চেক বই হারিয়ে গেলে করণীয় কি জানুন

দুর্ঘটনাবশত আপনার ব্যাংক একাউন্টের চেক বই হারিয়ে গেছে? কি করবেন বুঝতে পারছেন না, সমস্যা নেই এই লেখাটিতে আমরা জানাবো ব্যাংকের চেক বই হারিয়ে গেলে করণীয় এবং কিভাবে নতুন চেক বই পাবেন।

যেকোনো ব্যাংকে টাকা লেনদেনের জন্য চেকবুক প্রয়োজন হয়। যদি কোন দুর্ঘটনা বসতো আপনার চেক বুকটি হারিয়ে যায় তাহলে পরবর্তীতে অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হতে পারেন। কুচক্রি লোকজন আপনার চেকবুক ব্যবহার করে ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলতে পারে।

এটা নিশ্চয়ই একজন অ্যাকাউন্ট হোল্ডারের জন্য অনেক চাপের বিষয়। এই লেখাটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন চেক বই হারিয়ে গেলে করণীয় সম্পর্কে। তাহলে দ্রুত আপনার এই সমস্যাটির সমাধান করতে পারবেন।

চেক বই হারিয়ে গেলে করণীয়

চেক বই হারিয়ে গেলে প্রথমে নিকটস্থ থানায় যোগাযোগ করে একটি সাধারণ ডায়েরি বা GD করবেন। এরপরে GD-র কপি নিয়ে সরাসরি ব্যাংক শাখায় উপস্থিত হয়ে ব্যাংক কর্মকর্তাকে এই সম্পর্কে জানান।

এবং ব্যাংক কর্মকর্তা প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আপনার বর্তমান চেকটি বাতিল করে দিবে। এরপরে জিডির কপি দিয়ে ব্যাংকে নতুন চেক বইয়ের জন্য আবেদন করতে পারবেন। আশা করি আবেদনের ৭ দিনের মধ্যেই নতুন চেক বই হাতে পেয়ে যাবেন।

চেক বই হারানোর সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব থানায় জিডি করে ব্যাংক শাখায় গিয়ে একটি নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ করে আপনার বর্তমান চেকটি বাতিল করতে হবে। এরপরে পুরনো চেক বাতিল করে নূতন চেকের জন্য আবেদন করতে হবে।

নতুন চেকের জন্য আবেদন করতে চেক বই হারানো সম্পর্কে অঙ্গীকারনামা প্রদান করে, জিডির কপি প্রদান করে, ব্যাংকের নিকট আবেদন করতে হবে।

আরো জানতে পারেনঃ একাউন্ট পে চেক জমা দেয়ার নিয়ম।

ব্যাংকের চেক হারিয়ে গেলে করণীয়ঃ

  • প্রথমে অ্যাকাউন্ট হোল্ডারকে ব্যাংক শাখায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করে চেকের সকল পাতা বাতিল করতে হবে।
  • এরপরে নিকটস্থ থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (GD) করতে হবে। থানা থেকে জিডির কপি ও অফিসারের নাম্বার সংগ্রহ করে নিবেন।
  • তারপরে পুনরায় ব্যাংক শাখায় উপস্থিত হয়ে জিডির কপি প্রদান করে এবং অঙ্গীকারনামা ও অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর দিয়ে নূতন চেকের জন্য আবেদন করতে হবে।
  • পরবর্তী ৭ থেকে ৯ দিনের মধ্যে আপনার নতুন চেক ব্যাংকে চলে আসবে। তারপরে ব্যাংক থেকে নতুন চেকটি সংগ্রহ করে পুনরায় পূর্বের মতো লেনদেন করতে পারবেন।

ব্যাংকের চেক হারিয়ে গেলে কি করবেন

যেকোনো ব্যাংকের চেক হারিয়ে যাওয়ার পরে প্রথম কাজ হল যত দ্রুত সম্ভব একাউন্ট হোল্ডারকে ব্যাংকের শাখায় উপস্থিত হয়ে চেকটি বন্ধ করতে হবে। যদি দ্রুত চেকটি বন্ধ করা হয় তাহলে ওই চেকের মাধ্যমে কেউ টাকা লেনদেন করতে পারবে না।

যদি চেক বন্ধ না করেন তাহলে যে কেউ আপনার স্বাক্ষর নকল করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে নিতে পারে। এতে করে আপনার ব্যাংক একাউন্টে টাকা সকল টাকা নিরাপদে থাকবে। তারপরে থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে।

ব্যাংক একাউন্ট নাম্বার ও চেক বইয়ের নাম্বার উল্লেখ করে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে। জিডি করার কারণ হলো আইনগত ভিত্তি তৈরি করা। এছাড়াও ব্যাংক থেকে নতুন চেক পাওয়ার জন্য জিডির কপি জমা দিতে হবে।

এরপরে পুনরায় ব্যাংক শাখায় উপস্থিত হয়ে অ্যাকাউন্ট হোল্ডারকে একটি অঙ্গীকারনামা পূরণ করতে হবে। এরপরে অঙ্গীকার নামায় স্বাক্ষর করে থানায় করা জিডি বা সাধারণ ডায়রির কপি জমা করতে হবে। কিছুদিন পরে ব্যাংক থেকে নতুন চেক বই সংগ্রহ করতে পারবেন।

ব্যাংক চেক এর গুরুত্ব

ব্যাংক থেকে লেনদেন করার জন্য চেক খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। ব্যাংকে একাউন্ট করার পরে অ্যাকাউন্ট হোল্ডারকে লেনদেনের জন্য ব্যাংক কর্তৃক একটি চেক বই প্রদান করা হয়। অ্যাকাউন্ট হোল্ডার উক্ত চেক বই ব্যবহার করে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারে।

তাই কোনভাবেই যদি দুর্ঘটনাবশত আপনার চেক বইটি হারিয়ে যায় তাহলে যত দ্রুত সম্ভব উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে প্রথমে চেক বই বন্ধ করে এরপরে নতুন চেক বইয়ের জন্য আবেদন করতে হবে।

প্রিয় পাঠকবৃন্দ, আশা করি চেক বই হারিয়ে গেলে করণীয় কি? এবং কিভাবে পুনরায় নতুন চেক বই পেতে পারেন? এই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। এই লেখাটিতে দেখানো পদ্ধতি অনুসরণ করে যেকোনো ব্যাংকের চেক বই বন্ধ ও রি-ইসু করতে পারেন।

FAQs

ব্যাংকের চেক রি-ইসু করার নিয়ম?

যদি আপনার ব্যাংকের চেক বইটি হারিয়ে যায় তাহলে প্রথমে ব্যাংকে গিয়ে আপনার বর্তমান চেক বইটি বাতিল করতে হবে, এরপরে থানায় গিয়ে একটি GD করে পুনরায় ব্যাংকে জিডির কপি জমা দিয়ে অঙ্গীকারনামা পূরণ করে ব্যাংকের চেক রি-ইসুর জন্য আবেদন করতে হবে।

ব্যাংকের চেক হারিয়ে গেলে কি হবে?

প্রতারণামূলক কার্যকলাপ থেকে আপনার ব্যাংক একাউন্টের সুরক্ষা নিশ্চিত করার জন্য ব্যাংকের চেক হারিয়ে গেলে দ্রুত চেক বইটি বন্ধ করতে হবে। কোন কুচক্রী লোকজন এই চেক বইয়ের মাধ্যমে আপনার ব্যাংক একাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *