুলো সংগ্রহ করে নিন, এবং আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্স সম্পূর্ণ ফাঁকা (০.০০) করে নিন।
স্টেপ ২ঃ তারপরে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে আপনার নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ারে চলে যান। সরাসরি বিকাশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিকাশ কাস্টমার কেয়ারের ঠিকানা জেনে নিতে পারেন।
অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন “Bkash customer care point nearby” লিখে। এরপরে গুগল মামা আপনাকে নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ারের ঠিকানা জানিয়ে দিবে।
স্টেপ ৩ঃ এরপরে কাস্টমার কেয়ারে প্রবেশ করে, কাস্টমার ম্যানেজারকে আপনার সমস্যার কথা উল্লেখ করুন। তথা আপনি বিকাশ একাউন্ট এর মালিকানা পরিবর্তন করতে চান, এবং কি কারনে মালিকানা পরিবর্তন করতে চান তা খুলে বলুন।
স্টেপ ৪ঃ তারপরে কাস্টমার ম্যানেজারের কাছে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাবমিট করুন। এগুলো যাচাই বাছাই করে সঠিক প্রমাণিত হলে কাস্টমার ম্যানেজার আপনার পূর্বের বিকাশ একাউন্টটি ডিলিট করে দিবে, এবং নতুন তথ্য অনুযায়ী একটি নতুন বিকাশ একাউন্ট রেজিস্টার করে দিবে।
স্টেপ ৫ঃ এই প্রসেসটি সম্পন্ন করার জন্য অবশ্যই পূর্বের ও বর্তমান মালিককে স্ব-শরীরে বিকাশ কাস্টমার কেয়ারে উপস্থিত থাকতে হবে। নতুন একাউন্ট খোলার সম্পূর্ণ হলে, বিকাশ সম্পর্কে অন্য কোন তথ্য জানার থাকলে কাস্টমার ম্যানেজারকে জিজ্ঞেস করুন।
তবে আপনারা যদি সরাসরি বিকাশ একাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে “বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম” এই লেখাটি দেখুন।
শেষকথা
উপরে আমরা বিকাশ একাউন্টের মালিকানা পরিবর্তনের নিয়ম সম্পর্কে জেনেছি। আপনারা এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই আপনার বিকাশ একাউন্ট এর মালিকানা পরিবর্তন করতে পারবেন।
সাধারণত একটি এনআইডি কার্ডের রেজিস্ট্রেশন থেকে বিকাশ একাউন্ট পরিবর্তন করে অন্য একটি এনআইডি কার্ডে রেজিস্ট্রেশন করার জন্য, প্রথম রেজিস্ট্রেশন করা বিকাশ একাউন্টটি ডিলিট করতে হয় এবং পরবর্তীতে দ্বিতীয় এনআইডি কার্ড দিয়ে নতুন একটি বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়।
FAQs
এই কাজটি আপনি সম্পূর্ণ ফ্রিতে বিকাশের কাস্টমার কেয়ার পয়েন্ট থেকে করতে পারবেন। মালিকানা পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে আপনার নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ার পয়েন্টে যোগাযোগ করুন।
ঘরে বসে আপনি Bkash একাউন্টের মালিকানা পরিবর্তন করতে পারবেন না। মালিকানা পরিবর্তন করার জন্য অবশ্যই আপনাকে বিকাশে রিকোয়ারমেন্ট মেনে, নিকটস্থ বিকাশ কাস্টমার পয়েন্টে গিয়ে মালিকানা পরিবর্তন করতে হবে।